বেগুসরাই(বিহার), 28 জানুয়ারি: বিজেপির হাত ধরে নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার ৷ লোকসভা নির্বাচনে হারের ভয়ে তিনি মহাজোট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি জেডিইউ'র প্রাক্তন জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরের ৷ তিনি বলেন, "জেডিইউ যদি বিজেপি বা কোনও বড় দলের সঙ্গে জোটের মাধ্যমে 2025 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না-করে, তবে দলের 20 জন বিধায়কও জিততে পারবে না ।"
দেড় বছর আগে এনডিএ ছেড়ে মহাজোটে যোগ দিয়েছিলেন নীতীশ কুমার ৷ কিন্তু লোকসভা নির্বাচনের আগে ফের তিনি এনডিএতে যোগ দিয়েছেন ৷ রবিবার সকালে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর সন্ধ্যায় বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে নবমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই রাজনৈতিক রং বদলের পর আরজেডি তাঁকে 'পালটিবাজ' বলে আখ্যা দিয়েছে ৷ অন্যদিকে জন সুরাজের আহ্বায়ক প্রশান্ত কিশোর এর জন্য আরজেডি ও বিজেপিকেই দায়ী করছেন ।