নয়াদিল্লি, 29 জুলাই:নিরাপত্তার গাফিলতিতে কারণে আরও 13টি কোচিং সেন্টার সিল করে দিল দিল্লি প্রশাসন ৷ এই তালিকায় আছে আইএএস গুরুকুল, চাহাল অ্যাকাডেমি, প্লুটাস অ্যাকাডেমি এবং আরও বেশ কয়েকটি। এই সমস্ত কোচিং সেন্টারগুলি বেসমেন্টে তাদের শিক্ষা সংক্রান্ত কাজকর্ম চালাচ্ছিল ৷ পুরপ্রশাসনের সেগুলি নজরে আসার পরেই সিল করে দেওয়া হয়েছে কোচিং সেন্টারগুলি ৷ দিল্লিতে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পডুয়ার মৃ্ত্যুর ঘটনা সামনে আসতেই তৎপর হয় প্রশাসন ৷
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসমেন্টগুলি পার্কিং এবং স্টোরেজের অনুমোদন ছিল ৷ সেই নিয়ম অমান্য করেই শিক্ষার কাজেও ব্যবহার করা হচ্ছিল বেসমেন্টগুলি ৷ নিয়ম ভাঙার কারণেই সিল করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কোচিং সেন্টারগুলি ৷ এপ্রসঙ্গেই এমসিডি-র অতিরিক্ত কমিশনার তারিক থমাস বলেন, "রাজেন্দ্র নগরের ঘটনার পর আমরা একাধিক কোচিং সেন্টারে পরিদর্শনে যাই ৷ দেখা যায়, সেগুলিও অবৈধভাবে চলছে ৷ বেসমেন্টটিকেও শিক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে ৷ সেই সমস্ত কোচিং সেন্টারগুলির বেসমেন্ট সিল করে দেওয়া হচ্ছে ৷ তবে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে সেটার তদন্ত শুরু হয়েছে ৷ দোষীদের শাস্তি হবে ৷"