ETV Bharat / bharat

'যুবকদের জন্য অসংখ্য সুযোগ আনবে এই বাজেট': মোদি, দিশাহীন বলছে বিরোধীরা - BUDGET 2024 LIVE UPDATES

UNION BUDGET 2024
তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 9:55 AM IST

Updated : Jul 23, 2024, 2:57 PM IST

তৃতীয়বার ক্ষমতায় আসার পর পেশ হল মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ৷ সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেইসঙ্গে মোরার্জি দেশাইকে টপকে সর্বাধিক টানা সপ্তমবার বাজেট পেশের নজির গড়লেন তিনি ৷ বাজেটে সস্তা হল মোবাইল, সোনা, রুপো ৷ বিহার-অন্ধ্রপ্রদেশের জন্য ঘোষিত হল বিশেষ আর্থিক প্যাকেজ ৷ ঘোষিত হল নয়া আয়কর স্ল্যাব ৷

LIVE FEED

2:49 PM, 23 Jul 2024 (IST)

সীতারমনের বাজেটের পর মোদির বার্তা

এই বাজেট জনমুখী ৷ যুবকদের জন্য অসংখ্য সুযোগ তৈরি করবে ৷ বাজেট পরবর্তী ভাষণে জানালেন প্রধানমন্ত্রী মোদি ৷

1:30 PM, 23 Jul 2024 (IST)

বাজেট জনমুখী, বললেন জ্যোতিরাদিত্য

"কৃষি থেকে গ্রামোন্নয়ণ, শিক্ষা থেকে স্বাস্থ্য ৷ বাজেটে নজর দেওয়া হয়েছে সবক্ষেত্রে ৷ গত একবছরে ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়েছে 8.2 শতাংশ ৷ যা বিশ্বরেকর্ড ৷" বাজেট ঘোষণার পর বললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷

1:13 PM, 23 Jul 2024 (IST)

'দিশাহীন বাজেট': থারুর

2024 কেন্দ্রীয় বাজেট নিয়ে না-খুশ তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তিনি বলেন, "এই বাজেট দিশাহীন ৷ সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ইস্যুতে বাজেটে কিছু নেই ৷ 100 দিনের কাজ, সাধারণ মানুষের আয় সংক্রান্ত কোনও উল্লেখ নেই সেখানে ৷ একমাত্র ইতিবাচক অ্যাঞ্জেল কর মকুবের বিষয়টি ৷" থারুর জানান, প্রয়াত অরুণ জেটলিকে অনেক বছর আগেই এই কর মকুবের কথা জানিয়েছিলেন তিনি ৷

12:50 PM, 23 Jul 2024 (IST)

সীতারমনের বাজেটের পরই সেনসেক্সে পতন

নির্মলা সীতারমনের বাজেট ঘোষণার পরই সেনসেক্স পড়ল 400 পয়েন্ট ৷ নিফটিও নামল 24,400 পয়েন্টের নীচে ৷

12:36 PM, 23 Jul 2024 (IST)

বেতনভুক কর্মচারীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ল

নয়া আয়কর কাঠামোয় বেতনভুক কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 হাজার থেকে বেড়ে হল 75,000 টাকা ৷

12:33 PM, 23 Jul 2024 (IST)

একনজরে বাজেটে ঘোষিত আয়করের নয়া স্ল্যাব

0-3 লক্ষ : শূন্য

3-7 লক্ষ: 5 শতাংশ

7-10 লক্ষ: 10 শতাংশ

10-12 লক্ষ: 15 শতাংশ

12-15 লক্ষ: 20 শতাংশ

15 লক্ষের উপরে: 30 শতাংশ

12:28 PM, 23 Jul 2024 (IST)

ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি

ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে হল 12.5 শতাংশ ৷

12:23 PM, 23 Jul 2024 (IST)

রাজকোষ ঘাটতি হতে পারে 4.9 শতাংশ

চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতি হতে পারে 4.9 শতাংশ। বাজেটে সেই ঘাটতি ক্রমশ কমানোর কথা জানালেন নির্মলা।

12:17 PM, 23 Jul 2024 (IST)

