পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারের প্রার্থীতালিকায় নেই কোনও মহিলা, লোকসভায় জিততে অতি সাবধানী বিজেপি - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections 2024: ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনের জন্য বিহারে তাদের 17 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় সমস্ত জাতি এবং শ্রেণির মানুষের কথা মাথায় রেখে যত্ন নেওয়া হয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও রাজ্যের অর্ধেক জনসংখ্যাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। কারণ, এবারে কোনও মহিলাই বিজেপির টিকিট পাননি।

Etv Bharat
বিহারে বিজেপির 17 জনের তালিকায় একজনও মহিলা প্রার্থী নেই

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 4:51 PM IST

পটনা, 25 মার্চ: 2019 নির্বাচনে ফলাফলের পুনরাবৃত্তিই 2024 লোকসভা নির্বাচনে এনডিএ'র জন্য বড় চ্যালেঞ্জ। সেই কারণে বিহারে জেডিইউ বা বিজেপি কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। জোটে বেশির ভাগ পুরনো মুখেরই পুনরাবৃত্তি হয়েছে। শনিবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির ঘোষিত 17 জনের প্রার্থীতালিকায় কোনও মহিলাকে রাখা হয়নি ৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাগাতার নির্বাচনে মহিলাদের অংশগ্রহণের কথা বলছেন। এই ভাবনাকে মাথায় রেখে গত বছর মহিলা সংরক্ষণ আইনও আনা হয়েছিল।

বিজেপির 17 জনের মধ্যে একজনও মহিলা প্রার্থী নেই: শনিবার বিজেপির প্রকাশিত তালিকায় বিহারের 17 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় পশ্চিম চম্পারণ থেকে সঞ্জয় জয়সওয়াল, পূর্ব চম্পারণ থেকে রাধা মোহন সিং, মধুবনী থেকে অশোক কুমার যাদব, আরারিয়া থেকে প্রদীপ কুমার সিং, দ্বারভাঙ্গা থেকে গোপাল জি ঠাকুর, মুজাফফরপুর থেকে রাজ ভূষণ নিষাদ, মহারাজগঞ্জ থেকে জনার্দন সিং সিগরিওয়াল, রাজীব প্রতাপ রুডি, উজিয়ারপুর থেকে নিত্যানন্দ রাই, বেগুসরাই থেকে গিরিরাজ সিং, পটনা সাহিব থেকে রবিশঙ্কর প্রসাদ, পাটলিপুত্র থেকে রাম কৃপাল যাদব, আররাহ থেকে আর কে সিং, বক্সার থেকে মিথিলেশ তিওয়ারি, সাসারাম থেকে শিবেশ রাম, ঔরঙ্গাবাদ থেকে সুশীল কুমার সিং এবং বিবেক ঠাকুর। তবে এই তালিকায় একজনও মহিলা প্রার্থীর নাম নেই।

শিবহার থেকে টিকিট পাননি রমা দেবী: 2019 সালে ভারতীয় জনতা পার্টি থেকে লোকসভা নির্বাচনে জয়ী একমাত্র মহিলা সাংসদ রমা দেবীকে এবার শিবহার থেকে প্রার্থী করা হয়নি। এবার সেই আসনে প্রার্থী দিয়েছে জেডিইউ ৷ আনন্দ মোহনের স্ত্রী লাভলি আনন্দকে প্রার্থী করেছে জেডিইউ। লাভলি রাজপুত সম্প্রদায় থেকে এসেছেন আর রমা দেবী বৈশ্য সম্প্রদায়ের। তার স্বামী ব্রিজ বিহারী ছিলেন বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী, যিনি লালুপ্রসাদ যাদবের মন্ত্রিসভায় ছিলেন।

এনডিএ থেকে মাত্র 2 জন মহিলা প্রার্থী: বিজেপি-জেডিইউ এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা ছাড়া, কোনও দল এখনও আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীতালিকা প্রকাশ করেনি। কোনও মহিলাকে বিজেপি টিকিট না-দিলেও, জেডিইউ শিবহার থেকে লাভলি আনন্দ এবং সিওয়ান থেকে বিজয়লক্ষ্মী দেবীকে প্রার্থী করেছে। এদিকে জিতানরাম মাঞ্জি গয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আরএলএম প্রধান উপেন্দ্র কুশওয়াহা নিজেই কারাকাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ যদিও চিরাগ পাসোয়ানের 5টি আসন থেকে কোনও মহিলার টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

বিরোধী দলে মহিলা প্রার্থীদের টিকিট: আরজেডি ইতিমধ্যেই অনেক প্রার্থীকে টিকিট দেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত যে ছবি সামনে এসেছে তাতে জামুই থেকে অর্চনা রবিদাস এবং মুঙ্গের থেকে অনিতা দেবী টিকিট পেয়েছেন ৷ অন্যদিকে পাটলিপুত্র থেকে মিসা ভারতী, সারান থেকে রোহিণী আচার্য এবং পূর্ণিয়ার বিমা ভারতীর নাম আলোচনায় রয়েছে। মনে করা হচ্ছে, ভাগলপুর আসন থেকে অভিনেত্রী নেহা শর্মাকে টিকিট দিতে পারে কংগ্রেস।

মহিলা সংরক্ষণ আইন: 2023 সালের সেপ্টেম্বরে কেন্দ্রের মোদি সরকার নারী শক্তি বন্দন আইন এনেছিল যাতে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের 33 শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বিলটি 20 সেপ্টেম্বর লোকসভায় এবং 21 সেপ্টেম্বর রাজ্যসভায় পাস হয়েছিল। পরে 29 সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও বিলে তাঁর অনুমোদন দেন।

আরও পড়ুন:

  1. বিজেপিতে যোগ দিয়েই কুরুক্ষেত্রে প্রার্থী নবীন জিন্দাল, পঞ্চম তালিকায় ঠাঁই হল না বরুণ গান্ধীর
  2. নির্বাচনী মরশুমে উৎসব পালনের নিয়মানুবর্তিতা বেঁধে দিল কমিশন
  3. বিজেপি-বিজেডি জোট ভেস্তে গেল ওড়িশায়, একা লড়াইয়ের ঘোষণা পদ্ম শিবিরের

ABOUT THE AUTHOR

...view details