- নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন ধনকুবের ইলন মাস্ক ৷ রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদি ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজু ৷
সরাসরি: রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি, রবিবার শপথ নিতে চান মোদি - New Government Formation - NEW GOVERNMENT FORMATION
Published : Jun 6, 2024, 3:57 PM IST
|Updated : Jun 7, 2024, 10:55 PM IST
জোটের অগ্নিপথে হেঁটে তৃতীবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদিই ৷ তাঁকে এনডিএ জোটের নেতা নির্বাচিত করলেন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সাংসদরা ৷ শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে সর্বসম্মতিক্রমে মোদিকে জোটের নেতা নির্বাচিত করেন সাংসদরা ৷ ফলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রশস্ত হল নরেন্দ্র মোদির ৷ অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির ৷ 543টি আসনের মধ্যে 242টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ফলে জোটকে ভরসা করেই এগোতে হচ্ছে বিজেপিকে ৷ তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জেডি(ইউ)-এর নিতীশ কুমার জানিয়েছেন, তাঁরা এনডিএ জোটের সঙ্গেই আছেন ৷ 9 জুন, রবিবার সন্ধ্যা 6টায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি ৷
LIVE FEED
'শুভেচ্ছা, নরেন্দ্র মোদি', বার্তা মাস্কের
ভারত এখন বিশ্ববন্ধু, দাবি মোদির
"দুনিয়ার জন্য ভারত এখন বিশ্ববন্ধু । এখন এর সুফল এখন মিলতে শুরু করেছে। ব্যবসার দিক থেকে ভালো হবে।" রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানিয়ে এমনই বার্তা দিলেন মোদি।
কাজে গতি আনবে নতুন সরকার, দাবি মোদির
"এনডিএ সরকার নিরন্তর কাজ করে চলেছে। কাজের সেই গতি থামবে না। নতুন সরকারেও আমরা একইভাবে কাজ করে যাব। সময়ের মধ্যে লক্ষ্য পূরণের চেষ্টা করব। আমি 2014 সালে নতুন ছিলাম। এখন অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার সাহায্যে কাজ করতে অনেক সুবিধে হবে।" রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানিয়ে এমনই বার্তা দিলেন মোদি।
রবিবার শপথ নিতে চান, জানালেন মোদি
রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানালেন প্রধানমন্ত্রী । পরে তিনি জানান, তাঁকে রাষ্ট্রপতি এখন 'প্রধানমন্ত্রী ডেজিগনেটেড' হিসেবে সরকারি কাজ চালিয়ে নিয়ে যেতে বলেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথাও বলেছেন। এই প্রসঙ্গেই মোদি জানান, তিনি 9 তারিখ অর্থাৎ রবিবার সন্ধ্যায় শপথ নিতে চান।
সরকার গঠনের দাবি জানালেন মোদি
সরকার গঠনের দাবি জানাতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন নরেন্দ্র মোদি। সংসদীয় রীতি মেনে দেশের প্রথম নাগরিকের কাছে সরকার গঠনের দাবি জানালেন ৷
নাড্ডার বাড়িতে বৈঠকে এনডিএ
কেন্দ্রীয় সরকার গঠনের দাবি জানাতে সন্ধ্যায় রাইসিনা হিলসে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে নিজের বাড়িতে এনডিএ-র শরিকদের নিয়ে বৈঠকে বসলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ।
তৃতীয়বার সরকার গঠনের আগে গুরুর দর্শনে মোদি