দাম কমছে সোনা, রুপো, মোবাইলের

কমছে 6 শতাংশ আমদানি শুল্ক ৷ সস্তা হচ্ছে সোনা, রুপো ৷ দাম কমছে প্ল্যাটিনাম এবং মোবাইলেরও ৷

12:11 PM, 23 Jul 2024 (IST)

তিনটি ক্যানসার ওষুধের শুল্ক কর মকুব

ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ তিনটি ওষুধের শুল্ক কর সম্পূর্ণভাবে মকুব ৷ বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর ৷

12:07 PM, 23 Jul 2024 (IST)

পরিকাঠামো উন্নয়নে জোর

চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে 11.11 লক্ষ কোটি টাকা। যা ভারতের জিডিপি-র 3.4 শতাংশ। পরিকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগেও উৎসাহ দেওয়ার কথাও বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর।

12:05 PM, 23 Jul 2024 (IST)

মহিলাদের সম্পত্তি ক্রয়ে ছাড়

স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি ক্রয়ে বিশেষ ছাড়ের ঘোষণা কেন্দ্রের ।

12:01 PM, 23 Jul 2024 (IST)

অসমের বন্যা নিয়ন্ত্রণে বিশেষ ঘোষণা

বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্পের জন্য আসামকে বিশেষ আর্থিক সাহায্য ৷ ঘোষণা বাজেটে ৷ উপকৃত হবে সিকিম-উত্তরাখণ্ডও ৷

11:54 AM, 23 Jul 2024 (IST)

বাজেটে নয়া সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা

প্রধানমন্ত্রীর 'সূর্যঘর' প্রকল্পে 1 কোটি ঘরে মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ৷ ঘোষণা কেন্দ্রীয় বাজেটে ৷

11:48 AM, 23 Jul 2024 (IST)

যুবদের ইন্টার্নশিপ প্রকল্পের ঘোষণা

1 কোটি যুবক-যুবতীদের জন্য দেশের 500টি সংস্থায় ইন্টার্নশিপ প্রকল্পের ঘোষণা 2024 কেন্দ্রীয় বাজেটে ৷

11:39 AM, 23 Jul 2024 (IST)

অন্ধ্রের জন্য বাড়তি ঘোষণা

অন্ধ্রপ্রদেশের উন্নয়নে চলতি অর্থবর্ষে অতিরিক্ত 15,000 কোটি টাকার ঘোষণা বাজেটে

11:35 AM, 23 Jul 2024 (IST)

বিহারের জন্য বিশেষ ঘোষণা বাজেটে

বিহারের জন্য বাজেট ঘোষণায় বাড়তি কী থাকে, নজর ছিল সেদিকে ৷ সড়ক যোজনা খাতে 26,000 কোটি এবং বিদ্যুৎ খাতে 21,000 কোটি টাকার ঘোষণা বাজেটে ৷

11:32 AM, 23 Jul 2024 (IST)

গ্রামোন্নয়নে বরাদ্দ 2.66 লক্ষ কোটি

গ্রামোন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ হল 2.66 লক্ষ কোটি টাকা ৷ মহিলাদের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ 3 লক্ষ কোটিরও বেশি ৷

11:29 AM, 23 Jul 2024 (IST)

পূর্বের চার রাজ্যে বিশেষ নজর

পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ নজর কেন্দ্রের ৷ বাজেট ঘোষণায় জানালেন নির্মলা ৷

11:26 AM, 23 Jul 2024 (IST)

উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের ঋণ

উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে (দেশীয় প্রতিষ্ঠান) ৷ বাজেট ঘোষণায় বললেন নির্মলা সীতারমন ৷

11:24 AM, 23 Jul 2024 (IST)

কৃষিখাতে বরাদ্দ

কৃষিখাতে 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর ৷

11:23 AM, 23 Jul 2024 (IST)

প্রভিডেন্ট ফান্ডে বিশেষ সুবিধা

প্রথম যাঁরা কাজের বাজারে ঢুকছেন, প্রভিডেন্ট ফান্ডে তাঁদের এক মাসের বেতন দেওয়া হবে।

11:20 AM, 23 Jul 2024 (IST)

দু'বছরে ন্যাচরাল ফার্মিংয়ে 1 কোটি

গত দু'বছরে এক কোটি কৃষক ন্যাচরাল ফার্মিংয়ে এসেছেন, বাজেট ঘোষণায় বললেন সীতারমন ৷

