জম্মু, 30 মে: তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে একটি খাদে পড়ে যাওয়ার পরে অন্তত 22 জনের মৃত্যু হল ৷ বৃহস্পতিবার জম্মু জেলায় চোকি চোরা বেল্টের টাংলি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে ৷ বাসটি প্রায় 150 ফুট নিচের খাদে পড়ে যায় । এই দুর্ঘটনায় 64 জন আহত হয়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে হরিয়ানার কুরুক্ষেত্র থেকে তীর্থযাত্রীদের নিয়ে ওই বাসটি জম্মু ও কাশ্মীরের রেসি জেলার শিব খোরিতে যাচ্ছিল ৷ বাসে প্রায় 80 জন তীর্থযাত্রী ছিলেন ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন ৷ পরে পুলিশও উদ্ধার কাজে হাত দেয় ৷ আহতদের উদ্ধার করে আখনুর হাসপাতাল ও জম্মুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ৷ সেই কাজ শেষ হলেই পরিবারের কাছে খবর দেওয়া হবে ৷
আরও পড়ুন: