পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বস্তারে বিজেপি নেতাকে কুপিয়ে খুন মাওবাদীদের - Maoist killed BJP Leader

Maoist killed BJP Leader: বিজাপুরে আবারও মাওবাদীদের হাতে খুন বিজেপি নেতা । বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বিজেপি নেতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ।

Maoist killed BJP Leader
বিজেপি নেতাকে খুন মাওবাদীদের

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 11:05 AM IST

বিজাপুর(ছত্তিশগড়), 2 মার্চ: বিজেপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে ৷ শুক্রবার রাত 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুর জেলার টয়নার গ্রামে ৷ মৃতের নাম তিরুপতি কাতলা ৷ তিনি বিভাগীয় সমন্বয়কারী ও জনপদ পঞ্চায়েতের বিজেপি সদস্য ৷

জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওই বিজেপি নেতা । পথে মাওবাদীরা তাঁর উপর অতর্কিতে হামলা করে ৷ ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তিরুপতিকে ৷ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি । পরে আশেপাশের লোকজন তাঁকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান । বিজেপি নেতার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

বিজেপি নেতার মৃত্যুর খবর পাওয়া মাত্রই বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও স্থানীয় লোকজন জেলা হাসপাতালে পৌঁছে যান । মৃতের পরিবারের সদস্যরা জানান, মাওবাদীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও বুকে কুপিয়ে হত্যা করেছে । বিজেপি নেতার মৃত্যুর খবর পেয়ে শোকাহত তাঁর পরিবার ও সমর্থকরা । পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

তবে বস্তারে বিজেপি নেতাকে খুন করার ঘটনা এই প্রথম নয়। গত নভেম্বরে বিধানসভা নির্বাচনের আগেই রতন দুবে নামে এক বিজেপি নেতাকে খুন করেছিল মাওবাদীরা । বিজেপির নারায়ণপুর জেলা শাখার সহ-সভাপতি ছিলেন তিনি ৷ ভোটের প্রচার করার সময় তাঁকে কুপিয়ে হত্যা করা হয় । গত বছরের 20 অক্টোবর মোহলা-মনপুর-আম্বাগড় চৌকি জেলার সরখেদা গ্রামে বিজেপি কর্মী বিরজু তারামকে গুলি করে হত্যা করা হয় । 2023 সালের জুনে বিজাপুর জেলায় মাওবাদীদের হাতে একজন স্থানীয় বিজেপি নেতা খুন হন ৷ এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে বস্তার বিভাগে পৃথক ঘটনায় তিনজন বিজেপি নেতাকে হত্যা করা হয়েছিল । গত এক বছরে এই নিয়ে ছত্তিশগড়ে সাতজন বিজেপি নেতাকে হত্যা করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিজেপি নেতা খুন, ছত্তিশগড়-নির্বাচন ঘিরে মাওবাদী হামলার আশঙ্কা!
  2. এক সপ্তাহে তিনজন, ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে ফের খুন বিজেপি নেতা
  3. বস্তারে বাহিনী ও নকশালদের মধ্যে সংঘর্ষ, আহত 3 মাওবাদী

ABOUT THE AUTHOR

...view details