পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জুবিলি হিলসের হোটেলে ভয়াবহ বিস্ফোরণ ! ভাঙল 100 মিটার দূরের ঘরও - MASSIVE EXPLOSION AT HOTEL

হোটেল ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । জানা গিয়েছে, প্রাথমিকভাবে তিনি পুলিশকে জানিয়েছেন বিস্ফোরণের কারণ তাঁর জানা নেই।

Massive blast at hotel in Jubilee Hills
জুবিলি হিলসের হোটেলে ভয়াবহ বিস্ফোরণ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 5:55 PM IST

হায়দরাবাদ, 10 নভেম্বর: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের জুবিলি হিলস । প্রভাব পড়েছে পাশের বস্তিতেও। তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণে এক মহিলা আহত হলেও প্রাণহানীর কোনও ঘটনা ঘটেনি ৷ কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

ঠিক কী হয়েছে ?

পুলিশ সূত্রে খবর, জুবিলি হিলস রোড নম্বর 1-এ তেলেঙ্গানা স্পাইস কিচেন নামে একটি হোটেল রয়েছে । রবিবার সকালে সেখানে হঠাৎ বিস্ফোরণ হয় ৷ হোটেলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে ৷ শুধু তাই নয়, ঘটনার অভিঘাতে পাথর উড়ে গিয়ে পড়ে 100 মিটার দূরে দুর্গা ভবানী নগর বস্তিতে। তার জেরে চারটি কুঁড়েঘর ভেঙে গিয়েছে। ভেঙে পড়েছে বহু বৈদ্যুতিক খুঁটিও । ঘটনায় আহত হয়েছেন এক মহিলা। জানা গিয়েছে, ফ্রিজের কম্প্রেসারে হঠাৎ বিস্ফোরণ হয়।

আহত হয়েছেন এক মহিলা (ইটিভি ভারত)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জুবিলি হিলস থানার পুলিশ। ডিসিপি বিজয়কুমার এবং জুবিলি হিলসের এসিপি ভেঙ্কটগিরি হোটেলর আধিকারিকদের সঙ্গে কথা বলেন । তারপর হোটেল ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । জানা গিয়েছে, তিনি প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছেন বিস্ফোরণের কারণ তিনি জানেন না । এদিকে, সংবাদমাধ্যমের কর্মীদের আপাতত হোটেল কর্তৃপক্ষ হোটেলের ভিতরে ঢুকতে দিচ্ছে না ৷ কেন এমন সিদ্ধান্ত তা প্রকাশ্যে আসেনি।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল অন্ধ্রপ্রদেশের ইলুরু ৷ বাজি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণের জেরে প্রাণ গিয়েছিল একজনে । আহত হন আরও বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দীপাবলির সকালে একটি স্কুটিতে করে বাজি নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সে সময় বাজির বস্তায় থাকা 'পেঁয়াজ বোমা' ফেটে গিয়ে বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দাদের কাছে বোমাটি এই নামেই পরিচিত ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details