পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গণতন্ত্রের উপর নির্মম আঘাত, কেজরি'র গ্রেফতারিতে সরব মমতা - Mamata Reacts on Kejriwal Arrest

Mamata Banerjee on Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 12:51 PM IST

Updated : Mar 22, 2024, 1:17 PM IST

কলকাতা, 22 মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার 15 ঘণ্টা পর মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি। জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রীকে এইভাবে গ্রেফতারের কড়া নিন্দা করেছেন মমতা।

সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা করছি।" একই সঙ্গে তিনি জানিয়েছেন এই অবস্থায় তিনি অরবিন্দ কেজরিওয়ালের পাশেই আছেন। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, "আমি ব্যক্তিগতভাবে সুজাতা কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম ৷ তাঁকে সমবেদনা জানিয়েছি ৷" এরপরেই তিনি বলেন, "নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। যেভাবে ইডি এবং সিবিআইয়ের তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের বিজেপির সঙ্গে যুক্ত থাকলে দায় মুক্তভাবে অসৎ আচরণ চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেয়া হচ্ছে সেটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন বিরোধীদের ইডি এবং সিবিআই-এর মাধ্যমে টার্গেট করাকে সামনে রেখে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল এই বিষয় নিয়ে প্রতিবাদ জানাবে বলে সোশাল হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য তৃণমূলের দুই প্রতিনিধি হিসেবে নাদিমুল হক এবং ডেরেক ও'বায়েনকে পাঠানো হচ্ছে বলেও জানানো হয়েছে ৷

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুলেছেন ৷ তিনি বলেন, "গত মাসে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ এবার গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এই ঘটনা বোঝাই যাচ্ছে যে, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে মুখ্যমন্ত্রীকেও রেয়াত করা হয় না ৷ বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও একই ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। সুতরাং, এখানেও নয়াদিল্লির মতো একই প্রতিচ্ছবি দেখা দিতে পারে বাংলাতেও ৷

বৃহস্পতিবার রাতেই মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে সরব হয়েছেন অনেক বিরোধী নেতৃত্বই। একই বিষয় নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

আরও পড়ুন

1. সুপ্রিম কোর্টে শুনানির আগেই গ্রেফতারির বিরুদ্ধে আবেদন প্রত্যাহার কেজরিওয়ালের

2.আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার কেজরিওয়াল, কী সেই দুর্নীতি ?

3.নিয়োগ দুর্নীতি মামলায় অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি

Last Updated : Mar 22, 2024, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details