নয়াদিল্লি, 7 মার্চ: লোকসভা নির্বাচন দোরগোড়ায় ৷ তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দিল মোদি সরকার। 2024 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘভাতার পরিমাণ দাঁড়াল 50 শতাংশ।এর আগে, 2023 সালের অক্টোবরে শেষবার ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময়ও মহার্ঘভাতা এবং মহার্ঘ্য ত্রাণ 4 শতাংশ করেই বাড়ানো হয়েছিল। এর পাশাপাশি বাড়ানো হয়েছে কর্মচারীদের এইচআরএ, অর্থাৎ, আবাসিক ভাতাও।
এদিন, কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই বর্ধিত হারের ডিএ দেওয়ার জন্য রাজকোষ থেকে 12 হাজার 868 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডিএ এবং ডিআর বছরে দু'বার বাড়ানো হয়।
একবার জানুয়ারিতে, আরেকবার জুলাই মাসে। এর আগে, 2023 সালের অক্টোবরে শেষবার ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময়ও মহার্ঘভাতা এবং মহার্ঘ ভাতা 4 শতাংশ করেই বাড়ানো হয়েছিল। ওই সাংবাদিক বৈঠকের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেসেই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে 49.18 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন। লাভ হবে 67.95 লাখ পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরও। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ডিএ বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 'হাউস রেন্ট অ্যালোওয়েন্স'-ও বাড়ানো হয়েছে।
এতদিন তাঁরা 27 শতাংশ, 18 শতাংশ, 9 শতাংশ হারে 'হাউস রেন্ট অ্যালোওয়েন্স' পেতেন। সেটা বেড়ে করা হচ্ছে যথাক্রমে 30 শতাংশ, 20 শতাংশ এবং 10 শতাংশ ৷ এদিন কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ানোয়, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ফারাক আরও বাড়ল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন:
- 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াল রেলওয়ে বোর্ড, দীপাবলির আগে খুশি কর্মীরা
- পুজোর মুখে 4 শতাংশ ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার
- ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক, দাবি মুখ্যমন্ত্রীর