নয়াদিল্লি, 11 জুলাই:মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিট-ইউজি 2024 মামলার শুনানি 18 জুলাই পর্যন্ত মুলতবি করল সুপ্রিম কোর্ট ৷ নিটে অনিয়ম, পরীক্ষা বাতিল, পুনরায় পরীক্ষা এবং তদন্তের মতো একাধিক আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে ৷ সেই মামলাগুলির শুনানি ছিল বৃহস্পতিবার ৷ তবে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পর্দিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ বৃহস্পতিবার পর্যন্ত শুনানিতে স্থগিতাদেশ দিয়েছে ৷
বেঞ্চ বলেছে, কিছু আবেদনকারীর পক্ষের কৌঁসুলি বুধবার কেন্দ্র এবং এনটিএর তরফে জমা দেওয়া পৃথক হলফনামার প্রতিলিপি পাননি ৷ তাই 18 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে ৷ যদিও কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, তাঁরা সবপক্ষের আইনজীবীর কাছে তাঁদের হলফনামা দিয়েছেন । এ দিনের সংক্ষিপ্ত শুনানির সময় আবেদনকারীদের পক্ষের আইনজীবী 15 জুলাই এই মামলার শুনানির দাবি জানিয়েছিলেন ৷ কিন্তু তুষার মেহতা জানান, তিনি সেদিন আদালতে উপস্থিত থাকতে পারবেন না ।
প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) থেকে নিট-ইউজি 2024-এর পরীক্ষায় অনিয়মের তদন্তে অগ্রগতির বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট পেয়েছে আদালত । বুধবার সুপ্রিম কোর্টে দাখিল করা একটি হলফনামায় কেন্দ্র বলেছে, আইআইটি মাদ্রাজ নিট-ইউজি 2024-এর ফলাফলের তথ্য বিশ্লেষণ করেছে, তাতে তারা কোনওরকম পরীক্ষায় অনিয়ম বা নম্বর বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত পায়নি ৷ 8 জুলাই শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সরকারের দাবি তাৎপর্যপূর্ণ যে, 5 মে পরীক্ষায় বড় আকারের অনিয়ম হয়ে থাকলে আদালত পুনরায় পরীক্ষা গ্রহণের নির্দেশ দিতে পারে ।
কেন্দ্রের নতুন হলফনামায় বলা হয়েছে, আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা দেখেছেন যে, নম্বর বণ্টনে 'বেল শেপড কার্ভ' অনুসরণ করে হয়েছে, যা কোনও বড় মাপের পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় ৷ এতে কোনও অস্বাভাবিকতা নেই । হলফনামায় বলা হয়েছে, 2024-25 সালের স্নাতক আসনগুলির জন্য কাউন্সেলিং প্রক্রিয়া জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে চার রাউন্ডে পরিচালিত হবে ।
এনটিএ একটি পৃথক হলফনামাও দাখিল করে বলেছে যে, তারা জাতীয়, রাজ্য এবং শহর স্তরে পরীক্ষার নম্বর বিতরণের একটি বিশ্লেষণ করেছে । এই বিশ্লেষণটি ইঙ্গিত দেয়, নম্বরের বণ্টন ঠিকঠাক হয়েছে এবং কোনও বহিরাগত কারণে নম্বরের বণ্টন প্রভাবিত হয়নি ৷ এনটিএ তার হলফনামায় বলেছে, গোপনীয়ভাবে প্রশ্নপত্র মুদ্রণ, তাদের পরিবহণ এবং বিতরণ নিশ্চিত করার জন্য যে সিস্টেম রয়েছে সেই বিশদ তথ্য দেওয়া হয়েছে ।