বারণসী, 14 মে: মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সকালে দশাশ্বমেধ ঘাট ও কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন পেশ করেন তিনি ৷ কালেক্টেরেটের কাছে মনোনয়ন পেশ করার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ 2014 সালে প্রথমবার এই আসন থেকে জিতেছিলেন নমো । এ বার হ্যাটট্রিকের লক্ষ্যে লড়ছেন তিনি ৷
মঙ্গলবার বারাণসীর জেলাশাসক এস রাজালিঙ্গমের কাছে নরেন্দ্র মোদির মনোনয়ন পেশের সময় তাঁর নাম প্রস্তাব করেন চার প্রস্তাবক ৷ তাঁরা হলেন, পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী, বৈজনাথ প্যাটেল, লালচাঁদ কুশওয়াহা ও সঞ্জয় সোনকর ৷ প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশের সময় পাশে থাকতে আগেই বারাণসীতে পৌঁছে গিয়েছেন এনডিএ শরিক দলের নেতারা ৷ ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, চন্দ্রবাবু নাইডু, জিতন রাম মাঁঝি, ওমপ্রকাশ রাজভর, সঞ্জয় নিশাদ ও রামদাস আটওয়ালে ৷
তাঁর এক্স হ্যান্ডেলে হিন্দিতে একটি পোস্টে মোদি বলেছেন, "কাশীর সঙ্গে আমার সম্পর্ক আশ্চর্যজনক, অবিচ্ছেদ্য এবং অতুলনীয়...আমি শুধু বলতে পারি যে, এটি ভাষায় প্রকাশ করা যায় না !"