পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তৃতীয়বারেও দোভালেই ভরসা মোদির, ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে তিনি - Ajit Doval reappointed NSA - AJIT DOVAL REAPPOINTED NSA

Ajit Doval reappointed NSA: দেশের নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ফের নিযুক্ত হলেন অজিত দোভাল ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপ্যাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন পিকে মিশ্রা ৷

Ajit Doval reappointed NSA
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ফের নিযুক্ত হলেন অজিত দোভাল (সৌ: এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Jun 13, 2024, 7:31 PM IST

নয়াদিল্লি, 13 জুন:দেশের নিরাপত্তা উপদেষ্টা হিসাবে অজিত দোভালেই ভরসা রাখল মোদি সরকার ৷ এই নিয়ে তৃতীয়বার দেশের নিরাপত্তা উপদেষ্টা পদে বহাল রইলেন দোভাল ৷ অন্যদিকে, প্রধানমন্ত্রীর প্রিন্সপ্যাল সেক্রেটারি হিসাবেও বহাল রইলেন প্রাক্তন আইএএস পিকে মিশ্রা ৷

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার প্রাক্তন আইপিএস অফিসার অজিত ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসাবে পুনর্নিযুক্ত করেছে ৷ একটি সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে ৷ কেন্দ্রীয় কর্মীমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, "মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি চলতি বছরের 10 জুন থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অজিত ডোভালের নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে ৷"

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ফের বহাল হলেন অজিত দোভাল (সৌ: এক্স হ্যান্ডেল)

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভালের অফিসের মেয়াদকালে তাঁকে অগ্রাধিকার সারণিতে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷ তাঁর নিয়োগের শর্তাবলী আলাদাভাবে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। পদে পুনর্বহাল হওয়ার পর এদিন বিকেলে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ৷

অন্যদিকে, প্রাক্তন আইএএস আধিকারিক পিকে মিশ্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপ্যাল ​​সেক্রেটারি হিসাবে পুনর্বহাল করা হয়েছে ৷ কর্মীমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, মিশ্রার নিয়োগ 10 জুন, 2024 থেকে কার্যকর হবে ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি 10 জুন 2024 থেকে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে অবসরপ্রাপ্ত আইএএস পিকে মিশ্রের নিয়োগের অনুমোদন দিয়েছে। তাঁর নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদের সঙ্গে বা পরবর্তী পর্যন্ত সমাপ্তি হবে।” (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details