‘‘সরকার আলোচনার জন্য প্রস্তুত ৷ তবে এটি সুষ্ঠু এবং সঠিকভাবে হওয়া উচিত । গতকাল যখন রাষ্ট্রপতি নিজেই তাঁর বক্তৃতায় এই সমস্যাটি সম্বোধন করেছিলেন, তখন বোঝা যায় যে সরকার যেকোনও সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত । তখন আপনি আলোচনায় অংশ নিচ্ছেন না ৷ আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই যে, আমরা দোষীদের রেহাই দেব না ।’’
LIVE Updates: 1 জুলাই পর্যন্ত মুলতুবি লোকসভা; রাজ্যসভার ইতিহাসে কালো দিন, মন্তব্য ধনকরের - Parliament Session 2024 - PARLIAMENT SESSION 2024
Published : Jun 28, 2024, 12:01 PM IST
|Updated : Jun 28, 2024, 3:56 PM IST
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে ধন্যবাদ প্রস্তাব দিয়ে শুরু হল সংসদের দুই কক্ষের অধিবেশন ৷ শুক্রবার লোকসভায় বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের পঞ্চম দিনের অধিবেশন শুরু হয় ৷ আর রাজ্যসভায়, বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের পর অধিবেশন শুরু হয় ৷
LIVE FEED
কী বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ?
অসুস্থ কংগ্রেস সাংসদ
রাজ্যসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী সাংসদরা ৷ সেসময়েই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সাংসদ ফুলো দেবী নেতাম ৷ তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুলেন্সে করে আরএমএল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
আলোচনার দাবি খাড়গের
NEET পরীক্ষা সংক্রান্ত বিষয়ে রাজ্যসভার কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘‘বিধি 267-এর অধীনে আমরা রাজ্যসভায় এই বিষয়ে বিশেষ আলোচনার দাবি করছি ৷’’
‘খাড়গের ভূমিকায় হতাশ’: ধনকর
বিরোধী সাংসদদের এই আচরণে আমি ব্যথিত ৷ বিশেষ করে মল্লিকার্জুন খাড়গের ভূমিকায় আমি হতাশ ৷ তাঁর সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা কয়েক দশকের ৷ তাঁর অনেক দায়িত্ব, এবং তিনিও তা সম্পর্কে অবগত ৷
- অধিবেশন শুরু হতেই ফের বিক্ষোভ বিরোধীদের ৷ ‘মল্লিকার্জুন খাড়গের ভূমিকায় হতাশ’, মন্তব্য জগদীপ ধনকরের ৷
অধিবেশন শুরু হওয়ার পর ফের দুপুর 2.30 মিনিট পর্যন্ত মুলতুবি হয়ে গেল রাজ্যসভা ৷
- মুলতুবির পর ফের শুরু হল রাজ্যসভার অধিবেশন ৷ রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখছেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী ৷
আলোচনায় প্রস্তুত সরকার
‘‘সরকারের তরফে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যেকোনও বিষয়ে সরকার আলোচনায় প্রস্তুত ।’’ বললেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷
মুলতুবি রাজ্যসভা
- নাড্ডার বক্তব্যের মাঝে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধীরা ৷ তারপরেই দুপুর 2টো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দিলেন স্পিকার জগদীপ ধনকর ৷ ‘‘সংসদের ইতিহাসে অন্ধকারতম দিন’’, মন্তব্য অধ্যক্ষের ৷
কড়া নিন্দা নাড্ডার
বিরোধীদের আচরণের কড়া নিন্দা করলেন রাজ্যসভার দলনেতা জগৎ প্রকাশ নাড্ডা ৷ বিজেপি সাংসদ বলেন, ‘‘এই আচরণ অনভিপ্রেত ৷ রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে এই বিষয়ের উত্থাপন ঠিক নয় ৷ সময়ে এই নিয়ে আলোচনা করুন ৷ সরকার আপনাদের জবাব দিতে প্রস্তুত ৷’’
- রাজ্যসভা অধিবেশনের পঞ্চম দিন, সরাসরি দেখুন ইটিভি ভারতে...
