পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুম্বই হোর্ডিং বিপর্যয়, গ্রেফতার মূল অভিযুক্ত - Mumbai Hoarding Collapse

Mumbai Hoarding Collapse Case: মুম্বইতে হোর্ডিং ভেঙে পড়ে প্রাণ গিয়েছিল 16 জনের । এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা । তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ 23টি অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে ।

Mumbai Hoarding Collapse Case
গ্রেফতার মূল অভিযুক্ত (ছবি: মুম্বই পুলিশ)

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 10:24 PM IST

মুম্বই, 16 মে: দিনকয়েক আগে ঝড়ে হোর্ডিং ভেঙে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত ভাবেশ ভিন্ডেকে গ্রেফতার করল পুলিশ । ঘটনার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না । শেষমেশ বৃহস্পতিবার উদয়পুরের একটি রিসর্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার পরই অনিচ্ছাকৃত হত্যা-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলা দায়ের হওয়ার পর থেকেই মুলুন্দ এলাকার বাড়ি থেকে লোনাভালায় পালিয়ে যান ভাবেশ । তবে সূত্র মারফৎ তাঁর উপর নজর রাখছিল পুলিশ । এরপরই উদয়পুর থেকে তাঁকে গ্রেফতার করা হয় ।

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় । সকাল থেকেই মেঘে ঢেকে যায় বাণিজ্যনগরীর আকাশ । দুপুর গড়াতেই শুরু হয় প্রবল বৃষ্টি । তার আগে ধুলোর ঝড় হয়ে গিয়েছিল । এরপরই ঘাটকোপার এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে থাকা হোর্ডিং খুলে নীচে পড়ে যায় । সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন । একটু পর থেকে মৃত্যুর খবর আসতে থাকে । ক্রমশ মৃতের সংখ্যাও বাড়তে থাকে । উদ্ধার কাজ শুরু করে প্রশাসন । এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভরতি রয়েছেন বলে জানা গিয়েছে । তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক ।

গ্রেফতারি নিয়ে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার পুরুষোত্তম কারড জানিয়েছেন, ঘটনার পরই ভাবেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল । তাঁর সংস্থাই ওই হোর্ডিং লাগিয়েছিল । বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর তাঁকে গ্রেফতার করা হয় । শুধু এই মামলা নয়, তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ মোট 23টি অভিযোগ দায়ের হয়েছে । 2019 সালে নির্বাচনেও লড়েছিলেন ভাবেশ । এবার তাঁকে গ্রেফতার করা হল । গ্রেফতারের পর তাঁকে জেরা করছেন তদন্তকারীরা । ওই হোর্ডিং লাগানোর ক্ষেত্রে কোনও গাফিলতি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. মুম্বইয়ের ঘাটকোপারে হোর্ডিং দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 16

ABOUT THE AUTHOR

...view details