মহারাষ্ট্রের ফলাফল আমাদের 'এক হ্যায় তো সেফ হ্যায়' বক্তব্যের মর্মার্থ বুঝিয়েছে। মারাঠা ভূমের ফলাফলের প্রতিক্রিয়া মোদির ।
'এক হ্যায় তো সেফ হ্যায়'র পক্ষে সওয়াল করলেন মোদি, ঝাড়খণ্ডে বড় জয় হেমন্তদের - ASSEMBLY ELECTION 2024
Published : Nov 23, 2024, 8:14 AM IST
|Updated : Nov 23, 2024, 11:05 PM IST
মহারাষ্ট্রে 288 বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে 20 নভেম্বর এক দফায় ৷ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়তে লাগবে 145টি আসন ৷ সারা দেশের নজর এই মারাঠাভূমে বিধানসভার ফলাফলের দিকে ৷ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মহাযুতি ও এমভিএ জোটের মধ্যে যে জোটই জয়ী হোক না কেন- তেমন উল্লেখযোগ্য ফারাক থাকবে না ৷ সমীক্ষা যদি সত্যি হয়, তাহলে কোন জোটের কাছেই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না ৷ ফলে ফের মহা-গোলমালের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ এ রাজ্যে অবশ্য তা নতুন কোনও ঘটনা নয় ৷ 2019 সালে মহারাষ্ট্র বিধানসভা ভোটে অবিভক্ত শিবসেনা ও বিজেপি'র জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল । কিন্তু তারপর অনেক জল গড়িয়েছে ৷
অন্যদিকে, ঝাড়খণ্ড বিধানসভায় 81 আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 42টি । 2019 বিধানসভা ভোটে প্রায় সাড়ে 35 শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল জেএনএম-কংগ্রেস-আরজেডি'র ‘মহাগঠবন্ধন’ । মুখ্যমন্ত্রী হয়েছিলেন জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন । এবারও তিন দল একসঙ্গে লড়ই করছে । সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)। ঝাড়খণ্ডের রাজনীতিতে সাঁওতাল পরগনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় ৷ যে দলই ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, সেক্ষেত্রে এই সাঁওতাল পরগনার সমর্থন খুব জরুরি ৷ ঝাড়খণ্ডের ভবিষ্যৎ নির্ধারণে 81টি আসনের মধ্যে সাঁওতাল অধ্যুষিত 18টি আসনের অবদান উল্লেখযোগ্য ৷
মহারাষ্ট্র ও ঝড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি সারা দেশের নজর ওয়েনাড় লোকসভা আসনের উপনির্বাচনের দিকে ৷ কারণ রাহুল গান্ধির ছেড়ে দেওয়া আসেনে কংগ্রেস প্রার্থী তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷ যিনি প্রথমবার কোনও নির্বাচনে অংশ নিয়েছেন ৷ কংগ্রেস শিবির প্রিয়াঙ্কার জয়ের ব্যাপারে আশাবাদী।
LIVE FEED
মোদির 'এক হ্যায় তো সেফ হ্যায়' বার্তা
বিজেপি সদর দফতরে পৌঁছলেন মোদি
মহারাষ্ট্রে বড় জয় পেয়েছে এনডিএ । তাছাড়া দেশেকর বিভিন্ন প্রান্তে হওয়া উপনির্বাচনেও ভালো ফল হয়েছে বিজেপির । এরপরই জানা যায় দিল্লিতে দলের সদর দফতর থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহারাষ্ট্রে উন্নয়ন-সুশাসনের জয়: প্রধানমন্ত্রী
মহারাষ্ট্রে এনডিএ-র জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "উন্নয়নের জয় ৷ সুশাসনের জয় ৷ একজোট হয়ে থাকলে আমরা আর উন্নতি করব ৷ আমাদের পাশে থাকার জন্য মহারাষ্ট্রের ভাইবোনেদের ধন্যবাদ ৷ বিশেষ করে যুব ও মহিলারা আমাদের পক্ষে ভোট দিয়েছেন ৷ তাঁদের ধন্যবাদ ৷ "
মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জটিলতা নেই: ফড়নবিশ
