নয়াদিল্লি, 15 অগস্ট:স্বাধীনতা দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে টানা 11বারের জন্য লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন নরেন্দ্র মোদি ৷ আর সেখান থেকেই তিনি জানান, ভারতের 140 কোটি নাগরিক একটি সমৃদ্ধির লক্ষ্য অর্জন করতে পারে ৷ ঐক্যবদ্ধ সংকল্পে কাঁধে কাঁধ মিলিয়ে চললে দেশ আরও উন্নত হবে।
এদিন প্রধানমন্ত্রী মোদি জানান, তাঁর সরকার মধ্যবিত্ত এবং দরিদ্রদের জীবন পরিবর্তনের লক্ষ্যে বড় সংস্কারের মাধ্যমে কোনও ক্রমে বেঁচে থাকার মানসিকতা ভাঙতে কাজ করেছে ৷ প্রথমে দেশ, এই মন্ত্রেই কাজ করছে তাঁর সরকার ৷ তাও এদিন স্পষ্ট করেন মোদি ৷ ব্যাঙ্কিং সেক্টরের শক্তি বৃদ্ধিরও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, দেশ প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। দেশের 78তম স্বাধীনতা দিবসে তাঁর ভাষণে মোদি বলেন, "এটি এমন অগণিত মানুষদের শ্রদ্ধা জানানোর দিন যারা দেশের স্বাধীনতার জন্য সব ত্যাগ স্বীকার করেছেন এবং সংগ্রাম করেছেন। দেশ তাদের কাছে ঋণী।"
সাম্প্রতিক জাতীয় বিপর্যয়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তৃতীয় মেয়াদে তিনি মনমোহন সিংকেও ছাড়িয়ে গিয়েছেন ৷ মনমোহন সিং 2004-2014 সালে লালকেল্লা থেকে 10 বার পতাকা উত্তোলন করেছিলেন ৷ এদিন সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন মোদি ৷ লালকেল্লায় পৌঁছনোর আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পতাকা উত্তোলনের পর মোদি বলেন, "চ্যালেঞ্জ এবং সম্পদের ঘাটতি থাকতে পারে তবে জনগণ তাদের লক্ষ্যে একত্রিত হলে তাদের লক্ষ্য অর্জনের জন্য সব প্রতিকূলতাও তারা কাটিয়ে উঠতে পারে।" 2047 সালের মধ্যে 'বিকশিত ভারত'-এর জন্য তাঁর লক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি জানান যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা অ্যাজেন্ডার জন্য পরামর্শ দিয়েছে। বিচার ব্যবস্থায় সংস্কার, সক্ষমতা বৃদ্ধির প্রচারাভিযান, ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন-সহ এই ধারণাগুলির অনেকগুলিই তিনি বর্ণনা করেছেন।
প্রধনামন্ত্রী মোদি আরও বলেন, "গত 10 বছরে, 10 কোটি মহিলা মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করেছেন। 10 কোটি মহিলা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। যখন মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হন তখন তারা একটি পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থার অংশ হয়ে ওঠেন যা সামাজিক পরিবর্তনের দিকে নিয়ে যায় ৷ এখন পর্যন্ত দেশে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে 9 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে।"