পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রামেশ্বরম ক্যাফের মূল দুই অভিযুক্তের 10 দিনের এনআইএ হেফাজত - Rameswaram Cafe Bomb Blast - RAMESWARAM CAFE BOMB BLAST

Rameswaram Cafe Bomb Blast Case: রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে 10 দিনের হেফাজতে নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ৷ ঘটনার দুই মূলচক্রী আবদুল মতিন তাহা এবং মুসাভির হুসেন সজীবকে গ্রেফতারের পর শনিবার বিচারকের বাসভবনে নিয়ে আনা হয় ৷ সেখানেই এই নির্দেশ দেন বিচারক ৷

Rameswaram cafe case
রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 3:54 PM IST

Updated : Apr 13, 2024, 4:59 PM IST

বেঙ্গালুরু, 13 এপ্রিল: রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে 10 দিনের হেফাজতে নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ৷ ঘটনার দুই মূলচক্রী আবদুল মতিন তাহা এবং মুসাভির হুসেন সজীবকে গ্রেফতারের পর শনিবার করমঙ্গলার এনজিবি লেআউটে বিচারকের বাসভবনে নিয়ে আনা হয় ৷ সেখানেই এই নির্দেশ দেন বিচারক ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানান হয়েছে, শুধু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনা ছাড়াও এধরণের একাধিক নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা ৷ তালিকায় শিবামোগ্গা ট্রেইল বিস্ফোরণও রয়েছে ৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত সমস্ত তথ্য প্রমাণ বিচারকের কাছে পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা ৷

তদন্তে আরও জানা গিয়েছে, বিস্ফোরণের জন্য অভিযুক্তরা অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস এবং ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করেছে । কেন্দ্রীয় সংস্থার দাবি, ইতিমধ্যেই ধৃত মুজামিল শরীফ এবং মাজ মুনিরের সঙ্গে দুই অভিযুক্তের সম্পর্ক থাকতে পারে । ঘটনায় আরও কেউ জড়িয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য তাঁদের হেফাজতে নিতে চেয়েছিল এনআইএ ৷ বিচারকের কাছে অভিযুক্তদের 10 দিনের হেফাজতে দেওয়ার অনুরোধ করেন তাঁরা । কেন্দ্রীয় সংস্থার সেই আবেদন মঞ্জুর করে মতিন ত্বহা এবং মুসাভির হুসেন সজীবকে 10 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেন । সূত্রের খবর, এই মুহূর্তে ধৃতদের মাদিওয়ালা টেকনিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

অন্যদিকে জানা গিয়েছে, ধৃতরা কলকাতার একটি হোটেলে রুম বুক করেছিল ৷ রুম বুক করার জন্য জাল আধার কার্ড ব্যবহার করেছিল তাঁরা । আধারে ঠিকানা ছিল মহারাষ্ট্রের থানে এবং কালাবুর্গী শহরের ৷ সেইসঙ্গে জানা গিয়েছে, চাঁদনি চকের একটি মোবাইল সারাইয়ের দোকানে তারা গিয়েছিল । প্রায় দু'ঘণ্টা মোবাইলের দোকানে তারা সময় কাটায় বলে জানতে পারেন তদন্তকারীরা । ইতিমধ্যে সংশ্লিষ্ট দোকান থেকে ঘুরেও গিয়েছেন এনআইএ'র তদন্তকারীরা । জিজ্ঞাসাবাদ করেছেন দোকানের কর্মচারীদের সঙ্গে । পরবর্তীকালে তাঁদের বয়ান রেকর্ড করা হতে পারে বলেও জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

Last Updated : Apr 13, 2024, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details