পুরী, 4 মার্চ: পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের সময় নয়জন অহিন্দুকে আটক করা হয়েছে ৷ রবিবার রাতে তাদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। নয়জন অহিন্দুর সকলেই বাংলাদেশের বলে জানা গিয়েছে ৷ একই সঙ্গে, পুলিশ সূত্রে খবর, এরা সকলেই পুরী শহরের একটি হোটেলেই ছিলেন। এমনকী এরা কেউই হিন্দু ধর্মাবলম্বি নয় বলেও জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়জন অহিন্দুর মধ্যে চারজনই শ্রীমন্দিরে প্রবেশ করেছে ৷ একই সঙ্গে জানা গিয়েছে, বাকি পাঁচজনকে অবশ্য মন্দিরের বাইরেই দেখা গিয়েছে ৷ এদের সকলকেই ঘটনাস্থল থেকে সরিয়ে দ্রুত সিংহদ্বার থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি জানা গিয়েছে, পুলিশ এদের সকলের কাছ থেকেই বাংলাদেশি পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।
ঘটনার পরই পুলিশ তাদের আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই নয়জন যে হোটেলে ছিলেন তাদের সেই ঘরেও একপ্রস্থ তল্লাশি চালিয়েছে পুলিশ। রবিবার রাতেই জগন্নাথ মন্দিরের হেরিটেজ করিডোরে পাঁচজন এই অহিন্দুকে আটক করার বিষয়ে পুলিশের এক আধিকারিক বলেন, "আমরা তাদের শ্রীমন্দির হেরিটেজ করিডোর থেকে আটক করি ৷ তাদের সঙ্গে কথা বলে জানতে পারি যে, তাদের চার বন্ধু মন্দিরেও প্রবেশ করেছে।"