গয়া, 21 অগস্ট:খেলতে খেলতে 3 ফুট লম্বা জ্যান্ত সাপকে চিবিয়ে ফেলল একরত্তি ৷ এই আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে বিহারের গয়ায় ৷ খেলার সময় একটি সাপ সামনে চলে এসেছিল শিশুটির ৷ সেটিকে খেলনা ভেবে খেলতে শুরু করে দেয় ওই খুদে ৷ খেলতে খেলতে সাপটিকে ধরে মুখে দিচ্ছিল বারবার ৷ তার মধ্যেই সাপটার পেটের কাছটা চিবিয়ে ফেলেছে শিশুটি ৷ তাতে সাপটি মরে গেলেও শিশুটি সুস্থই রয়েছে ৷
এটি গয়া জেলার ফতেপুর থানা এলাকার ঘটনা ৷ এক বছরের শিশুর সাপ চিবানোর ঘটনা সেখানে রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে । সাপটিকে খেলনা ভেবে চিবিয়ে খাওয়ার সময় শিশুটির মা বিষয়টি দেখে ভয় পেয়ে যান ৷ দ্রুত বাচ্চাকে বাঁচাতে মুখ থেকে টেনে সাপটিকে বের করে ছুঁড়ে ফেলে দেন ৷ এদিকে, শিশুটি সাপের শরীরের মাঝখানের অংশ চিবিয়ে খেয়ে ফেলায় সাপটি মারা যায় । তবে সাপটিকে সরিয়ে দেওয়ার পর তড়িঘড়ি বাচ্চাকে নিয়ে হাসপাতালে যান । সেখানে বিষয়টি জানান ৷