প্রধানমন্ত্রীকে আহ্বান রাহুলের
- সংসদ চত্ত্বরে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘দেশের তরুণরা উদ্বিগ্ন ৷ তাঁরা জানেন না, তাঁদের ভবিষ্যতের সঙ্গে কী হচ্ছে । ইন্ডিয়া জোট মনে করে এই মুহূর্তে দেশের সবচেয়ে জ্বলন্ত ইস্যু নিট। সংসদ থেকে তরুণদের প্রতি একটি বার্তা দেওয়া দরকার ৷ তাঁদের আশ্বাস দেওয়া দরকার যে দেশের সরকার এবং বিরোধীরা উভয়েই ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ৷’’
প্রধানমন্ত্রীকে নিট-আলোচনায় আহ্বান রাহুলের
- রাহুল গান্ধি বলেন, ‘‘নিট সমস্যাটি সমগ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ দেশের তরুণ ও তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন ৷’’ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা ৷
আলোচনা চান রাহুল
- বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেন, ‘‘নিট সমস্যাটি সমগ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তারা এটি নিয়ে আলোচনা চায় ।’’
- স্পিকার জানান, বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে আলোচনা হবে ৷ তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে আলোচনা হবে ৷ আপনি অন্য যেকোনও বিষয়ে আলোচনার পর্যাপ্ত সময় পাবেন । তবে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কের সময় আমি অন্য কোনও বিষয় উত্থাপন করার অনুমতি দিতে পারি না । এটি বুলেটিনেও উল্লেখ করা হয়েছে ৷”
- অধিবেশন ফের শুরু হওয়ার পর লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, ‘‘প্রথমে লোকসভার প্রাক্তন স্পিকার এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী-সহ 13 জন প্রাক্তন সংসদ সদস্যের স্মরণ করা হবে ।’’ তারপরেই বিক্ষোভ শুরু করেন বিরোধীরা ৷
কী বললেন এইচ ডি দেবেগৌড়া ?
- ‘‘যা হয়েছে তা চিন্তার ৷ লক্ষ লক্ষ পড়ুয়াদের ভাগ্য এর সঙ্গে জড়িত ৷ সরকার দায় এড়াতে পারে না ৷ তদন্ত চলছে ৷ কিন্তু এইভাবে সরকারকে আক্রমণ ঠিক না ৷ আপনারা অভিজ্ঞ, প্রোটোকল জানেন ৷ তদন্তের রিপোর্ট আসলেই সব স্পষ্ট হবে ৷ তার আগেই কাউকে দোষী বলে দাগিয়ে দেওয়া ঠিক নয় ৷’’ বললেন রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ৷
স্লোগান দিচ্ছেন বিরোধীরা
- রাজ্যসভাতেও স্লোগান দিচ্ছেন বিরোধীরা ৷ তাদের দাবি, সবার আগে নিট ইস্যুতে আলোচনা হোক।
মুলতুবি লোকসভা
- 1 জুলাই সকাল 11টা পর্যন্ত লোকসভা মুলতুবি করে দিলেন স্পিকার ৷
এই ঘটনা অনভিপ্রেত
- ‘সংসদে বিক্ষোভ আর রাস্তায় দেখানো বিক্ষোভ আলাদা ৷ সংসদীয় রাজনীতিতে এই ঘটনা অনভিপ্রেত’, মন্তব্য লোকসভার স্পিকার ওম বিড়লার ৷
বিক্ষোভ বিরোধীদের
- বিরোধীদের দাবি, এই মুহূর্তে দেশের সবচেয়ে জ্বলন্ত ইস্যু নিট । অধিবেশন শুরু হতেই ফের বিক্ষোভ বিরোধীদের ৷
শপথ নিলেন তৃণমূল সাংসদ
- শপথ নিলেন বসিরহাটের জয়ী তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম ৷
শুরু হল অধিবেশন
- ফের শুরু হল অধিবেশন ৷ দুই কক্ষেই ফের বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা ৷
উত্তাল লোকসভা ও রাজ্যসভা
- রাষ্ট্রপতির ভাষণের পরদিনই নিট ইস্যুতে উত্তাল লোকসভা ও রাজ্যসভা । বিরোধীরা এই ইস্যুতে আলোচনার দাবিতে সরব হতেই দুপুর 12টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দিলেন স্পিকার ওম বিড়লা । দুপুর 12টা পর্যন্ত রাজ্যসভা অধিবেশন মুলতুবি করে দিয়েছেন হরিবংশ নারায়ণ সিং ৷