নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর:পশুর চর্বি মেশানো ঘি দিয়ে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরি হয়েছে ৷ এই অভিযোগে উত্তাল দেশের রাজনীতি ৷ অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷
এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন হিন্দু সেনার সভাপতি সুরজিৎ সিং যাদব ৷ তিনি পেশায় কৃষক ৷ মামলার আবেদনে তিনি জানিয়েছেন, শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের ভক্তদের যে প্রসাদী লাড্ডু খাওয়ানো হয়েছে, তাতে বিশুদ্ধ ঘিয়ের বদলে পশুর চর্বি মেশানো ঘি ব্যবহার করা হয়েছে ৷ এভাবে মন্দিরের প্রশাসনিক দায়িত্বে থাকা টিটিডি হিন্দু ধর্ম নিয়ে মশকরা করেছে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ৷ মামলাকারী আবেদনে বলেছেন, পশুর চর্বি মেশানো ভেজাল ঘি দিয়ে যে প্রসাদী লাড্ডু তৈরি হয়েছে। তাতে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসে ধাক্কা লেগেছে ৷ এই আবেদন জনস্বার্থে করা হয়েছে বলেও জানানো হয়েছে ওই আবেদনে ৷