হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: ওয়াইএসআরসিপি সরকারের আমলে তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে । এই ঘটনায় সনাতন ধর্মের মানুষ হিসাবে ঈশ্বরের কাছে ক্ষমাপ্রার্থী দক্ষিণী সুপারস্টার তথা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী জনসেনা পার্টির পবন কল্যাণ ৷ তিনি রবিবার থেকে গুন্টুরের শ্রী দশাবতার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে 11 দিনের 'প্রায়শ্চিত্ত দীক্ষা' (তপস্যা) শুরু করলেন । যা শেষ হবে অক্টোবরে ৷ তিনি তপস্যা শেষে তিরুপতি মন্দির দর্শন করবেন বলে জানিয়েছেন ৷
তিরুপতি লাড্ডু তৈরিতে পশুর চর্বি মেশানোর যে গুরুতর অভিযোগ উঠেছে, সেবিষয়ে সোশাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন পবন কল্যাণ ৷ তিনি উল্লেখ করেন, রাজ্যে ওয়াইএসআরসিপি সরকারের শাসনকালে তাদের কর্মের কারণে তিরুপতির প্রসাদের পবিত্রতা নষ্ট হয়েছে ।
দক্ষিণী সুপারস্টার এক্স পোস্টে লিখেছেন, "আমাদের সংস্কৃতি, বিশ্বাস এবং ভক্তির কেন্দ্রস্থল শ্রী তিরুপতি বালাজি ধামের প্রসাদের পবিত্রতা নষ্টের প্রচেষ্টায় আমি ব্যক্তিগত স্তরে গভীরভাবে আহত হয়েছি ৷ সত্যি বলতে আমি ভিতরে থেকে প্রতারিত বোধ করছি... ৷ এই মুহূর্তে আমি প্রভুর কাছে ক্ষমা চাওয়ার জন্য 11 দিনের উপবাস করার ব্রত নিচ্ছি ৷ প্রায়শ্চিত্ত দীক্ষার শেষে 1 ও 2 অক্টোবর আমি তিরুপতিতে যাব এবং প্রভুকে ব্যক্তিগতভাবে দর্শন করব ৷ তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং তারপর প্রভুর সামনে আমার প্রায়শ্চিত্ত দীক্ষা সম্পন্ন হবে...৷"