বারমেঢ়, 22 জানুয়ারি: নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণ ও তার পর খুনের অভিযোগ উঠেছে রাজস্থানের বারমেঢ়ে ৷ গত শনিবার রাতে ঘটনাটি ঘটে ৷ সেই সময় একাদশে পাঠরতা ওই ছাত্রীর বাড়িতে বৃদ্ধা ঠাকুমা ছাড়া আর কেউ ছিলেন না ৷ পরদিন স্থানীয় একটি মাঠের ধার থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় অভিযুক্ত বছর তিরিশের এক স্কুল শিক্ষক ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে প্রকৃত ঘটনা ঠিক কী ৷
পুলিশ জানিয়েছে, ওই নাবালিকা বারমেঢ়ের বাখাসার থানা এলাকার বাসিন্দা ছিলেন ৷ শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য তার বাড়ির সদস্যরা চলে যায় ৷ বাড়িতে বৃদ্ধা ঠাকুমার সঙ্গে ছিল ওই নাবালিকা ৷ রবিবার সকালে ওই নাবালিকাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন ঠাকুমা ৷ খবর যায় পরিবারের অন্য সদস্যদের কাছেও ৷ তাঁরা এসে খোঁজাখুঁজি শুরু করেন ৷ তখনই এলাকার একটি মাঠের ধারে ওই নাবালিকার দেহ উদ্ধার হয় ৷
খবর যায় পুলিশের কাছে ৷ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ৷ পুলিশ জানিয়েছে যে প্রাথমিকভাবে ধর্ষণ করে খুন বলে মনে হচ্ছে ৷ স্থানীয় এক স্কুল শিক্ষক এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ৷ তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে ৷ পাশাপাশি পকসো আইনেও মামলা হয়েছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে তবেই বোঝা যাবে যৌন নির্যানতের ঘটনা ঘটেছিল কি না !
যদিও প্রশ্ন উঠছে, মেয়েটি যখন বাড়িতে একা ছিল, তখনই ওই শিক্ষকই যে এই ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে কিভাবে নিশ্চিত হচ্ছে পরিবার ? পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ এর জন্য নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ ওই শিক্ষক মেয়েটিকে বিরক্ত করত কি না, সেটাও জানার চেষ্টা চলছে ৷ তবে ওই শিক্ষককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ তাকে গ্রেফতার করা গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন:
- খুনের পর ধর্ষণ ! অটোচালকের বিকৃতির শিকার নার্স, গ্রেফতার অভিযুক্ত
- নাবালিকা নৃত্যশিল্পীকে গণধর্ষণের অভিযোগ, মির্জাপুরে আটক দাদা-সহ 3
- মেটাভার্সে ভার্চুয়াল গণধর্ষণ ! ব্রিটিশ নাবালিকার অভিযোগের তদন্ত শুরু