নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতিকে কঠোরভাবে মোকাবিলা করার জন্য লোকসভায় নয়া বিল পাশ করল কেন্দ্রীয় সরকার ৷ তার নাম দ্য পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) বিল, 2024 ৷ এই বিলে অপরাধীদের সর্বোচ্চ 10 বছরের জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিল সম্পর্কে লোকসভায় বলেন, মেধাবী ছাত্র এবং প্রার্থীদের স্বার্থ রক্ষা করার জন্যই এই বিলের বিধানগুলি তৈরি হয়েছে । বিরোধী সদস্যদের প্রস্তাবিত সংশোধনী প্রত্যাখ্যান করার পর বিলটি আজ লোকসভায় পাশ হয় ।
জিতেন্দ্র সিং এ দিন বলেন, সরকার "সংগঠিত অপরাধের বিনিময়ে মেধাবী (প্রার্থীদের) বলি দিতে দেবে না ৷" শিক্ষার্থী এবং প্রার্থীরা এই বিলের আওতায় পড়বেন না এবং চাকরিপ্রার্থীদের এই বিলের জন্য কোনও ক্ষতি হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি ।
রাজস্থানে শিক্ষক নিয়োগ পরীক্ষা, হরিয়ানায় গ্রুপ-ডি পদের জন্য কমন এলিজিবিলিটি টেস্ট (সিইটি), গুজরাতে জুনিয়র ক্লার্কদের নিয়োগ পরীক্ষা এবং বিহারে কনস্টেবল নিয়োগ পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক বেশকিছু পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পর তা বাতিল করতে হয়েছে ৷ পশ্চিমবঙ্গেও শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে একাধিক মামলা ৷ তারই প্রেক্ষাপটে এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ।
এই বিলে সরকারি চাকরির পরীক্ষার জন্য একটি উচ্চ-স্তরের জাতীয় কারিগরি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যা কম্পিউটারাইজড পরীক্ষার প্রক্রিয়াকে আরও নিরাপদ করতে সুপারিশ করবে । কমিটি ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে ফুলপ্রুফ করার জন্য প্রোটোকলের উন্নয়নের দিকে নজর রাখবে, নির্ভুল আইটি নিরাপত্তা ব্যবস্থার বিকাশের জন্য উপায় তৈরি করবে, পরীক্ষা কেন্দ্রগুলির ইলেকট্রনিক নজরদারি নিশ্চিত করবে এবং এই জাতীয় পরীক্ষা পরিচালনার জন্য আইটি ও উপস্থিত পরিকাঠামো উভয়ের জন্য জাতীয় মান ও পরিষেবা প্রণয়ন করবে ।
অনেক ক্ষেত্রে এটা দেখা গিয়েছে যে, সংগঠিত গোষ্ঠী ও মাফিয়ারা অসদাচরণের সঙ্গে জড়িত দলকে মোতায়েন করে প্রশ্নপত্র ফাঁসে লিপ্ত হয় । এই বিল প্রাথমিকভাবে এই ধরনের প্রচেষ্টাকে আটকানোর লক্ষ্যে তৈরি হয়েছে । বিলটির উদ্দেশ্য হল, সরকারি চাকরির পরীক্ষা পদ্ধতিতে অধিকতর স্বচ্ছতা, ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা আনা এবং যুবকদের আশ্বস্ত করা যে, তাঁদের আন্তরিক ও প্রকৃত প্রচেষ্টা পুরস্কৃত হবে এবং তাঁদের ভবিষ্যত নিরাপদ ।