11:16 AM, 23 Jul 2024 (IST)

9টি বিষয়ে জোর

কৃষির উৎপাদনশীলতা, কর্মসংস্থান-সহ 9টি বিষয়ে বাড়তি নজর 2024 পূর্ণাঙ্গ বাজেটে ৷

11:13 AM, 23 Jul 2024 (IST)

ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ব্যতিক্রমী: সীতারমন

আন্তর্জাতিক নানা ডামাডোলের মধ্যেও ভারতে অর্থনীতির যে গতিতে শ্রীবৃদ্ধি হচ্ছে, তা স্থিতিশীল ৷ বাজেট ঘোষণায় বললেন সীতারমন

11:05 AM, 23 Jul 2024 (IST)

বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

মোরার্জি দেশাইয়ের রেকর্ড ভেঙে বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন ৷ শুরুতে তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য মোদি সরকারকে অভিনন্দন অর্থমন্ত্রীর ৷

10:59 AM, 23 Jul 2024 (IST)

বাজেট নিয়ে প্রত্যাশা নেই, বললেন তৃণমূল সাংসদ

"এই সরকারের থেকে কোনও প্রত্যাশা নেই ৷ না তো তাঁরা সরকার চালাতে সক্ষম, না তো সাধারণ মানুষের দুঃখ বুঝতে ৷" বাজেট পেশের আগে সংসদে বললেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ৷

10:55 AM, 23 Jul 2024 (IST)

সংসদে পৌঁছলেন রাহুল গান্ধি

নির্মলা সীতারমনের বাজেট পেশের আগে সংসদে পৌঁছে গেলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

10:49 AM, 23 Jul 2024 (IST)

ক্যাবিনেট বৈঠকে বাজেটের অনুমোদন

পেশের আগে সংসদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে অনুমোদন পেল নির্মলা সীতারমনের বাজেট ৷ উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংরা ৷

10:41 AM, 23 Jul 2024 (IST)

সিল্কের শাড়িতে সীতারমন

বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বেশভূষায় বাড়তি নজর থাকে প্রত্যেকবারই ৷ অন্যথা নয় এবারও ৷ ম্যাগেন্টা বর্ডারে সাদা সিল্কের শাড়িতে এবার নজর কাড়লেন অর্থমন্ত্রী ৷

BUDGET 2024
সীতারমনকে মিষ্টিমুখ রাষ্ট্রপতি মুর্মুর (রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-এক্স হ্যান্ডেল)

10:36 AM, 23 Jul 2024 (IST)

বাজেট পেশের আগে ক্যাবিনেট বৈঠক

নির্মলা সীতারমনের বাজেট পেশের আগে সংসদে নরেন্দ্র মোদির নেতৃত্বে শুরু কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ৷

10:29 AM, 23 Jul 2024 (IST)

সংসদ চত্বরে বিক্ষোভ আপ সাংসদদের

সীতারমনের বাজেট পেশের আগে সংসদ চত্বরে বিক্ষোভে আপ সাংসদরা ৷ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদ সঞ্জয় সিং, রাঘব চাড্ডাদের ৷

10:21 AM, 23 Jul 2024 (IST)

বিকশিত ভারতের লক্ষ্যেই বাজেট: সিন্ধিয়া

"আশা করব বিকশিত ভারতের যে লক্ষ্য, এই বাজেট তার ভিত্তি হবে ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরেই সংসদে পৌঁছে বললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷

10:13 AM, 23 Jul 2024 (IST)

সীতারমনকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

সংসদে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি এবং অর্থমন্ত্রকের সিনিয়র আধিকারিকরা ৷ সকলকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ৷ সাক্ষাতের মুহূর্ত সোশাল মিডিয়ায় পোস্ট করলেন দ্রৌপদী মুর্মু ৷

10:08 AM, 23 Jul 2024 (IST)

সংসদে প্রবেশ করলেন অমিত-রাজনাথ

নির্মলা সীতারমনের বাজেট পেশের আগে সংসদে প্রবেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সংসদে পৌঁছে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ৷

10:01 AM, 23 Jul 2024 (IST)

সংসদে পৌঁছলেন অর্থমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সংসদে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

