পটনা, 25 মার্চ: 2019 নির্বাচনে ফলাফলের পুনরাবৃত্তিই 2024 লোকসভা নির্বাচনে এনডিএ'র জন্য বড় চ্যালেঞ্জ। সেই কারণে বিহারে জেডিইউ বা বিজেপি কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। জোটে বেশির ভাগ পুরনো মুখেরই পুনরাবৃত্তি হয়েছে। শনিবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির ঘোষিত 17 জনের প্রার্থীতালিকায় কোনও মহিলাকে রাখা হয়নি ৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাগাতার নির্বাচনে মহিলাদের অংশগ্রহণের কথা বলছেন। এই ভাবনাকে মাথায় রেখে গত বছর মহিলা সংরক্ষণ আইনও আনা হয়েছিল।
বিজেপির 17 জনের মধ্যে একজনও মহিলা প্রার্থী নেই: শনিবার বিজেপির প্রকাশিত তালিকায় বিহারের 17 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় পশ্চিম চম্পারণ থেকে সঞ্জয় জয়সওয়াল, পূর্ব চম্পারণ থেকে রাধা মোহন সিং, মধুবনী থেকে অশোক কুমার যাদব, আরারিয়া থেকে প্রদীপ কুমার সিং, দ্বারভাঙ্গা থেকে গোপাল জি ঠাকুর, মুজাফফরপুর থেকে রাজ ভূষণ নিষাদ, মহারাজগঞ্জ থেকে জনার্দন সিং সিগরিওয়াল, রাজীব প্রতাপ রুডি, উজিয়ারপুর থেকে নিত্যানন্দ রাই, বেগুসরাই থেকে গিরিরাজ সিং, পটনা সাহিব থেকে রবিশঙ্কর প্রসাদ, পাটলিপুত্র থেকে রাম কৃপাল যাদব, আররাহ থেকে আর কে সিং, বক্সার থেকে মিথিলেশ তিওয়ারি, সাসারাম থেকে শিবেশ রাম, ঔরঙ্গাবাদ থেকে সুশীল কুমার সিং এবং বিবেক ঠাকুর। তবে এই তালিকায় একজনও মহিলা প্রার্থীর নাম নেই।
শিবহার থেকে টিকিট পাননি রমা দেবী: 2019 সালে ভারতীয় জনতা পার্টি থেকে লোকসভা নির্বাচনে জয়ী একমাত্র মহিলা সাংসদ রমা দেবীকে এবার শিবহার থেকে প্রার্থী করা হয়নি। এবার সেই আসনে প্রার্থী দিয়েছে জেডিইউ ৷ আনন্দ মোহনের স্ত্রী লাভলি আনন্দকে প্রার্থী করেছে জেডিইউ। লাভলি রাজপুত সম্প্রদায় থেকে এসেছেন আর রমা দেবী বৈশ্য সম্প্রদায়ের। তার স্বামী ব্রিজ বিহারী ছিলেন বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী, যিনি লালুপ্রসাদ যাদবের মন্ত্রিসভায় ছিলেন।