পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'আমাদের পূর্বপুরুষরা আমেরিকা আবিষ্কার করেছিলেন, কলম্বাস নয়'; দাবি বিজেপি মন্ত্রীর - MP Minister on USA Dicovery - MP MINISTER ON USA DICOVERY

MP Higher Education Minister Inder Singh Parmar: আমেরিকা আবিষ্কারের জন্য ক্রিস্টোফার কলম্বাসের নাম পড়ানো হয়, যা একেবারে ভুল ৷ একইভাবে ভাস্কো-দা-গামা, ভারত আবিষ্কার করেননি ৷ তাঁর ভারত দেখার ইচ্ছেপূরণ করেছিলেন এক ভারতীয়, দাবি করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ৷

MP Higher Education Minister
আমেরিকার আবিষ্কর্তা ভারতীয়রা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 9:39 PM IST

ভোপাল, 11 সেপ্টেম্বর:ভারতীয় পূর্বপুরুষরাই আমেরিকা আবিষ্কার করেছিলেন, খ্রিস্টোফার কলম্বাস নয় ৷ ভাস্কো-দা-গামা ভারত খুঁজে বের করেননি ৷ এটাও ভুল, দাবি করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার ৷ দিনের পর দিন ধরে ইতিহাসে ভুল তথ্য পড়ানো হচ্ছে ৷

আমেরিকার আবিষ্কারক কলম্বাস নয়

মঙ্গলবার ভোপালের বরকতউল্লা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় ভারত ও আমেরিকা আবিষ্কার নিয়ে মন্ত্রী বলেন, "কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন ৷ ভারতীয় ছাত্রছাত্রীরা এটা জেনে কী করবে ? তাঁদের পড়াতে হলে এটা পড়ানো উচিত যে, কলম্বাস-পরবর্তী সময়ে সেখানকার লোকজনের উপর কীভাবে নির্মম অত্যাচার করা হয়েছে ৷ কীভাবে আদিবাসী সভ্যতা ধ্বংস করা হয়েছে ৷ কারণ তারা প্রকৃতির পুজো করত, সূর্যের পুজো করত ৷ তাদের কীভাবে হত্যা করা হয়েছিল, কীভাবে তাদের ধর্মান্তরণ হয়েছিল ৷ দুর্ভাগ্যবশত, সঠিক তথ্যগুলি পড়ানো হয় না ৷ বরং, শেখানো হয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন ৷"

তিনি আরও বলেন, "আমি বলতে চাই, কেউ এটা কেন লেখেন না যে ভারতের মহান বাসুলুন অষ্টম শতকে সেখানে গিয়েছিলেন ৷ আমেরিকার সান্তিয়াগোতে অনেক মন্দির নির্মাণ করেছিলেন ৷ এখনও সেখানকার মিউজিয়ামে এই বিষয়গুলি লেখা রয়েছে ৷ এই সংক্রান্ত নথি লাইব্রেরিতেও আছে ৷" এরপরই উচ্চশিক্ষা মন্ত্রী পারমার বলেন, "পড়ুয়াদের ঠিক করে শেখানো উচিত যে, আমাদের পূর্বপুরুষরা আমেরিকাকে আবিষ্কার করেছিলেন, ক্রিস্টোফার কলম্বাস নয় ৷"

তিনি মায়ান সভ্যতার কথা উল্লেখ করে বলেন, "আমাদের পূর্বপুরুষরা গিয়ে সেখানকার স্থানীয় মায়ান সভ্যতা-সংস্কৃতির সঙ্গে সহযোগিতা করে, উন্নয়নে সাহায্য করে ৷ এটা ভারতীয় দর্শন ৷ এটাই ছাত্রছাত্রীদের পড়ানো উচিত ৷"

ভাস্কো-দা-গামার ভারত দেখার ইচ্ছে

মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী পারমারের দাবি, পর্তুগিজ পর্যটক ভাস্কো-দা-গামা ভারত আবিষ্কার করেছেন ৷ এটা পড়ুয়াদের না পড়িয়ে তাঁর আত্মজীবনী পড়ানো উচিত ৷ ভাস্কো-দা-গামার ভারত আবিষ্কারের কাহিনি প্রসঙ্গে তিনি বলেন, "গুজরাতের এক ব্যবসায়ী চন্দনের কাছে এক দোভাষীর মাধ্যমে ভাস্কো-দা-গামা ভারত দেখার ইচ্ছের কথা জানিয়েছিলেন ৷ তখন তিনি আফ্রিকার জাঞ্জিবার বন্দরে ৷ চন্দন ভাস্কো-দা-গামাকে তাঁর জাহাজ অনুসরণ করতে বলেন ৷ এইভাবে তিনি ভারতে এসে পৌঁছন ৷ ভাস্কো-দা-গামা নিজেই লিখেছেন, ভারতীয় ব্যবসায়ী চন্দনের জাহাজটি তাঁর থেকে অনেক বড়ো ৷ এদিকে পড়ুয়াদের পড়ানো হয় যে পর্তুগিজ পর্যটক ভাস্কো-দা-গামা নাকি আমেরিকা আবিষ্কার করেছিলেন ৷"

ABOUT THE AUTHOR

...view details