পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানুষ আবার বিজেপিকে বাছবে, দলের প্রতিষ্ঠাদিবসে বললেন মোদি - Lok Sabha Election 2024

BJP Foundation Day: আজ বিজেপির প্রতিষ্ঠার 44 বছর পূরণ হয়েছে ৷ সেই উপলক্ষে ফের একবার মোদির মুখে শোনা গেল 'প্রো-ইনকামবেনসি' প্রসঙ্গ ৷ মানুষ শাসক অর্থাৎ, বিজেপির পক্ষে বলে মন্তব্য করলেন মোদি ৷

Image Courtesy: BJP X
Image Courtesy: BJP X

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 2:26 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল: বিজেপি এখন দেশের সবচেয়ে বেশি পছন্দের দল ৷ আর তাই আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ বিজেপিকেই নির্বাচিত করবে ৷ বিজেপির 44 বছরের প্রতিষ্ঠাদিবসে আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, সাধারণ মানুষ গত দশকের পর, ফের একবার বিজেপিকে তাঁদের মাটি শক্ত করার সুযোগ করে দিতে চলেছে ৷ অর্থাৎ, ফের একবার মানুষ 'শাসকের পক্ষে', এমনটাই বিশ্বাস মোদির ৷ উল্লেখ্য, 'প্রো-ইনকামবেনসি' বা 'শাসকের পক্ষে' মানুষ, এই মন্তব্য 2019 লোকসভা নির্বাচনের আগেও করেছিলেন ৷

বিজেপির 44 বছর পূরণ উপলক্ষে সকল নেতা ও কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোদি ৷ সোশাল মিডিয়ায় এনিয়ে একটি লম্বা বার্তা দিয়েছেন তিনি ৷ সেখানে তিনি লেখেন, "কেন্দ্র বা রাজ্য যেখানেই হোক না কেন, আমাদের দল 'গুড গভর্ন্যান্স'কে পুনপ্রতিষ্ঠিত করেছে ৷ আমাদের প্রকল্প ও নীতি দরিদ্র এবং নিঃস্ব মানুষকে সবল করে তুলেছে ৷ যাঁদের দশকের পর দশক ধরে একটি সীমার মধ্যে বেঁধে রাখা হয়েছিল, তাঁরা আজ আমাদের দলের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন এবং আশা খুঁজে পেয়েছেন ৷"

নরেন্দ্র মোদি দাবি করেছেন, বিজেপি ভারতকে দুর্নীতির সংস্কৃতি, তোষামোদ, সুবিধাবাদ, জাতিভেদ, সাম্প্রদায়িকতা এবং ভোট ব্যাংকের রাজনীতি থেকে মুক্ত করেছে ৷ যা দীর্ঘ কয়েকদশক ধরে ভারতে শাসন করা রাজনৈতিক দলের 'হলমার্ক' ছিল ৷ আর এ প্রসঙ্গে বলতে গিয়ে মোদি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নিশ্চিত জয়ের কথা উল্লেখ করেন ৷

মোদি বলেন, "ভারত নতুন লোকসভা নির্বাচিত করতে প্রস্তুত ৷ আমি আত্মবিশ্বাসী যে, মানুষ আমাদের আশীর্বাদ করবে, আরও একবার ক্ষমতায় ফেরার জন্য ৷ যাতে আমরা গত দশকে যে জমি দখল করেছি, তাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারি ৷" মোদি দাবি করেছেন, দেশের যুবসমাজের চাওয়া-পাওয়া ও তাদের আশাপূরণে সফল হয়েছে বিজেপির সরকার ৷ সেই সঙ্গে 21 শতকে দেশকে একটি মজবুত নেতৃত্বাধীন সরকার দিতে পেরেছে ৷ সেই সঙ্গে স্বচ্ছ প্রশাসন ও কোনও রকম বাছ-বিচার না করে, গরিব মানুষকে উন্নয়নের সুফল দিয়ে বিজেপির সরকার ৷

আরও পড়ুন:

  1. জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কোথায় গেল মোদির গ্যারান্টি, প্রশ্ন তুললেন মমতা
  2. 10 বছরে যা উন্নয়ন হয়েছে তা ট্রেলার, কোচবিহারের সভা থেকে দাবি মোদির
  3. 'আগামী পাঁচ বছর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা', কোচবিহারের জনসভা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details