- জোট সরকার গড়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সংসদে তাঁকে দলনেতা নির্বাচিত করেছে এনডিএ শরিক দলগুলি ৷ সংসদে বৈঠক শেষে তিনি সোজা চলে গেলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লালকৃষ্ণ আদবানির দিল্লির বাড়িতে ৷ প্রবীণ বিজেপি নেতার সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷রবিবার বিকেলে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি ৷
'একটা গাছ মায়ের নামে' পরিবেশ জন্য নয়া পরিকল্পনা ৷ মায়ের জন্মদিনে একটা করে গাছ লাগান ৷
এই পুরো ভোটে আমরাই সবথেকে বেশি মহিলাদের টিকিট দিয়েছিলাম ৷ এনডিএ’র এই কার্যকাল বড় সিদ্ধান্তের ৷
‘‘আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আগামী 10 বছর এনডিএ সরকার গুড গভর্নন্স, বিকাশের নয়া অধ্য়ায় লিখব, আর আমার ব্যক্তিগত স্বপ্ন বিকশিত ভারতের স্বপ্নকে পূরণ করেই ছাড়ব ৷ সংসদে সমস্ত দলের জনপ্রতিনিধি আমার জন্য সমান ৷’’
‘‘আজ দেশে 22 রাজ্যে সেবা করার জন্য মানুষ এনডিএ’কে বেছে নিয়েছে ৷ তা নিয়ে অবশ্য চর্চা হয় না ৷ আমাদের এই জোট আসলে ভারতের আসল আত্মার প্রতিবিম্ব ৷ দেশের 10 রাজ্য যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংখ্য়া বেশি সেখানে 7 রাজ্যেই এনডিএ সরকার ৷’’
‘‘এনডিএ নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য এক জায়গায় হওয়া কয়েকটি পার্টির সমষ্ঠি নয় ৷ এখানে প্রত্যেকটি দল দেশসেবার ব্রত নিয়ে এসেছে ৷’’
মোদির মুখে একতার কথা
‘‘পারস্পারিক সমঝোতাই আমাদের জোটের বাঁধন ৷’’
সর্বধর্ম সমন্বয়ের কথা মোদির মুখে
‘‘সর্বপন্থ সম্ভা (সকল ধর্ম সমান) নীতিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।’’
তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী
শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে সর্বসম্মতিক্রমে মোদিকে জোটের নেতা নির্বাচিত করেন সাংসদরা ৷ ফলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রশস্ত হল নরেন্দ্র মোদির ৷ বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ পরে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করেন রাজনাথ সিং ৷ যা অনুমোদন করেন অমিত শাহ ৷
এনডিএ সংসদীয় দলের নেতা মোদি
জোটের রাস্তায় হেঁটে তৃতীয়বার এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি ৷ সেন্ট্রাল হলে মোদির নাম প্রস্তাব করেন রাজনাথ সিং ৷
মোদি এনডিএ সাংসদদের নেতা নির্বাচিত হওয়ার পরে, জোটের সিনিয়র সদস্যরা যেমন টিডিপির এন চন্দ্রবাবু নাইডু, জেডি(ইউ)-এর নীতীশ কুমার এবং শিবসেনার একনাথ শিন্ডে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন ।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেবে টিডিপি, চারটি ক্যাবিনেটের দাবি
তেলুগু দেশম পার্টি (টিডিপি) কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দিতে চলেছে । দলীয় সূত্রে জানা গিয়েছে, টিডিপি সদস্যরা কমপক্ষে দু’টি থেকে চারটি পর্যন্ত ক্যাবিনেট পেতে পারেন ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, টিডিও দু’টি ক্যাবিনেট মন্ত্রী পদ এবং দু’টি প্রতিমন্ত্রী পদ পেতে পারে ।
রবিবার মোদির শপথ
রবিবার সন্ধ্যা 6টায় শপথ নেবেন নরেন্দ্র মোদি, জানালেন প্রহ্লাদ যোশী ৷
শুরু হল বৈঠক
সংবিধান সদনে শুরু হল এনডিএ নেতা, ভাবী সাংসদরা ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে...