9:47 AM, 23 Jul 2024 (IST)

রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী

সংসদে প্রবেশের আগে রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সাক্ষাৎ করবেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে ৷

তৃতীয়বার ক্ষমতায় আসার পর পেশ হল মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ৷ সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেইসঙ্গে মোরার্জি দেশাইকে টপকে সর্বাধিক টানা সপ্তমবার বাজেট পেশের নজির গড়লেন তিনি ৷ বাজেটে সস্তা হল মোবাইল, সোনা, রুপো ৷ বিহার-অন্ধ্রপ্রদেশের জন্য ঘোষিত হল বিশেষ আর্থিক প্যাকেজ ৷ ঘোষিত হল নয়া আয়কর স্ল্যাব ৷

LIVE FEED

2:49 PM, 23 Jul 2024 (IST)

সীতারমনের বাজেটের পর মোদির বার্তা

এই বাজেট জনমুখী ৷ যুবকদের জন্য অসংখ্য সুযোগ তৈরি করবে ৷ বাজেট পরবর্তী ভাষণে জানালেন প্রধানমন্ত্রী মোদি ৷

1:30 PM, 23 Jul 2024 (IST)

বাজেট জনমুখী, বললেন জ্যোতিরাদিত্য

"কৃষি থেকে গ্রামোন্নয়ণ, শিক্ষা থেকে স্বাস্থ্য ৷ বাজেটে নজর দেওয়া হয়েছে সবক্ষেত্রে ৷ গত একবছরে ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়েছে 8.2 শতাংশ ৷ যা বিশ্বরেকর্ড ৷" বাজেট ঘোষণার পর বললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷

1:13 PM, 23 Jul 2024 (IST)

'দিশাহীন বাজেট': থারুর

2024 কেন্দ্রীয় বাজেট নিয়ে না-খুশ তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তিনি বলেন, "এই বাজেট দিশাহীন ৷ সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ইস্যুতে বাজেটে কিছু নেই ৷ 100 দিনের কাজ, সাধারণ মানুষের আয় সংক্রান্ত কোনও উল্লেখ নেই সেখানে ৷ একমাত্র ইতিবাচক অ্যাঞ্জেল কর মকুবের বিষয়টি ৷" থারুর জানান, প্রয়াত অরুণ জেটলিকে অনেক বছর আগেই এই কর মকুবের কথা জানিয়েছিলেন তিনি ৷

12:50 PM, 23 Jul 2024 (IST)

সীতারমনের বাজেটের পরই সেনসেক্সে পতন

নির্মলা সীতারমনের বাজেট ঘোষণার পরই সেনসেক্স পড়ল 400 পয়েন্ট ৷ নিফটিও নামল 24,400 পয়েন্টের নীচে ৷

12:36 PM, 23 Jul 2024 (IST)

বেতনভুক কর্মচারীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ল

নয়া আয়কর কাঠামোয় বেতনভুক কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 হাজার থেকে বেড়ে হল 75,000 টাকা ৷

12:33 PM, 23 Jul 2024 (IST)

একনজরে বাজেটে ঘোষিত আয়করের নয়া স্ল্যাব

0-3 লক্ষ : শূন্য

3-7 লক্ষ: 5 শতাংশ

7-10 লক্ষ: 10 শতাংশ

10-12 লক্ষ: 15 শতাংশ

12-15 লক্ষ: 20 শতাংশ

15 লক্ষের উপরে: 30 শতাংশ

12:28 PM, 23 Jul 2024 (IST)

ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি

ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে হল 12.5 শতাংশ ৷

12:23 PM, 23 Jul 2024 (IST)

রাজকোষ ঘাটতি হতে পারে 4.9 শতাংশ

চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতি হতে পারে 4.9 শতাংশ। বাজেটে সেই ঘাটতি ক্রমশ কমানোর কথা জানালেন নির্মলা।

12:17 PM, 23 Jul 2024 (IST)

দাম কমছে সোনা, রুপো, মোবাইলের

কমছে 6 শতাংশ আমদানি শুল্ক ৷ সস্তা হচ্ছে সোনা, রুপো ৷ দাম কমছে প্ল্যাটিনাম এবং মোবাইলেরও ৷

12:11 PM, 23 Jul 2024 (IST)

