পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফাঁদে পা দিয়ে খাঁচাবন্দি কৃষকের হত্যাকারী নরখাদক চিতাবাঘ - Man Eater Leopard - MAN EATER LEOPARD

Leopard Trapped in Cage: বহুদিন ধরে বাহরাইচে আতঙ্ক ছড়ানোর পর অবশেষে ধরা পড়ল নরখাদক চিতাবাঘ ৷ ছাগল শিকার করতে এসেছিল । এ সময় বনবিভাগের পাতা ফাঁদে পা রাখে চিতাবাঘটি ৷ তখনই সে খাঁচায় আটকা পড়ে । চিতাবাঘটির শারীরিক পরীক্ষা করে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷

Leopard
চিতাবাঘ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 5:11 PM IST

বাহরাইচ (উত্তরপ্রদেশ), 30 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশে অবশেষে সোমবার ভোররাতে খাঁচায় বন্দি করা সম্ভব হল নরখাদক চিতাবাঘকে ৷ এক কৃষককে হত্যা করে তাঁর দেহাংশ খেয়ে ফেলেছিল চিতাবাঘটি ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাতারনিয়াঘাট বন্যপ্রাণী বিভাগের কাকারহা ফরেস্ট রেঞ্জের একটি গ্রামে ।

ওই ঘটনার পরই গ্রামের মানুষের দাবিতে চিতাবাঘটিকে ধরতে খাঁচা বসিয়েছিল বন বিভাগ । পাশে একটি ছাগলও বাঁধা ছিল । সোমবার ভোর 3টের দিকে ছাগল শিকার করতে গিয়ে খাঁচায় আটকা পড়ে চিতাবাঘটি । গ্রামবাসীরা বিষয়টি বন বিভাগকে জানায় । বনবিভাগের দল এসে চিতাবাঘটিকে রেঞ্জ অফিসে নিয়ে যায় ।

সূত্রের খবর, নওবানা জঙ্গলের ধারে অবস্থিত ধরমপুর বেঝার মাইকুপুরা গ্রামের বাসিন্দা কান্ধাই (40) রবিবার বিকেলে বাড়ির পাশের মাঠে গিয়েছিলেন । এ সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে চিতাবাঘটি তাঁকে আক্রমণ করে । নির্জন জায়গা হওয়ায় ওই কৃষকের চিৎকার কেউ শুনতে পায়নি । সেই সুযোগে চিতাবাঘটি কৃষককে জঙ্গলে টেনে নিয়ে চলে যায় । চিতাবাঘটি কৃষকের গলার মাংস খেয়ে ফেলেছিল এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম করে । পরে পড়ে থাকা ক্ষতবিক্ষত দেহটি দেখে মাঠের দিকে যাওয়া গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন ।

এই ঘটনায় বনবিভাগের উপর ক্ষুব্ধ হন গ্রামবাসীরা । সাব-ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিহিনপুরোয়া সঞ্জয় কুমার, পুলিশ এরিয়া অফিসার হীরালাল কানোজিয়া, মূর্তিহা কোতোয়াল অমিতেন্দ্র সিং, কাকারহা ফরেস্ট রেঞ্জের বন পরিদর্শক অশোক কুমার শ্রীবাস্তব-সহ দল ঘটনাস্থলে পৌঁছয় । পুলিশ এরিয়া অফিসার হীরালাল কানোজিয়া-সহ সমস্ত দল রাতভর জঙ্গলে চিরুনি অভিযান চালায় । রাত 9টার দিকে কাকরহাট এরিয়া অফিসার ডিপি কানোজিয়া-সহ বন বিভাগের স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্সও গ্রামে পৌঁছয় ।

গ্রামবাসীদের তরফে দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রামের বাইরে মাঠে একটি খাঁচা বসানো হয় । তাতেই ধরা পড়ে চিতাবাঘটি । বন কর্মকর্তা বি শিবশঙ্কর জানান, চিতাবাঘটির শারীরিক পরীক্ষা করা হবে । এরপর তাকে যে কোনও উপযুক্ত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে । স্থানীয় লোকজন জানান, চিতাবাঘটি ক্রমাগত লোকজনের উপর হামলা চালাচ্ছিল । লাগাতার হামলায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ।

ABOUT THE AUTHOR

...view details