পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'ভুয়ো খবর' বলেছিলেন, এবার সদ্যোজাতকে কোলে নিয়ে সোশাল মিডিয়ায় ছবি মুসেওয়ালার বাবার - Sidhu Moosewala

Moosewala Mother Gives Birtha a baby boy: জল্পনা হল সত্যি ৷ দ্বিতীয়বার সন্তানের জন্ম দিলেন প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার মা চরণ কৌর ৷ রবিবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷

Etv Bharat
চরণের কোলে ফের পুত্র সন্তান,

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 10:26 AM IST

Updated : Mar 17, 2024, 12:50 PM IST

মানসা (পঞ্জাব), 17 মার্চ: প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাড়িতে খুশির হাওয়া ৷ দ্বিতীয়বার মা চরণ কৌর জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের ৷ মুসওয়ালার বাবা বলকাউর সিং নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন। শিশুটির একটি ছবিও শেয়ার করেছেন তিনি। এর সঙ্গে তিনি শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।

নিহত সিধু মুসেওয়ালার বাবা বালকৌর সিং ছোট ছেলের একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, "শুভদীপকে চায় এমন লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদে, শুভর ছোট ভাই দুনিয়ার আলো দেখেছে ৷ ঈশ্বরের আশীর্বাদে আমরা ধন্য ৷ মা-সন্তান সুস্থ রয়েছে ৷ সকল শুভানুধ্যায়ীদের অফুরন্ত ভালবাসার জন্য কৃতজ্ঞ।"

এর আগে সোশাল মিডিয়াতেই বালকৌর, স্ত্রী চরণ কৌরের অন্তঃসত্ত্বার খবর গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ৷ মার্চের শুরুতেই যখন এই খবর সামনে আসে যে দ্বিতীয়বার সন্তানসম্ভবা চরণ, তখন তা নিয়ে বেশ আলোচনা হয় ৷ তবে সেই খবর জল্পনা উড়িয়েছিলেন মৃত শুভদীপ সিং সিধু তথা সিধুর বাবা বালকৌর সিং ৷ সকলের কাছে তিনি আবদেন করেছিলেন তাঁদের পরিবার নিয়ে ওঠা কোনও রকম গুজবে যেন কেউ কান না দেন ৷

তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "আমরা সকলের কাছে কৃতজ্ঞ আপনারা পাশে থেকেছেন ৷ আমাদের নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন ৷ তবে আমরা অনুরোধ করব, দয়া করে কোনও গুজবে কান দেবেন না ৷ যাই খবর হোক না কেন, আমাদের পরিবারের তরফে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হবে ৷" উল্লেখ্য, সিধুর মা চরণের বয়স 58 বছর ও বাবা বালকৌর সিংয়ের বয়স 60 বছর ৷

Last Updated : Mar 17, 2024, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details