মহারাষ্ট্রের নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনও জটিলতা নেই ৷ জোটের নেতাদের পাশে বসে এমনই দাবি করলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ তিনি জানান বিরোধীরা শুরু থেকে অপপ্রচার করে আসছিল ৷ বলছিল, শাসক শিবিরে মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে টানাপোড়েন আছে ৷ কিন্তু সেই বক্তব্য ঠিক নয় ৷ তাঁর কথায়, "আমাদের মধ্যে মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কোনও বিরোধ নেই ৷ তিনটি দলের নেতারা আলোচনা করে নেতার নাম ঠিক করে নেবেন ৷ "
জিতলেন হেমন্ত-কল্পনা
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে জিতলেন জেএমএম প্রধান হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেন ৷
ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠ জেএমএম
ঝাড়খণ্ডে একাই সংখ্যাগোরিষ্ঠ হল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা ৷ জয় এবং এগিয়ে থাকার নিরিখে 42টি আসন দখল করেছে হেমন্ত সোরেনের দল ৷
বঙাইগাঁও আসনে জিতল অসম গণ পরিষদ
অসমের বঙাইগাঁও আসনে জিতল বিজেপির শরিকদল অসম গণ পরিষদ ৷
ছত্তিশগড়ে বিজেপির দাপট
ছত্তিশগড়ের রায়পুর দক্ষিণ আসন থেকে জিতেছেন বিজেপি প্রার্থী সুনীল সোনি ৷ বছর খানেক আগে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হয় ৷ তাতে কংগ্রেসের হাত থেকে রাজ্য ছিনিয়ে নেয় বিজেপি ৷ এবার এই রায়পুর দক্ষিণ কেন্দ্র থেকেও জিতলেন বিজেপি প্রার্থী ৷
রাজস্থানে বড় জয় বিজেপির
রাজস্থানে সাতটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে ৷ তাতে পাঁচটি আসনে জিতেছে বিজেপি ৷ কংগ্রেস এবং ভারত আদিবাসী পার্টি জিতেছে একটি করে আসনে ৷
জিতলেন আদিত্য ঠাকরে
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ মুম্বইয়ের অভিজাত ওরলি বিধানসভা কেন্দ্র থেকে জিতলেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ৷
4 লাখেরও বেশি ভোটে জয় প্রিয়াঙ্কার
ওয়নাড় লোকসভা কেন্দ্র থেকে বিরাট জয় পেলন প্রিয়াঙ্কা গান্ধি ৷ দাদা রাহুলকে পিছেন ফেলে কেরলের এই কেন্দ্র থেকে 4 লাখেরও বেশি ভোটে জিতে প্রথমবার লোকসভার সদস্য হচ্ছেন প্রিয়াঙ্কা
সরকার কী পারে আমরা করে দেখিয়েছি, প্রতিক্রিয়া শিন্ডের
জয় কার্যত নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তিনি বলেন, "আমরা দেখিয়েছি সরকার চাইলে কী করতে পারে ৷ কৃষক থেকে শুরু করে মহিলা-সকলের জন্য আমাদের সরকার কাজ করেছে ৷ গত আড়াই বছর ধরে ডবল ইঞ্জিনের সরকার চলেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই বারবার আমাদের রাজ্যে এসেছেন ৷ উন্নয়নের কাজে প্রচুর সাহায্য করেছেন ৷ আমরা সাবাই জানি মহারাষ্ট্র বড় রাজ্য ৷ এখানে এই বিপুল ভোটে জেতা আমাদের সকলের কাছেই একটা বিরাট উপলব্ধি ৷ বিধানসভার অধিবেশনেই আমি বলেছিলাম, আমাদের জোট 200-র বেশি আসন পাবে ৷ আর সেটাই হল ৷ আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করেছি ৷ দেবেন্দ্র ফড়নবিশ অজিত দাদা সবাই আমরা একসঙ্গে কাজ করেছি ৷ সবাইকে ধন্যবাদ ৷"
রাহুলকে ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা
এগিয়ে থাকার নিরিখে দাদা রাহুলকেও ছাপিয়ে গেলেন বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে 3 লাখ 68 হাজার 319 ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা ৷
