মুম্বই, 24 জানুয়ারি: আবারও সম্মুখ সমরে ইডি-এনসিপি। শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি'র বিধায়ক রোহিত পাওয়ারকে সমবায় ব্যাঙ্ক সংক্রান্ত দুর্নীতির মামলায় তলব করেছে ইডি। সম্পর্কে রোহিত শরদ পাওয়ারের নাতি। এই তলবেরই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন এনসিপি'র কর্মীরা। বুধবার সকালেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে গিয়েছেন শরদ। সঙ্গে আছেন মেয়ে সুপ্রিয়া সুলেও।
সূত্র জানিয়েছে, রোহিতকে সমবার ব্যাঙ্ক সংক্রান্ত দুর্নীতির তদন্তে ডেকে পাঠানো হয়েছে। বেশ কয়েক বছর ধরেই ইডির কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে আসছে বিরোধী দলগুলি। বিজেপি ইডি থেকে শুরু করে সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এমন অভিযোগও নতুন নয়।
কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও আবার অরবিন্দ কেজরিওয়ালরা এই দাবিতে সরব হন। এনসিপি'র তরফে গত কয়েকদিন ধরে এই দাবি তোলা হচ্ছে। তবে সংবাদ মাধ্যমে রোহিতের দাবি, তাঁর কাছে বিভিন্ন দরকারি নথি আছে। সে গুলি পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে তিনি নির্দোষ। পাশাপাশি বিধায়কের দাবি, তিনি ইডি'র যে কোনও প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তাঁর গোপন করার কিছু নেই।
ইডি'র আধিকারিকদের সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন রোহিত। তাঁর কথায়, "ইডি'র আধিকারিকরা নিজেদের কাজ করছেন। তাঁদের বিরুদ্ধে আমার বলার কিছু নেই। তাঁদের যেভাবে পারি সেভাবে সাহায্য করব। আমার উপর চাপ তৈরি করতেই এভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমি সমস্ত অভিযোগের বিরুদ্ধে লড়াই করব।" ইডির বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি আগে থেকেই শুরু করে দিয়েছিল শরদের নেতৃত্বে থাকা এনসিপি। এর আগে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি পোস্টারও শেয়ার করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, যত বেশি সংখ্যায় সম্ভব, বিক্ষোভে সামিল হতে হবে।
আরও পড়ুন:
- 19 দিন পর ফের শাহজাহানের বাড়িতে হানা ইডির, তালা ভেঙে প্রবেশ আধিকারিকদের
- সাসপেন্ড 146 সাংসদ ! যন্তর মন্তরে 'ইন্ডিয়া' জোটের প্রতিবাদ সভায় হাজির খাড়গে-শরদ-ইয়েচুরি-রাহুল
- পদ্ম বদলে ওয়াশিং মেশিনকে ভোটের প্রতীক করুক বিজেপি, তবেই সাফ দুর্নীতি; কটাক্ষ পাওয়ারের