পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

3 ফুট লম্বা জ্যান্ত সাপ চিবিয়ে খেল শিশু ! - One Year Old Kid Chews Snake - ONE YEAR OLD KID CHEWS SNAKE

Bihar Child Kills Snake: খেলতে খেলতে হাতের কাছে চলে আসা কটি সাপকে ছোট্ট মুঠোয় চেপে ধরে চিবোচ্ছিল এক বছরের শিশু ৷ দেখামাত্রই তার মা দৌড়ে এসে সাপটিকে মুখে থেকে বের করে ছুড়ে ফেলে দেয় ৷ তারপর...

Bihar Child Kills Snake
3 ফুট লম্বা জ্যান্ত সাপ চিবিয়ে ফেলল এক বছরের শিশু (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 7:52 PM IST

Updated : Aug 21, 2024, 8:01 PM IST

গয়া, 21 অগস্ট:খেলতে খেলতে 3 ফুট লম্বা জ্যান্ত সাপকে চিবিয়ে ফেলল একরত্তি ৷ এই আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে বিহারের গয়ায় ৷ খেলার সময় একটি সাপ সামনে চলে এসেছিল শিশুটির ৷ সেটিকে খেলনা ভেবে খেলতে শুরু করে দেয় ওই খুদে ৷ খেলতে খেলতে সাপটিকে ধরে মুখে দিচ্ছিল বারবার ৷ তার মধ্যেই সাপটার পেটের কাছটা চিবিয়ে ফেলেছে শিশুটি ৷ তাতে সাপটি মরে গেলেও শিশুটি সুস্থই রয়েছে ৷

এটি গয়া জেলার ফতেপুর থানা এলাকার ঘটনা ৷ এক বছরের শিশুর সাপ চিবানোর ঘটনা সেখানে রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে । সাপটিকে খেলনা ভেবে চিবিয়ে খাওয়ার সময় শিশুটির মা বিষয়টি দেখে ভয় পেয়ে যান ৷ দ্রুত বাচ্চাকে বাঁচাতে মুখ থেকে টেনে সাপটিকে বের করে ছুঁড়ে ফেলে দেন ৷ এদিকে, শিশুটি সাপের শরীরের মাঝখানের অংশ চিবিয়ে খেয়ে ফেলায় সাপটি মারা যায় । তবে সাপটিকে সরিয়ে দেওয়ার পর তড়িঘড়ি বাচ্চাকে নিয়ে হাসপাতালে যান । সেখানে বিষয়টি জানান ৷

তিনি বলেন, "বাচ্চা বারান্দায় খেলছিল ৷ পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি একটি সাপ মুখে দিয়ে চিবোচ্ছে ৷ দৌড়ে গিয়ে সাপটা মুখ থেকে বের করে ছুড়ে ফেলে দিই ৷ দ্রুত ওকে হাসপাতালে নিয়ে আসি ৷ ডাক্তারবাবু জানান, বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে ৷ এদিকে সাপটি মরে গিয়েছিল ৷" চিকিৎসকের কথায়, "শিশু যে সাপটি চিবিয়ে ছিল সেটি বিষাক্ত ছিল না ৷ সেই কারণে বাচ্চাটি বেঁচে গিয়েছে এবং সে স্বাভাবিক রয়েছে ৷"

গ্রামবাসীদের মতে, শিশুটি যে সাপ চিবিয়েছিল সেটি স্থানীয়ভাবে তেলিয়া সাপ হিসেবে পরিচিত ৷ এটি দেখতে কেঁচোর মতো ৷ এতে কোনও বিষ নেই ৷

Last Updated : Aug 21, 2024, 8:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details