যোগী-স্মরণ ফড়নবিশের
ফলাফলে এগিয়ে থাকার মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের সংলাপ স্মরণ করলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে যোগী বলেছিলেন, 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' ৷ রাজনৈতিক মহলের মতে হিন্দুদের এক থাকার বার্তা দিয়েছেন যোগী ৷ এবার যোগীকে স্মরণ করলেন ফড়নবিশ ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'একসঙ্গে থাকলেই নিরাপদে থাকা যায় ৷ মোদি থাকলে সব সম্ভব'
অসমের বিজেপির বড় জয়
অসম বিধানসভার বিহালি কেন্দ্র থেকে উপনির্বাচনে কংগ্রেসকে বড় ব্যবধানে হারালেন বিজেপি প্রার্থী ৷
শাহি ফোনালাপ
সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি হতেই আসরে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ফোনে কথা বলেছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷
সরকার গড়ার প্রস্তুতি বিজেপির
ভোটে অনেকটাই এগিয়ে আছে মহাযুতি ৷ আর এখন থেকেই সরকার গড়ার প্রস্তুতি শুরু করে দিল বিজেপি ৷ একটি সূত্রে জানা গিয়েছে 25 তারিখ মানে সোমবার দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির ৷
উন্নয়নে আস্থা রেখেছে ঝাড়খণ্ড, প্রতিক্রিয়া কল্পনার
উন্নয়নে আস্থা রেখেছেন ঝাড়াখণ্ডের ভোটাররা ৷ নির্বাচনে ইন্ডিয়া শিবির এগিয়ে থাকাকালীন সংবাদসংস্থা এএনআইকে এমনই জানালেন হেমন্ত সোরনের স্ত্রী কল্পনা সোরেন ৷ পাশাপাশি তিনি জানান, সকলেই 23 নভেম্বরের দিকে তাকিয়ে ছিলেন ৷ এখন ফলাফল প্রকাশিত হচ্ছে ৷ তাঁর আশা আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফল পরিস্কার হয়ে যাবে ৷
অনুশক্তিনগরে এগিয়ে ফায়াদ
মহারাষ্ট্রের অনুশক্তিনগর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী তথা সপা প্রার্থী ফায়াদ আহমেদ ৷
রায়পুর দক্ষিণে এগিয়ে বিজেপি
অষ্টম রাউন্ডের গণনা শেষে ছত্তিশগড়ের রায়পুর দক্ষিণ আসন থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সুনীল সোনি ৷ কংগ্রেস প্রার্থীর থেকে 14376 ভোটে এগিয়ে আছেন তিনি ৷
শিন্ডের বাসভবনে ফুল
ভোটে অনেকটা এগিয়ে থাকার খবর সামনে আসতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাসভবনে আসতে শুরু করেছে ফুল ৷ সকাল থেকেই বাড়ির আশপাশে ভিড় করেছেন শিন্ডে-সমর্থকরা ৷
আড়াই লাখে এগিয়ে প্রিয়াঙ্কা
সময় যত এগোচ্ছে ততই নিজের ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন প্রিয়াঙ্কা ৷ আপাতত 2 লাখ 56 হাজার 346টি ভোটে এগিয়ে রাজীব-তনয়া ৷
ওরলিতে এগিয়ে আদিত্য, বারামতীতে অজিত
দক্ষিণ মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে আছেন উদ্বব ঠাকরের পুত্র আদিত্য় ঠাকরে ৷ পাশাপাশি নিজের কেন্দ্র বারামতীতে এগিয়ে অজিত পাওয়ার ৷ এগিয়ে রয়েছন শাসক শিবিরের বান্দ্রা পূর্ব কেন্দ্রের প্রার্থী জিশান সিদ্দিকী ৷
প্রিয়াঙ্কা এগিয়ে 1 লাখ 67 হাজার 539টি ভোটে
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধি মোট 1 লাখ 67 হাজার 539টি ভোটে এগিয়ে আছেন ৷ আরও 5 লাখ ভোট গোনা বাকি আছে বলে জানা গিয়েছে ৷
নির্বাচনে বেনিয়মে হয়েছে দাবি সঞ্জয়ের
উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের অভিযোগ নির্বাচনে দুর্নীতির আশ্রয় নিয়েছে বিজেপি ৷ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা এই ফল করেছে ৷ এটা মানুষের মতামতের প্রতিফলন হতেই পারে না ৷ আমাদের রাজ্যের মানুষ অসৎ নয় ৷ নির্বাচনে টাকার খেলা হয়েছে ৷ ভোটের ফল পুরো প্রকাশিত হওয়ার পর আমাদের যা করার সেটা করব ৷ পরে দেখা যেতে পারে শিন্ডের শিবসেনা পেয়েছে 60টি আসন ৷ অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে 40টি আসন ৷ আর বিজেপি পেয়েছে 125টি আসন ৷ তখন কী হয় সেটা দেখার ৷
কর্ণাটকে এগিয়ে কংগ্রেস
কর্ণাটকের তিনটি বিধানসভার উপনির্বাচনেই এগিয়ে কংগ্রেস ৷ কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর পুত্র নিখিল কুমারস্বামীর বিপক্ষে প্রায় দু'হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সিপি যোগেশ্বর ৷
ছত্তিশগড়ে এগিয়ে বিজেপি
ছত্তিশগড় বিধানসভার উপনির্বাচনে এগিয়ে আছে বিজেপি ৷ চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী প্রায় 5 হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন বলে জানা গিয়েছে ৷
অসমে এগিয়ে এনডিএ
অসমে 5টি আসনেই এগিয়ে আছে এনডিএ ৷
মহারাষ্ট্রে অনেক এগিয়ে এনডিএ
এগিয়ে থাকার নিরিখে যাদুসংখ্যা ছাপিয়ে গেল মহাযুতি ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এখন 171টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ শিবির ৷ বিরোধীদের মহাবিকাশ আঘাড়ী এগিয়ে রয়েছে 47টি আসনে ৷
ঝাড়খণ্ডে এগোচ্ছে ইন্ডিয়া
ঝাড়খণ্ডে রদবলের ইঙ্গিত? 29 আসনে এগিয়ে আছে ইন্ডিয়া শিবির৷ এর মধ্যে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এগিয়ে আছে 13টি আসনে ৷ কংগ্রেস এগিয়ে 9টি আসনে ৷ আরজেজি এগিয়ে 4টি আসনে ৷ সিপিআইএম (এল) এগিয়ে 3টি আসনে ৷ খানিকটা পিছিয়ে এনডিএ ৷
ব্যবধান বাড়ছে প্রিয়াঙ্কার
তৃতীয় রাউন্ডের গণনা চলাকালীন 57,144 ভোটে এগিয়ে যান প্রিয়াঙ্কা ৷ রাউন্ড শেষে দেখা যায় তিনি 83179 ভোটে এগিয়ে ৷
ওয়েনাড়ে প্রিয়াঙ্কা-ঝড়
দ্বিতীয় রাউন্ডের গণনা চলাকালীন 46 হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেলেন প্রিয়াঙ্কা ৷
প্রথম রাউন্ডের শেষে মহারাষ্ট্রে এগিয়ে মহাযুতি
প্রথম রাউন্ডের শেষে মহাযুতি এগিয়ে 31টি আসেনে ৷ আর মহাবিকাশ আগাড়ী 18টি আসনে এগিয়ে ৷ ওরলি আসনে এগিয়ে আদিত্য ঠাকরে ৷ নাগপুর দক্ষিণে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশ ৷ কোপরি-পাঁচপাকাডি আসনে এগিয়ে একনাথ শিন্ডে ৷ বারামতি আসনে এগিয়ে অজিত পাওয়ার ৷ সাকোলি আসনে পিছিয়ে নানা পাটোলে (রাজ্য কংগ্রেস সভাপতি)
ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধি
ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে এগিয়ে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধি ৷ প্রথম রাউন্ড গণনার শেষে প্রিয়াঙ্কা 7011 ভোটে এগিয়ে ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী (এলডিএফ) সত্যান মকেরিকে এবং বিজেপি প্রার্থী নব্যা হরিদাস ৷
