পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদি অ্যান্ড কোম্পানিকে উপত্যকা ছাড়া করবে যুবরাই, বার্তা খাড়গের - Jammu and Kashmir election - JAMMU AND KASHMIR ELECTION

KHARGE ON J&K YOUTH VOTERS : সামনেই উপত্যকার বিধানসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনে জম্মু ও কাশ্মীরের যুব সম্প্রদায়'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যান্ড কোম্পানি'-কে পরাজিত করবে বলে দাবি করলেন খাড়গে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সঙ্গে বিজেপি কীভাবে প্রতারণা করেছে সে কথাও জানান কংগ্রেস সভাপতি।

KHARGE ON J&K YOUTH
মল্লিকার্জুন খাড়গের (ইটিভি ভারত)

By PTI

Published : Sep 1, 2024, 4:56 PM IST

Updated : Sep 1, 2024, 5:01 PM IST

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার দাবি করেছেন, জম্মু ও কাশ্মীরের যুবকদের সঙ্গে প্রতারণা করাই হল বিজেপির একমাত্র নীতি ৷ একই সঙ্গে তাঁর আরও দাবি, আগামী নির্বাচনে উপত্যকার এই যুবরাই 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যান্ড কোম্পানি'-কে হারিয়ে দেবে।

সামনেই উপত্যকায় বিধানসভা নির্বাচন ৷ তার আগে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে খাড়গে লিখেছেন, মার্চ মাসে জম্মু ও কাশ্মীরে বেকারত্বের হার ছিল বিস্ময়কর 28.2 শতাংশ। খাড়গের দাবি, "জম্মু ও কাশ্মীরের যুবকদের সঙ্গে প্রতারণাই বিজেপির একমাত্র নীতি !" তিনি বলেন, "একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ঘুষ এবং ব্যাপক দুর্নীতির জেরে চার বছর ধরে বিভিন্ন বিভাগে নিয়োগ কার্যত বন্ধ। জম্মু ও কাশ্মীরে বিভিন্ন বিভাগর 65 শতাংশ সরকারি পদ 2019 সাল থেকে খালি রয়েছে ৷"

সরকারি হিসেবে অনুযায়ী জম্মু ও কাশ্মীরে, 60 হাজারেরও বেশি দৈনিক মজুর রয়েছেন বলে দাবি কংগ্রেসের প্রথম দলিত সভাপতির ৷ 15 বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন পরিশ্রম করে তাঁরা সামান্য টাকা আয় করছেন ৷ কংগ্রেস নেতা বলেন, "দীর্ঘদিন পরিষেবা দেওয়ার পরও এঁরা সকলেই চুক্তিভিত্তিত শ্রমিকই রয়ে গিয়েছেন ৷" তাঁর আরও অভিযোগ, রাজ্য ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার সময় বিজেপি জম্মু ও কাশ্মীরে শিল্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তেমন কিছুই হয়নি ।

তিনি বলেন, "2021 সালে নতুন শিল্প নীতি প্রবর্তন সত্ত্বেও, মাত্র 3 শতাংশ বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। 2015 সালে প্রধানমন্ত্রীর দেওয়া উন্নয়ন প্যাকেজের অধীনে থাকা 40 শতাংশ প্রকল্প এখনও বন্ধ রয়েছে ৷" এরপরই খাড়গে বলেন, "1 অক্টোবর, জম্মু-কাশ্মীরের যুবরা মোদি অ্যান্ড কোম্পানিকে উপত্যকা ছাড়া করবে !" 90 সদস্যের জম্মু ও কাশ্মীর বিধানসভার নির্বাচন হবে তিন ধাপে। 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর হবে ভোট। ফলাফল 8 অক্টোবর ঘোষণা করা হবে।

Last Updated : Sep 1, 2024, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details