পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তেজস নিয়ে উড়বেন! ইতিহাসে স্কোয়াড্রন লিডার মোহনা সিং - First Woman Pilot To Fly Tejas - FIRST WOMAN PILOT TO FLY TEJAS

The First Woman Pilot To Fly Tejas Fighter Aircraft: দেশের প্রথম যুদ্ধ বিমান পাইলটদের মধ্যে অন্যতম মোহনা সিং ৷ সম্প্রতি সেনার উপপ্রধানদের সঙ্গে যুদ্ধ বিমান চালিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ৷ তেজস যুদ্ধবিমানের প্রথম মহিলা পাইলট তিনিই ৷

First Woman Pilot To Fly Tejas
দেশের প্রথম মহিলা যুদ্ধবিমান চালকদের অন্যতম মোহনা সিং (ছবি সৌজন্য: সমাজমাধ্যম)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 5:01 PM IST

জয়পুর, 20 সেপ্টেম্বর: যুদ্ধ বিমান তিনি আগেও চালিয়েছেন ৷ এবার তেজস নিয়ে উড়বেন স্কোয়াড্রন লিডার মোহনা সিং ৷ ভারতে তৈরি যুদ্ধ বিমান তেজসের প্রথম মহিলা পাইলট তিনিই ৷ তেজস ভারতের নিজস্ব লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) ৷ 2016 সালে কেন্দ্রীয় সরকার যুদ্ধবিমানের পাইলট হিসেবে মহিলাদের নিয়োগে ছাড়পত্র দেয় ৷
এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর ভারতীয় বায়ু সেনায় তিন মহিলা পাইলটকে যুদ্ধ বিমানের পাইলট হিসেবে নিয়োগ করা হয় । তাঁরা হলেন অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত এবং মোহনা সিং ৷ অবনী চতুর্বেদী প্রথম 2018 সালে মিগ-21 বাইসন উড়িয়েছেন ৷

মোহনা সিং এখন 18 নম্বর 'ফ্লাইং বুলেটস' স্কোয়াড্রনে যোগ দিয়েছেন ৷ 2019 সালে তিনি যুদ্ধবিমান 'হক' উড়িয়েছিলেন ৷ তাঁর কেরিয়ারের অন্যতম সেরা উড়ান ৷ পরে গুজরাতে নালিয়ায় অবস্থিত সেনার ঘাঁটিতে মর্যাদাপূর্ণ ফ্লাইং বুলেটস স্কোয়াড্রনে যোগ দেন তিনি ৷ নালিয়ার সেনা ঘাঁটিটি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে এবং দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ৷

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সম্প্রতি রাজস্থানের যোধপুরে 'তরং শক্তি' শীর্ষক একটি মহড়া অনুষ্ঠিত হয় ৷ সেখানে সেনাবাহিনীর (স্থল, নৌ ) ভাইস-প্রধানের সঙ্গে যুদ্ধ বিমান চালিয়েছেন মোহনাও ৷ তেজস ভারতের একেবারে নিজস্ব যুদ্ধবিমান ৷ ভারতীয় প্রতিরক্ষায় এর কৌশলের জন্য গুরুত্বপূর্ণ এই লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট যুদ্ধবিমান ৷

1992 সালের 22 জানুয়ারি রাজস্থানের ঝুনঝুনুতে জন্মগ্রহণ করেন মোহনা সিং ৷ বাবা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক প্রতাপ সিং ৷ মা মঞ্জু সিং শিক্ষক ৷ বাবা ও মায়ের দিক থেকে মোহনার দুই দাদুও ভারতীয় বায়ু সেনার কর্মরত ছিলেন ৷ শৈশব থেকে তিনি ভারতীয় বায়ুসেনার উর্দি দেখেই বড় হয়েছেন ৷ তিন বছর আগে ব্যবসায়ী মোহিতের সঙ্গে মোহনার বিয়ে হয় ৷

ABOUT THE AUTHOR

...view details