মহারাষ্ট্রে 288 বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে 20 নভেম্বর এক দফায় ৷ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়তে লাগবে 145টি আসন ৷ সারা দেশের নজর এই মারাঠাভূমে বিধানসভার ফলাফলের দিকে ৷ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মহাযুতি ও এমভিএ জোটের মধ্যে যে জোটই জয়ী হোক না কেন- তেমন উল্লেখযোগ্য ফারাক থাকবে না ৷ সমীক্ষা যদি সত্যি হয়, তাহলে কোন জোটের কাছেই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না ৷ ফলে ফের মহা-গোলমালের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ এ রাজ্যে অবশ্য তা নতুন কোনও ঘটনা নয় ৷ 2019 সালে মহারাষ্ট্র বিধানসভা ভোটে অবিভক্ত শিবসেনা ও বিজেপি'র জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল । কিন্তু তারপর অনেক জল গড়িয়েছে ৷
অন্যদিকে, ঝাড়খণ্ড বিধানসভায় 81 আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 42টি । 2019 বিধানসভা ভোটে প্রায় সাড়ে 35 শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল জেএনএম-কংগ্রেস-আরজেডি'র ‘মহাগঠবন্ধন’ । মুখ্যমন্ত্রী হয়েছিলেন জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন । এবারও তিন দল একসঙ্গে লড়ই করছে । সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)। ঝাড়খণ্ডের রাজনীতিতে সাঁওতাল পরগনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় ৷ যে দলই ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, সেক্ষেত্রে এই সাঁওতাল পরগনার সমর্থন খুব জরুরি ৷ ঝাড়খণ্ডের ভবিষ্যৎ নির্ধারণে 81টি আসনের মধ্যে সাঁওতাল অধ্যুষিত 18টি আসনের অবদান উল্লেখযোগ্য ৷
মহারাষ্ট্র ও ঝড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি সারা দেশের নজর ওয়েনাড় লোকসভা আসনের উপনির্বাচনের দিকে ৷ কারণ রাহুল গান্ধির ছেড়ে দেওয়া আসেনে কংগ্রেস প্রার্থী তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷ যিনি প্রথমবার কোনও নির্বাচনে অংশ নিয়েছেন ৷ কংগ্রেস শিবির প্রিয়াঙ্কার জয়ের ব্যাপারে আশাবাদী।
LIVE FEED
মোদির 'এক হ্যায় তো সেফ হ্যায়' বার্তা
মহারাষ্ট্রের ফলাফল আমাদের 'এক হ্যায় তো সেফ হ্যায়' বক্তব্যের মর্মার্থ বুঝিয়েছে। মারাঠা ভূমের ফলাফলের প্রতিক্রিয়া মোদির ।
বিজেপি সদর দফতরে পৌঁছলেন মোদি
মহারাষ্ট্রে বড় জয় পেয়েছে এনডিএ । তাছাড়া দেশেকর বিভিন্ন প্রান্তে হওয়া উপনির্বাচনেও ভালো ফল হয়েছে বিজেপির । এরপরই জানা যায় দিল্লিতে দলের সদর দফতর থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহারাষ্ট্রে উন্নয়ন-সুশাসনের জয়: প্রধানমন্ত্রী
মহারাষ্ট্রে এনডিএ-র জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "উন্নয়নের জয় ৷ সুশাসনের জয় ৷ একজোট হয়ে থাকলে আমরা আর উন্নতি করব ৷ আমাদের পাশে থাকার জন্য মহারাষ্ট্রের ভাইবোনেদের ধন্যবাদ ৷ বিশেষ করে যুব ও মহিলারা আমাদের পক্ষে ভোট দিয়েছেন ৷ তাঁদের ধন্যবাদ ৷ "
মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জটিলতা নেই: ফড়নবিশ
মহারাষ্ট্রের নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনও জটিলতা নেই ৷ জোটের নেতাদের পাশে বসে এমনই দাবি করলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ তিনি জানান বিরোধীরা শুরু থেকে অপপ্রচার করে আসছিল ৷ বলছিল, শাসক শিবিরে মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে টানাপোড়েন আছে ৷ কিন্তু সেই বক্তব্য ঠিক নয় ৷ তাঁর কথায়, "আমাদের মধ্যে মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কোনও বিরোধ নেই ৷ তিনটি দলের নেতারা আলোচনা করে নেতার নাম ঠিক করে নেবেন ৷ "
জিতলেন হেমন্ত-কল্পনা
