নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: লোকসভার প্রিভিলেজ কমিটি বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ জেলার অন্য কয়েকজন পুলিশ আধিকারিকদের তলব করেছে ৷ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই তলব বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, সুকান্ত মজুমদার তাঁর সঙ্গে হওয়া অসদাচরণ, বর্বরতা এবং প্রাণঘাতী হামলার অভিযোগ দায়ের করেছেন লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে।
প্রিভিলেজ কমিটি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে 19 ফেব্রুয়ারি লোকসভার প্রিভিলেজ কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়েছে। বিশেষাধিকারের সংসদীয় স্বাধিকার কমিটি রাজ্য পুলিশের ডিজি, বসিরহাটের পুলিশ সুপার এবং অ্যাডিশনাল পুলিশ সুপারকে অধিকার লঙ্ঘন এবং প্রটোকল নিয়ম লঙ্ঘনের জন্য 19 ফেব্রুয়ারি লোকসভার প্রিভিলেজ কমিটি তাদের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে ৷
লোকসভা সচিবালয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সদস্য সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যের পুলিশ বাহিনীর দ্বারা অসদাচরণ, বর্বরতা এবং প্রাণঘাতী হামলা চালানো হয়েছে ৷ যার জেরে সাংসদের বিশেষাধিকার লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে ৷ সেই মর্মেই তিনি এথিক্স কমিটির কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন।
প্রসঙ্গত, বুধবার সন্দেশখালিতে প্রবেশ করতে গেলে সুকান্তকে বাধা দেওয়া হয় ৷ পরে বিজেপি দলীয় কর্মীদের সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি, সংঘর্ষে আহত হন সুকান্ত মজুমদার ৷ ওই এলাকায় মহিলারা তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেতা শাজাহান শেখ এবং তার সহযোগীদের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগে লাগাতার আন্দোলন করছে।