জয়পুর, 20 সেপ্টেম্বর: যুদ্ধ বিমান তিনি আগেও চালিয়েছেন ৷ এবার তেজস নিয়ে উড়বেন স্কোয়াড্রন লিডার মোহনা সিং ৷ ভারতে তৈরি যুদ্ধ বিমান তেজসের প্রথম মহিলা পাইলট তিনিই ৷ তেজস ভারতের নিজস্ব লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) ৷ 2016 সালে কেন্দ্রীয় সরকার যুদ্ধবিমানের পাইলট হিসেবে মহিলাদের নিয়োগে ছাড়পত্র দেয় ৷
এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর ভারতীয় বায়ু সেনায় তিন মহিলা পাইলটকে যুদ্ধ বিমানের পাইলট হিসেবে নিয়োগ করা হয় । তাঁরা হলেন অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত এবং মোহনা সিং ৷ অবনী চতুর্বেদী প্রথম 2018 সালে মিগ-21 বাইসন উড়িয়েছেন ৷
মোহনা সিং এখন 18 নম্বর 'ফ্লাইং বুলেটস' স্কোয়াড্রনে যোগ দিয়েছেন ৷ 2019 সালে তিনি যুদ্ধবিমান 'হক' উড়িয়েছিলেন ৷ তাঁর কেরিয়ারের অন্যতম সেরা উড়ান ৷ পরে গুজরাতে নালিয়ায় অবস্থিত সেনার ঘাঁটিতে মর্যাদাপূর্ণ ফ্লাইং বুলেটস স্কোয়াড্রনে যোগ দেন তিনি ৷ নালিয়ার সেনা ঘাঁটিটি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে এবং দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ৷