কলকাতা, 4 জুলাই: আজ স্বামী বিবেকানন্দের 122তম মৃত্যুবার্ষিকী ৷ এই উপলক্ষে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, স্বামীজীর প্রগতিশীল সমাজ গঠনের স্বপ্ন পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ৷ এদিকে, স্বামী বিবেকানন্দকে মহান সন্ন্যাসী ও দেশপ্রেমিক বলে উল্লেখ করে তাঁকে এই বিশেষ দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
স্বামীজীর 122তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি স্বামী বিবেকানন্দকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই । তাঁর শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয় । তার গভীর প্রজ্ঞা এবং জ্ঞানের নিরলস সাধনাও খুব অনুপ্রেরণাদায়ক । তাঁর একটি সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজের স্বপ্ন পূরণে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি ।"