https://www.etvbharat.com/bn/!videos/nda-parliamentary-party-meeting-live-wbs24060702085
পৌঁছলেন অমিত শাহ
অমিত শাহ, রাজনাথ সিং, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং অন্যান্য এনডিএ নেতারা সংবিধান সদনে (পুরোনো সংসদ) এসেছেন ।
এনডিএ’র বৈঠক
খানিক পরেই শুরু হবে এনডিএ’র বৈঠক ৷ পুরোনো সংসদ ভবনে (সংবিধান সদনে) বৈঠকে বসছেন এনডিএ নেতা, লোকসভায় জয়ী প্রার্থীরা ৷
থাকতে পারেন শুভেন্দুও
সূত্রের খবর, ওই বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷
দিল্লিতে বঙ্গ বিজেপি
বৈঠকে রয়েছেন বঙ্গ বিজেপির জয়ী প্রার্থীরাও ৷ সুকান্ত মজুমদার-সহ 12 জন জয়ী প্রার্থী গতকাল রাতের বিমানেই নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছেন ৷
সংসদ ভবনে এলেন কঙ্গনা
এনডিএ’র বৈঠকে যোগ দিতে সংসদে এলেন মান্ডির জয়ী প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷
ফের চেয়ারের পথে মোদি
সূত্রের খবর, এনডিএ’র ভাবী সাংসদদের পাশাপাশি, জোটের সিনিয়র নেতারা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন ৷ বিজেপি সভাপতি জেপি নাড্ডা মোদীর নেতৃত্বের সমর্থনে একটি প্রস্তাব উত্থাপন করবেন ৷ ভাবী সাংসদরা এটিকে সমর্থন করবেন ।
বৈঠকে এনডিএ’র জয়ী প্রার্থীরা
এনডিএ নতুন সরকার গঠনের দাবি করার আগে, বৈঠকে বসছেন বিজেপি-নেতৃত্বাধীন জোটের জয়ী প্রার্থীরা ৷ সূত্রের খবর, সংসদের সেন্ট্রাল হলে 11টা নাগাদ শুরু হবে ওই বৈঠক ৷ সেখানে সর্বসন্মতিক্রমে নরেন্দ্র মোদিকেই ফের দলনেতা নির্বাচিত করা হবে ৷
মাতশ্রী পৌঁছলেন অভিষেক
সরকার গঠন নিয়ে জল্পনার আবহে শিবসেনার নেতা উদ্ধব ঠাকরের বাড়ি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দিল্লি থেকে সোজা মুম্বইয়ের মাতশ্রীতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
থাকতে পারেন যোগী আদিত্যনাথও
দলীয় সূত্রে খবর, বিজয়ী সাংসদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যের সামগ্রিক ফলাফল এবং আগামীর পথ নির্দেশ নিয়েও আলোচনা হতে পারে দিল্লিতে। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যসভা ও লোকসভার নবনির্বাচিত সাংসদরা। জানা গিয়েছে, আগামিকালের বৈঠকে রাজ্যের বিধানসভার নেতাদেরও ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে যোগী আদিত্যনাথও কাল দিল্লির বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্রে খবর।
কবে শপথ নেবেন চন্দ্রবাবু ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণের পরেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নারা চন্দ্রবাবু নাইডু ৷ আগামী আট অথবা নয় তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর চন্দ্রবাবু নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ।
কঙ্গনাকে 'চড়' মহিলা সিআইএসএফ জওয়ানের !
হেনস্থার শিকার অভিনেত্রী তথা মান্ডির জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে 'চড়' মারার অভিযোগ মহিলা সিআইএসএফের জওয়ানের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে অভিযুক্তের নাম কুলবিন্দর কৌর ৷ ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী ৷ অভিনেত্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিল্লি বিমানবন্দরে ৷ পাশাপাশি অভিযুক্ত মহিলা সিআইএসএফের জওয়ানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
দর কষছে টিডিপি-জেডি(ইউ)
ইতিমধ্যেই এনডিএ শরিকদের সঙ্গে বৈঠক সেরেছেন মোদি-অমিত শাহরা ৷ এনডিএ'র গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি বেশ কিছু শর্ত বিজেপির সামনে রেখেছে বলেও জানা যাচ্ছে ৷ সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডুর তরফে পাঁচ থেকে ছ'জন পূর্ণমন্ত্রী চাওয়া হয়েছে ৷ এমনকী লোকসভার স্পিকার পদও চেয়েছে তেলেগু দেশম পার্টি ৷ সূত্রের খবর, অর্থ-স্বাস্থ্য-সড়ক পরিবহণ, গ্রামোন্নয়ন-এর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চাওয়া হয়েছে টিডিপির তরফে ৷ অন্যদিকে, নীতিশ কুমার তিনটি পূর্ণমন্ত্রীর পাশাপাশি বিহারের জন্য স্পেশাল রাজ্যের তকমা চাওয়া হয়েছে ৷ এই সব দর কষাকষির পরই শপথ নেবেন নরেন্দ্র মোদি ৷