তিনটি ক্যানসার ওষুধের শুল্ক কর মকুব

ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ তিনটি ওষুধের শুল্ক কর সম্পূর্ণভাবে মকুব ৷ বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর ৷

12:07 PM, 23 Jul 2024 (IST)

পরিকাঠামো উন্নয়নে জোর

চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে 11.11 লক্ষ কোটি টাকা। যা ভারতের জিডিপি-র 3.4 শতাংশ। পরিকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগেও উৎসাহ দেওয়ার কথাও বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর।

12:05 PM, 23 Jul 2024 (IST)

মহিলাদের সম্পত্তি ক্রয়ে ছাড়

স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি ক্রয়ে বিশেষ ছাড়ের ঘোষণা কেন্দ্রের ।

12:01 PM, 23 Jul 2024 (IST)

অসমের বন্যা নিয়ন্ত্রণে বিশেষ ঘোষণা

বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্পের জন্য আসামকে বিশেষ আর্থিক সাহায্য ৷ ঘোষণা বাজেটে ৷ উপকৃত হবে সিকিম-উত্তরাখণ্ডও ৷

11:54 AM, 23 Jul 2024 (IST)

বাজেটে নয়া সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা

প্রধানমন্ত্রীর 'সূর্যঘর' প্রকল্পে 1 কোটি ঘরে মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ৷ ঘোষণা কেন্দ্রীয় বাজেটে ৷

11:48 AM, 23 Jul 2024 (IST)

যুবদের ইন্টার্নশিপ প্রকল্পের ঘোষণা

1 কোটি যুবক-যুবতীদের জন্য দেশের 500টি সংস্থায় ইন্টার্নশিপ প্রকল্পের ঘোষণা 2024 কেন্দ্রীয় বাজেটে ৷

11:39 AM, 23 Jul 2024 (IST)

অন্ধ্রের জন্য বাড়তি ঘোষণা

অন্ধ্রপ্রদেশের উন্নয়নে চলতি অর্থবর্ষে অতিরিক্ত 15,000 কোটি টাকার ঘোষণা বাজেটে

11:35 AM, 23 Jul 2024 (IST)

বিহারের জন্য বিশেষ ঘোষণা বাজেটে

বিহারের জন্য বাজেট ঘোষণায় বাড়তি কী থাকে, নজর ছিল সেদিকে ৷ সড়ক যোজনা খাতে 26,000 কোটি এবং বিদ্যুৎ খাতে 21,000 কোটি টাকার ঘোষণা বাজেটে ৷

11:32 AM, 23 Jul 2024 (IST)

গ্রামোন্নয়নে বরাদ্দ 2.66 লক্ষ কোটি

গ্রামোন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ হল 2.66 লক্ষ কোটি টাকা ৷ মহিলাদের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ 3 লক্ষ কোটিরও বেশি ৷

11:29 AM, 23 Jul 2024 (IST)

পূর্বের চার রাজ্যে বিশেষ নজর

পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ নজর কেন্দ্রের ৷ বাজেট ঘোষণায় জানালেন নির্মলা ৷

11:26 AM, 23 Jul 2024 (IST)

উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের ঋণ

উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে (দেশীয় প্রতিষ্ঠান) ৷ বাজেট ঘোষণায় বললেন নির্মলা সীতারমন ৷

11:24 AM, 23 Jul 2024 (IST)

কৃষিখাতে বরাদ্দ

কৃষিখাতে 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর ৷

11:23 AM, 23 Jul 2024 (IST)

প্রভিডেন্ট ফান্ডে বিশেষ সুবিধা

প্রথম যাঁরা কাজের বাজারে ঢুকছেন, প্রভিডেন্ট ফান্ডে তাঁদের এক মাসের বেতন দেওয়া হবে।

11:20 AM, 23 Jul 2024 (IST)

দু'বছরে ন্যাচরাল ফার্মিংয়ে 1 কোটি

গত দু'বছরে এক কোটি কৃষক ন্যাচরাল ফার্মিংয়ে এসেছেন, বাজেট ঘোষণায় বললেন সীতারমন ৷

11:16 AM, 23 Jul 2024 (IST)

