পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুই দেশকে মেলাল মহাকুম্ভ, মহাসঙ্গমে ডুব পাক তীর্থযাত্রীদের - MAHA KUMBH MELA 2025

দেশ আলাদা হলেও ভারতীয় হিন্দু সংস্কৃতির প্রতি পাকিস্তানি হিন্দুদের রয়েছে আস্থা ও বিশ্বাস। দুই দেশের মধ্যে যতই রাজনৈতিক টানাপোড়েন থাক, মহাকুম্ভ মেলাল ভারত-পাকিস্তানকে ৷

MAHA KUMBH MELA 2025
মহাকুম্ভ মেলা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 1:58 PM IST

প্রয়াগরাজ, 7 ফেব্রুয়ারি: 144 বছর বিরল যোগে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা আয়োজন হয়েছে ৷ তাতে দেশ তথা বিশ্বের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা প্রয়াগরাজে আসছেন পুণ্যের ডুব দিতে ৷ বৃহস্পতিবার প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে 68 জন হিন্দু পরিবারের সদস্যরা সঙ্গমে পৌঁছন শাহিস্নানের জন্য ৷

প্রয়াগরাজে পৌঁছে সঙ্গমের পবিত্র জলে ডুব দেওয়ার পাশাপাশি তাঁরা মা গঙ্গার পুজোও করেছেন। সেইসঙ্গে এই পরিবারগুলির পূর্বপুরুষদের ভস্ম বিসর্জন করেন ও আচার অনুষ্ঠান পালন করেন ৷ প্রয়াগরাজে পৌঁছনো তীর্থযাত্রীদের 68 জনের ওই দলটি পাকিস্তানের সিন্ধু এবং পঞ্জাব প্রদেশ থেকে এসেছে। মহাকুম্ভের পুণ্যলগ্নে ওই অস্থি ভারতে আনার জন্য বিশেষ ভিসা দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে। পাকিস্তান থেকে আসা হিন্দু তীর্থযাত্রীদের দলের এক সদস্য মহন্ত রামনাথ বলেন, "এর আগে তাঁরা সকলেই হরিদ্বারে গিয়েছিলেন। সেখানে তিনি পূর্বপুরুষদের অস্থি বিসর্জন দেন ও আচার নিয়ম পালন করেন ৷ মহাকুম্ভের পুণ্যলগ্নে মা গঙ্গায় মোক্ষের সন্ধান ৷"

মহাসঙ্গমে পুণ্যের ডুব তীর্থযাত্রীদের (ইটিভি ভারত)

পাকিস্তান থেকে আসা ভক্তরা জানান, মা গঙ্গা তাঁদের ডেকেছেন তাই আসতে পেরেছেন ৷ তাঁরা বহু বছর ধরে এখানে আসতে চাইছিলেন। তাঁদের পূর্বপুরুষদেরও মহাকুম্ভে আশার ইচ্ছা ছিল, কিন্তু জীবিত অবস্থায় তা দেখা হয়নি ৷ মা গঙ্গা তীর্থযাত্রীদের পূর্বপুরুষদের ইচ্ছাপূরণ করেছেন তাই তাঁরা তাদের অস্থি বিসর্জন দিতে পেরেছেন মহাকুম্ভের পবিত্র জলে ৷

এই উদ্যোগ মন ছুঁয়েছে পাকিস্তানি হিন্দু থেকে শুরু করে ভারতবাসীদেরও। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, তীর্থযাত্রীরা তাদের আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিতে সক্ষম করে দ্রুত তাদের ভিসা ইস্যু করার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, ভারত সরকার পাকিস্তানের ভক্তদের ভিসা প্রদান অব্যাহত রাখবে।

ABOUT THE AUTHOR

...view details