ভোটদানে রেকর্ড
2024 লোকসভা নির্বাচনে 65.79 শতাংশ ভোটদান হয়েছে । 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত সাতটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। দশ লাখেরও বেশি ভোটকেন্দ্রে ভোট পড়েছে । প্রার্থীরা দেশের প্রতিটা কোনে পেরিয়েছেন, ভোটকর্মীরা প্রত্যন্ত গ্রামে পৌঁছেছেন, এবং ভোটাররা প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছেন।
শুভেন্দুর যাওয়া নিয়ে ধোঁয়াশা
সূত্রের খবর, 12 জন জয়ী প্রার্থীর সঙ্গে দিল্লিতে যেতে পারেন শুভেন্দু অধিকারীও ৷
দিল্লিতে তলব রাজ্যের জয়ী প্রার্থীরা
বৃহস্পতিবার রাতেই দিল্লি যাচ্ছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ পশ্চিমবঙ্গের 12 জন জয়ী বিজেপি প্রার্থী ৷ রাজ্য বিজেপি সূত্রে খবর, আজ রাতের মধ্যেই তাঁদের দিল্লি পৌঁছে যেতে বলেছেন শীর্ষ নেতৃত্ব। বিজেপির দুই রাজ্যসভা সাংসদকেও দিল্লিতে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
অখিলেশের বাড়িতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক
ভোটের ফলাফল ঘোষণার পর বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের বৈঠক বসে। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয় ইন্ডিয়া জোট সরকার গঠনের জন্য উদ্যোগী হবে। বিজেপি বিরোধী যে কোনও রাজনৈতিক শক্তি ইন্ডিয়া জোটে অংশগ্রহণ করতে চাইলে তাদের স্বাগত জানানো হবে বলেও খবর। গতকাল রাত পর্যন্ত বৈঠক হওয়ার পর ফের বৃহস্পতিবার দিল্লিতে একাধিক নেতার বাড়িতে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের বৈঠক হয়। এদিন সকালেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বাড়িতে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন। তাদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক বৈঠকও হয়। একইভাবে আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বৈঠক করেছে।
সিপিএমের খবরদারি
দিল্লিতে অখিলেশ যাদবের সঙ্গে অভিষেকের বৈঠক ৷ ইন্ডিয়া জোটে সিপিএমের খবরদারিই এর পিছনে অন্যতম কারণ বলেছে রাজনৈতিক মহলের একাংশ ৷
এনডিএ কোনও শর্ত ছাড়াই মোদির নেতৃত্ব গ্রহণ করেছে: চিরাগ
এলজেপি নেতা চিরাগ পাসওয়ান বৃহস্পতিবার বলেছেন, ‘‘এনডিএ কোনও শর্ত ছাড়াই নরেন্দ্র মোদির নেতৃত্ব মেনে নিয়েছে । আমার প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন । গতকাল সমস্ত এনডিএ নেতারা একটি বৈঠক করেছেন ৷ কেউ অস্বীকার করতে পারবে না যে এনডিএর এই বিজয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিজয় । এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা শুধুমাত্র তাঁর কারণেই ৷’’
চূড়ান্ত সিলমোহরের অপেক্ষা
সূত্রের খবর, এর আগে মোদির শপথের জন্য 8 জুন নির্ধারিত ছিল ৷ সেই তারিখের পরিবর্তন হয়েছে বলেই মনে করা হচ্ছে ৷ যদিও এখনও 9 তারিখ রবিবার শপথের দিন হিসাবে চূড়ান্ত সিলমোহরের অপেক্ষায় রয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন ৷
কর্তব্য পথে শপথ নেবেন মোদি
আগামী 9 তারিখ, বুধবার সন্ধে 6টায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি ! সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লির কর্তব্য পথে শপথ নেবেন নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা ৷
রবিতেই ফের চেয়ারে মোদি
রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গেই শপথ নেবেন জোট শরিক দলের মন্ত্রিসভার সদস্যরা ৷