9টি বিষয়ে জোর

কৃষির উৎপাদনশীলতা, কর্মসংস্থান-সহ 9টি বিষয়ে বাড়তি নজর 2024 পূর্ণাঙ্গ বাজেটে ৷

11:13 AM, 23 Jul 2024 (IST)

ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ব্যতিক্রমী: সীতারমন

আন্তর্জাতিক নানা ডামাডোলের মধ্যেও ভারতে অর্থনীতির যে গতিতে শ্রীবৃদ্ধি হচ্ছে, তা স্থিতিশীল ৷ বাজেট ঘোষণায় বললেন সীতারমন

11:05 AM, 23 Jul 2024 (IST)

বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

মোরার্জি দেশাইয়ের রেকর্ড ভেঙে বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন ৷ শুরুতে তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য মোদি সরকারকে অভিনন্দন অর্থমন্ত্রীর ৷

10:59 AM, 23 Jul 2024 (IST)

বাজেট নিয়ে প্রত্যাশা নেই, বললেন তৃণমূল সাংসদ

"এই সরকারের থেকে কোনও প্রত্যাশা নেই ৷ না তো তাঁরা সরকার চালাতে সক্ষম, না তো সাধারণ মানুষের দুঃখ বুঝতে ৷" বাজেট পেশের আগে সংসদে বললেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ৷

10:55 AM, 23 Jul 2024 (IST)

সংসদে পৌঁছলেন রাহুল গান্ধি

নির্মলা সীতারমনের বাজেট পেশের আগে সংসদে পৌঁছে গেলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

10:49 AM, 23 Jul 2024 (IST)

ক্যাবিনেট বৈঠকে বাজেটের অনুমোদন

পেশের আগে সংসদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে অনুমোদন পেল নির্মলা সীতারমনের বাজেট ৷ উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংরা ৷

10:41 AM, 23 Jul 2024 (IST)

সিল্কের শাড়িতে সীতারমন

বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বেশভূষায় বাড়তি নজর থাকে প্রত্যেকবারই ৷ অন্যথা নয় এবারও ৷ ম্যাগেন্টা বর্ডারে সাদা সিল্কের শাড়িতে এবার নজর কাড়লেন অর্থমন্ত্রী ৷

BUDGET 2024
সীতারমনকে মিষ্টিমুখ রাষ্ট্রপতি মুর্মুর (রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-এক্স হ্যান্ডেল)

10:36 AM, 23 Jul 2024 (IST)

বাজেট পেশের আগে ক্যাবিনেট বৈঠক

নির্মলা সীতারমনের বাজেট পেশের আগে সংসদে নরেন্দ্র মোদির নেতৃত্বে শুরু কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ৷

10:29 AM, 23 Jul 2024 (IST)

সংসদ চত্বরে বিক্ষোভ আপ সাংসদদের

সীতারমনের বাজেট পেশের আগে সংসদ চত্বরে বিক্ষোভে আপ সাংসদরা ৷ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রতিবাদ সঞ্জয় সিং, রাঘব চাড্ডাদের ৷

10:21 AM, 23 Jul 2024 (IST)

বিকশিত ভারতের লক্ষ্যেই বাজেট: সিন্ধিয়া

"আশা করব বিকশিত ভারতের যে লক্ষ্য, এই বাজেট তার ভিত্তি হবে ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরেই সংসদে পৌঁছে বললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷

10:13 AM, 23 Jul 2024 (IST)

সীতারমনকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

সংসদে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি এবং অর্থমন্ত্রকের সিনিয়র আধিকারিকরা ৷ সকলকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ৷ সাক্ষাতের মুহূর্ত সোশাল মিডিয়ায় পোস্ট করলেন দ্রৌপদী মুর্মু ৷

10:08 AM, 23 Jul 2024 (IST)

সংসদে প্রবেশ করলেন অমিত-রাজনাথ

নির্মলা সীতারমনের বাজেট পেশের আগে সংসদে প্রবেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সংসদে পৌঁছে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ৷

10:01 AM, 23 Jul 2024 (IST)

সংসদে পৌঁছলেন অর্থমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সংসদে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

9:47 AM, 23 Jul 2024 (IST)

রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী

সংসদে প্রবেশের আগে রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সাক্ষাৎ করবেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে ৷

Last Updated : Jul 23, 2024, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.