পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এজলাসে প্রবেশের সময় আর্দালিরা কিভাবে বিচারপতিদের ক্রম ঠিক করেন, সেই কথাই শোনালেন ডিওয়াই চন্দ্রচূড় - SC on Immunity of Lawmakers

CJI D Y Chandrachud: দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের মুখে বিচারকক্ষের আর্দালিদের কথা শোনা গেল ৷ কিভাবে আর্দালিরা বিচারপতিদের এজলাসে প্রবেশের ক্রম ঠিক করে দেন, সেই কথাও উল্লেখ করেন প্রধান বিচারপতি ৷ লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ৷

CJI D Y Chandrachud
CJI D Y Chandrachud

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 3:51 PM IST

নয়াদিল্লি, 4 মার্চ: আইনসভায় ঘুষ নিয়ে প্রশ্ন করা বা বক্তব্য দেওয়া নিয়ে রায় দেওয়ার পর হঠাৎই দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের মুখে শোনা গেল বিচারকক্ষের আর্দালিদের কথা ৷ আর্দালিরা কিভাবে বিচারপতিদের সিনিয়রটি বুঝিয়ে দেন, সেটাই এ দিন উল্লেখ করেন প্রধান বিচারপতি ৷

সোমবার আইনসভায় ঘুষ নিয়ে প্রশ্ন করা বা বক্তব্য দেওয়া নিয়ে যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এই রায় দেয় ৷ সেই রায়ে শীর্ষ আদালত জানিয়েছে যে সংসদ ও রাজ্য আইনসভার সদস্যরা ঘুষ নেওয়া সংক্রান্ত মামলায় বিচার থেকে মুক্ত নয় । পাশাপাশি সুপ্রিম কোর্ট এই নিয়ে 1998 সালের একটি রায় বাতিল করে দিয়েছে ৷ ওই রায়ে শীর্ষ আদালতের পাঁচ সদস্যের এক সাংবিধানিক বেঞ্চ সাংসদ বা বিধায়কদের আইনসভায় বক্তৃতা দেওয়া বা ভোট দেওয়া সংক্রান্ত বিষয়ে ঘুষ নেওয়ার অভিযোগের ক্ষেত্রে রক্ষাকবচ দিয়ে রেখেছিল ৷

রায় ঘোষণার পরে প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবী রাজু রামচন্দ্রনকে উদ্দেশ্য করে জানান যে বারের সদস্যদের সঙ্গে তিনি কিছু কথা বলতে চান ৷ রাজু রামচন্দ্রন এই মামলায় একজন মামলাকারীর আইনজীবী ছিলেন ৷ এর পর প্রধান বিচারপতি বলেন, “এখন আমি আপনাকে একটু বাদ দিয়ে বলছি যে যখন আমরা (বিচারপতিরা) পাঁচ বা দুই বা তিনজনের বেঞ্চে বসে থাকি । আমরা যখন আদালতে প্রবেশ করি, আর্দালিরা সর্বদা আমাদের বলবেন, কারা প্রথমে আদালতের ভিতরে যেতে হবে ৷”

তিনি আরও বলেন, “কিছু আদালতে সিনিয়র আগে যান৷ কিছু আদালতে জুনিয়র আগে যান ৷ ...পাঁচ, সাত এবং ন’জনের সমন্বয় হলে এটা একটু জটিল হয়ে যায় । তাই যখন আমরা ন’জন একত্রিত হই... এবং সেখানে একজন প্রধান আর্দালি থাকেন, যিনি বলেন প্রথমে আপনি যাবেন... ৷” এর পর প্রধান বিচারপতি হাসিমুখে বলেন, "আমরা সকলেই আর্দালির আদেশ সাপেক্ষে সেই ক্রমে রয়েছে এবং আমরা সেই ক্রম অনুযায়ী আদালতে যাই ৷"

সিনিয়র অ্যাডভোকেট রাজু রামচন্দ্রন কেশবানন্দ ভারতী মামলার কথা উল্লেখ করেন ৷ সেই মামলায় বিচারকদের ক্রম দেখার মতো ছিল বলে তিনি মন্তব্য করেন ৷ বারের কয়েকজন সদস্য়ই তা দেখেছিলেন বলে তিনি জানান ৷ তিনি ছাত্র হিসেবে তা দেখেছিলেন বলেও উল্লেখ করেন ৷

আরও পড়ুন:

  1. ঘুষ নিয়ে ভোটের অভিযোগে সংসদীয় রক্ষাকবচ পাবেন না জনপ্রতিনিধিরা, রায় সুপ্রিম কোর্টের
  2. 'এর পরিণতি জানেন না ?' সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্তালিনের মন্তব্যে অসন্তোষ সুপ্রিম কোর্টের
  3. ঘোড়া কোনাবেচা চলছে, নির্বাচনী অফিসারের বিরুদ্ধে মামলা করা উচিত: সুপ্রিম কোর্ট

ABOUT THE AUTHOR

...view details