পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পিথোরাগড়ে ভয়াবহ ভূমিধস, আটকে বহু পর্যটক; রইল রোমহর্ষক ভিডিয়ো - LANDSLIDE IN UTTARAKHAND

শীতের মরশুমে উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে বিপত্তির মুখে বহু পর্যটক ৷ হুড়মুড়িয়ে চোখের সামনে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়াতে দেখে আঁতকে উঠেছেন সকলেই।

LANDSLIDE IN UTTARAKHAND
পিথোরাগড়ে ভয়াবহ ভূমিধস (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 15 hours ago

পিথোরাগড়, 21 ডিসেম্বর: বর্ষশেষের ছুটিতে পাহাড়ে সময় কাটাতে গিয়ে এমন ভয়ঙ্কর অভিক্ষতার সম্মুখীন হবেন তা কে জানত ! উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে পিথোরগড়ে ভয়বাহ ভূমিধসের দৃশ্য দেখে আঁতকে উঠলেন অনেকেই ৷ এমনকী পর্যটকরা সেই রোমহর্ষক ভিডিয়ো লেন্সবন্দি করে সোশালে পোস্ট করতেই নেটিজেনরাও অবাক ৷ হুড়মুড়িয়ে চোখের সামনে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়াতে দেখে ভয়ে আঁতকে ওঠাই স্বাভাবিক ৷

ভিডিয়োয় দেখা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ উত্তরাখণ্ডের ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়ক দিয়ে একাধিক গাড়ি যাতায়াত করছিল। বেশকিছু পর্যটকদের গাড়িও ছিল রাস্তায়। সেইসময় হুড়মুড়িয়ে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পড়ে নীচে ৷ ধুলোয় ঢেকে যায় চারদিক ৷ তবে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রাস্তায় থাকা গাড়িগুলি ৷ পর্যটকরা তড়িঘড়ি সেই দৃশ্য ফোনে ক্যাপচার করেছেন ৷ তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও।

ভূমিধসের রোমহর্ষক ভিডিয়ো (ইটিভি ভারত)

ধ্বংসস্তূপের নীচে কারও আটকে পড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে প্রশাসন। ধস নামার পরই জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় ৷ এদিকে, যুদ্বকালীন পরিস্থিতি রাস্তা মেরামতির কাজ শুরু করে প্রশাসন ৷ ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়কে আপাতত যাতায়াত বন্ধ করা হয়েছে ৷ স্থানীয় প্রশাসন পর্যটক-সহ এলাকাবাসীকে অন্য রাস্তা দিয়ে দরকারি জায়গায় যাতায়াত করার অনুরোধ জানিয়েছে ৷ BRO (বর্ডার রোড অর্গানাইজেশন) জাতীয় সড়কটি পুনরায় চালু করার চেষ্টা করছে।

এসডিএম মনজিৎ নেগি এবং পিথোরাগড়ের এসপি রেখা যাদবও ভূমিধসের ভিডিয়োটি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ধরচুলা-তাওয়াঘাট চালু হতে কিছুটা সময় লাগবে ৷ এবিষয়ে, পিথোরাগড় জেলা ম্যাজিস্ট্রেট বিনোদ গিরি গোস্বামী জানান, তাওয়াঘাটে চলছে রাস্তা সংস্করণের কাজ। একারণে সেখানে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটছে।

ভোররাতে ভূমিকম্প উত্তরাখণ্ডে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.8

ABOUT THE AUTHOR

...view details