পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

12 কোটি টাকার মাদক-সহ 16 জন আফ্রিকান নাগরিক গ্রেফতার - AFRICAN NATIONALS ARRESTED

আফ্রিকান নাগরিকদের কাছ থেকে 12 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে নবিমুম্বই ক্রাইম ব্রাঞ্চ ৷

AFRICAN NATIONALS ARRESTED
16 জন আফ্রিকান নাগরিক গ্রেফতার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2024, 2:32 PM IST

মুম্বই, 14 ডিসেম্বর: মাদক পাচারের অভিযোগে 16 জন আফ্রিকান নাগরিককে গ্রেফতার করল নবিমুম্বই পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে 12 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর ।

রাজ্যের মাদকচক্রের বাড়বাড়ন্ত বন্ধ করতে সম্প্রতি নবিমুম্বইয়ের পুলিশ কমিশনার মিলিন্দ ভরম্বে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । সেই নির্দেশ মেনে নবিমুম্বই কমিশনারেটের পুলিশ আধিকারিকরা মোট 25টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। প্রায় 150 জন পুলিশ কর্তা এই অভিযানে অংশ নেন । অভিযানে, 2 কেজি 45 গ্রাম কোকেন, 663 গ্রাম এমডি পাউডার, 15 গ্রাম মিথিলিন, 23 গ্রাম চরস, 31 গ্রাম গাঁজা-সহ মোট 12 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয় ।

সেই সঙ্গে, এই মাদক পাচারের অভিযোগে 16 জন আফ্রিকান নাগরিককে গ্রেফতার করা হয় ৷ পুলিশের অনুমান, বাণিজ্যনগরির একাধিক এলাকায় অবৈধভাবে বসবাস করছেন এরা ৷ নাইজেরিয়ানদের মতো তারাও এখানে মাদক পাচারের জাল বিস্তার করতে চাইছে বলে অনুমান ৷ বেশ কিছুদিন ধরে চলছে অবৈধ এই মাদকচক্র ৷

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে 73 জন আফ্রিকান নাগরিকের পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, তাদের দ্রুত দেশ ছেড়ে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে ৷ ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র পুলিশ আধিকারিক সন্দীপ নিগড়ে জানান, গোপনসূত্রে মাদকচক্রের খবর পাওয়ার পর অভিযান শুরু করা হয় ৷ নবিমুম্বই পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার দীপক সাকোরে, ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত কমিশনার অমিত কালে এবং অ্যাসিস্টেন্ট কমিশনার ভাউসাহেব ধোলের নেতৃত্বে হয় এই অভিযান ৷

পড়ুন:কেরলে আফ্রিকান সোয়াইন ফিভার সংক্রমণ, আক্রান্ত শূকরদের মেরে ফেলার নির্দেশ

ABOUT THE AUTHOR

...view details