নয়াদিল্লি, 7 ডিসেম্বর:কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তথা রাঁচির সাংসদ সঞ্জয় শেঠকে টাকা চেয়ে হুমকি ! 50 লক্ষ টাকা চেয়ে মোবাইলে হুমকি বার্তা পাঠালো দুষ্কৃতীরা ৷ আগামী 3 দিনের মধ্যে টাকা দিতে না-পারলে পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷
শুক্রবার 50 লক্ষ টাকার দাবি করে ধমকি বার্তা পাঠানো হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ৷ হুমকি বার্তা পাওয়ার পরই দিল্লির ডেপুটি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন তিনি ৷ দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বাসভবনে এদিন রাতে বিষয়টি নিয়ে আলোচনাও করেন তিনি ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, "হুমকি বার্তাটা পাওয়ার পর দিল্লি পুলিশে আমি খবর দিই ৷ এরপর ডিসিপি ও দিল্লি পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে ৷"
ঘটনাটি নিয়ে ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্তর সঙ্গে যোগাযোগ করেন রাঁচির সাংসদ ৷ একটি সাধারণ মামলাও দায়ের করেন তিনি ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, "বিষয়টি নিয়ে সকলকে জানানো আমার দায়িত্ব ছিল ৷ আমি আমার দায়িত্ব পালন করেছি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথ অনুসরণ করে নিজের দায়িত্ব সামলাচ্ছি ৷" সূত্রের খবর, কে বা কারা হুমকি বার্তা পাঠিয়েছে, তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ ৷ দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে আশ্বাস দিয়েছে পুলিশ ৷
ঝাড়খণ্ডের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে রাঁচির এই সাংসদকে জানতে চাওয়া হলে তিনি জানান, এই প্রশ্নের উত্তর রাজ্যের মুখ্য়মন্ত্রী ও ডিজিপি দিতে পারবেন ৷ কারণ, তাঁদের হাতে সমস্ত দায়িত্ব রয়েছে বলে জানান তিনি ৷ উল্লেখ্য, যে মোবাইল ফোন থেকে এদিন বার্তাটি পাঠানো হয়েছে, পুলিশের প্রাথমিক তদন্তে রাঁচির কাঙ্কে এলাকায় তার হদিশ পাওয়া গিয়েছে ৷ দোষীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে ৷