বিজয়ওয়াড়া, 12 জুন:মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু ৷ এই নিয়ে তিনি চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন ৷ বুধবার তাঁর এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ৷ এছাড়া চিরঞ্জীবী, রজনীকান্ত, অভিনেতা তথা রাজনৈতিক নেতা বালাকৃষ্ণের মতো দক্ষিণের একাধিক তারকা ৷ চন্দ্রবাবুর পাশাপাশি শপথ নেন জনসেনার প্রধান পবন কল্যাণ, চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশ-সহ 24 জন ৷ সূত্রের খবর, পবন কল্যাণ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হবেন ৷
শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী মোদিকে মঞ্চেই জড়িয়ে ধরেন ৷ 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে দু'টি রাজ্য- অন্ধ্র ও তেলেঙ্গানা গঠিত হয় ৷ এরপর এই দ্বিতীয়বার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু ৷ 1995 সালে প্রথমবার তিনি অবিভক্ত অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে আসীন হন ৷ এরপর 2004 সাল পর্যন্ত একটানা 9 বছর রাজ্যে তাঁর নেতৃত্বে টিডিপি শাসন বহাল ছিল ৷ অন্ধ্রপ্রদেশ দ্বিধাবিভক্ত হওয়ার পর 2014 থেকে 2019 সাল পর্যন্ত ফের মুখ্যমন্ত্রী হন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৷