নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার বিরোধীদের তীব্র কটাক্ষ করেন ৷ তাঁর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রীরা দেশের নাগরিকদের 'শ্রেষ্ঠ ভারত'-এর স্বপ্ন দেখানোর সাহসই পাননি ৷ সেই স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সম্মিলিত প্রচেষ্টাও করেছেন তিনি।
বিজেপির 2 দিনের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে দলের সমর্থক ও নেতাদের অমিত শাহ জানান, তিনি নিশ্চিত যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জিতবে। একই সঙ্গে, তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর দফতরে ফিরবেন নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, "প্রধানমন্ত্রীর পদ গ্রহণের পর প্রথম দিন থেকে নরেন্দ্র মোদিজি 140 কোটি নাগরিকদের সাহস দিয়েছেন, একটি নতুন এবং মহান ভারতের স্বপ্ন দেখতে ৷ শুধু তাই নয়, সেই স্বপ্ন এবং দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বৃহত্তর লক্ষ্যকে উপলব্ধি করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টাও চালিয়েছেন তিনি। দেশের সামনে তাঁর লক্ষ্যকে তুলে ধরেন ৷ 'অমৃত কাল'-এর শেষ নাগাদ ভারতকে একটি উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য। একটি স্বনির্ভর এবং দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত ভারত নির্মাণের কাজ চলছে। আমাদের এই গৌরবময় শপথ 140 কোটি ভারতীয়র সম্মিলিত সংকল্প এবং তাঁদের দেশকে উন্নয়ন ও অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আস্থা থেকেই এসেছে ৷"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ইন্ডিয়া জোট এবং কংগ্রেস দেশের মানহানি করতে নেমেছে ৷ দেশের গণতান্ত্রিক আত্মা এবং কাঠামোর উপর ক্ষত সৃষ্টি করছে। তারা দুর্নীতি, স্বজনপোষণ, তুষ্টিকরণ ও জাতপাতের রাজনীতি দিয়ে আমাদের গণতন্ত্রকে কলঙ্কিত করেছে। এই সমস্ত দল ক্ষমতায় থাকাকালীন জনমতকে দমিয়ে রাখার কাজ করেছে। প্রধানমন্ত্রী মোদিই গত 10 বছরে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে দুর্নীতি, স্বজনপ্রীতি, তুষ্টিকরণ এবং জাতিভেদের সমস্যা থেকে মুক্তি দিয়েছেন।"
অমিত শাহ আরও বলেন, "আমাদের পূর্ববর্তী সরকারের কর্মকাণ্ডের কারণে জনগণের মোহভঙ্গ হয়েছে ৷ আমরা তাঁদের এই হতাশার অনুভূতি থেকে মুক্তি দিতে পেরেছি। তাঁরাও একটি শ্রেষ্ঠ ভারতের আশায় রয়েছেন। সন্দেহের কোনও অবকাশ নেই, গোটা দেশ মোদিজিকে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত করতে প্রস্তুত।"