নয়াদিল্লি, 1 জুলাই: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ছিল দিশাহীন ৷ এমনটাই মনে করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷ সোমবার এই আলোচনায় অংশ নেন তিনি ৷ তখনই সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি ৷
রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তিনি সরাসরি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের শাসক দল শুধুমাত্র স্লোগান দিচ্ছে ও কোনও উন্নয়নমূলক কাজ করছে না ৷ রাষ্ট্রপতির ভাষণে সরকারের ব্যর্থতা ঢাকা হয়েছে ৷ দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি এড়িয়ে যাওয়া হয়েছে ৷
মল্লিকার্জুন খাড়গের আরও দাবি, রাষ্ট্রপতির ভাষণে গরিব, দলিত ও সংখ্যালঘুদের কথা উল্লেখ করা হয়নি ৷ এ দিন রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তোপ দেগেছেন খাড়গে ৷ তাঁর দাবি, বিরোধীরা যখন সাধারণ মানুষের কথা বলছে, সেই সময় মোদি শুধু ‘মন কি বাত’ করে যাচ্ছেন ৷