তিরুঅনন্তপুরম, 15 জুলাই: চিকিৎসা করাতে এসে লিফটের মধ্যে আটকে পড়লেন রোগী ৷ জানতেই পারলেন না তিরুঅনন্তপুরম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ দু’দিন পর লিফটের মধ্য থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ৷ দু’রাত ও একদিন লিফটের মধ্য়ে আটকে থাকার পরও রবীন্দ্রন নায়ার নামে ওই ব্যক্তি বেঁচে গিয়েছেন ৷ এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার ৷ তারা আইনি পদক্ষেপের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ৷ অন্যদিকে কেরালা সরকারের তরফে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
কেরালার তিরুঅনন্তপুরমের উল্লুরের বাসিন্দা রবীন্দ্রন নায়ার ৷ তিনি গত শনিবার সকালে তিরুঅনন্তপুরম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগে পিঠের ব্যথার চিকিৎসা করাতে যান ৷ সেখানে তাঁর কিছু মেডিক্যাল টেস্ট করা হয় ৷ তার পর তিনি বাড়ি ফিরে যান ৷ দুপুরে আবার তিনি ওই মেডিক্যাল কলেজে আসেন মেডিক্য়াল টেস্টের রিপোর্ট নেওয়ার জন্য ৷ সেই সময় লিফটে ওঠার পর সেটি বন্ধ হয়ে যায় ৷
তিনি বেশ কয়েকবার লিফটের অ্যালার্মের সুইচ চাপেন ৷ তার পরও তাঁকে কেউ উদ্ধার করতে যাননি ৷ এর পর তিনি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন পরিবারের সঙ্গে ৷ ইতিমধ্যে তাঁর ফোনটি হাত থেকে পড়ে যায় এবং ভেঙে যায় ৷ তার পর তিনি আর বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি ৷