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে জিতলেন জেএমএম প্রধান হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেন ৷
ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠ জেএমএম
ঝাড়খণ্ডে একাই সংখ্যাগোরিষ্ঠ হল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা ৷ জয় এবং এগিয়ে থাকার নিরিখে 42টি আসন দখল করেছে হেমন্ত সোরেনের দল ৷
বঙাইগাঁও আসনে জিতল অসম গণ পরিষদ
অসমের বঙাইগাঁও আসনে জিতল বিজেপির শরিকদল অসম গণ পরিষদ ৷
ছত্তিশগড়ে বিজেপির দাপট
ছত্তিশগড়ের রায়পুর দক্ষিণ আসন থেকে জিতেছেন বিজেপি প্রার্থী সুনীল সোনি ৷ বছর খানেক আগে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হয় ৷ তাতে কংগ্রেসের হাত থেকে রাজ্য ছিনিয়ে নেয় বিজেপি ৷ এবার এই রায়পুর দক্ষিণ কেন্দ্র থেকেও জিতলেন বিজেপি প্রার্থী ৷
রাজস্থানে বড় জয় বিজেপির
রাজস্থানে সাতটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে ৷ তাতে পাঁচটি আসনে জিতেছে বিজেপি ৷ কংগ্রেস এবং ভারত আদিবাসী পার্টি জিতেছে একটি করে আসনে ৷
জিতলেন আদিত্য ঠাকরে
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ মুম্বইয়ের অভিজাত ওরলি বিধানসভা কেন্দ্র থেকে জিতলেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ৷
4 লাখেরও বেশি ভোটে জয় প্রিয়াঙ্কার
ওয়নাড় লোকসভা কেন্দ্র থেকে বিরাট জয় পেলন প্রিয়াঙ্কা গান্ধি ৷ দাদা রাহুলকে পিছেন ফেলে কেরলের এই কেন্দ্র থেকে 4 লাখেরও বেশি ভোটে জিতে প্রথমবার লোকসভার সদস্য হচ্ছেন প্রিয়াঙ্কা
সরকার কী পারে আমরা করে দেখিয়েছি, প্রতিক্রিয়া শিন্ডের
জয় কার্যত নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তিনি বলেন, "আমরা দেখিয়েছি সরকার চাইলে কী করতে পারে ৷ কৃষক থেকে শুরু করে মহিলা-সকলের জন্য আমাদের সরকার কাজ করেছে ৷ গত আড়াই বছর ধরে ডবল ইঞ্জিনের সরকার চলেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই বারবার আমাদের রাজ্যে এসেছেন ৷ উন্নয়নের কাজে প্রচুর সাহায্য করেছেন ৷ আমরা সাবাই জানি মহারাষ্ট্র বড় রাজ্য ৷ এখানে এই বিপুল ভোটে জেতা আমাদের সকলের কাছেই একটা বিরাট উপলব্ধি ৷ বিধানসভার অধিবেশনেই আমি বলেছিলাম, আমাদের জোট 200-র বেশি আসন পাবে ৷ আর সেটাই হল ৷ আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করেছি ৷ দেবেন্দ্র ফড়নবিশ অজিত দাদা সবাই আমরা একসঙ্গে কাজ করেছি ৷ সবাইকে ধন্যবাদ ৷"
রাহুলকে ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা
এগিয়ে থাকার নিরিখে দাদা রাহুলকেও ছাপিয়ে গেলেন বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে 3 লাখ 68 হাজার 319 ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা ৷
যোগী-স্মরণ ফড়নবিশের
ফলাফলে এগিয়ে থাকার মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের সংলাপ স্মরণ করলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে যোগী বলেছিলেন, 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' ৷ রাজনৈতিক মহলের মতে হিন্দুদের এক থাকার বার্তা দিয়েছেন যোগী ৷ এবার যোগীকে স্মরণ করলেন ফড়নবিশ ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'একসঙ্গে থাকলেই নিরাপদে থাকা যায় ৷ মোদি থাকলে সব সম্ভব'
অসমের বিজেপির বড় জয়
অসম বিধানসভার বিহালি কেন্দ্র থেকে উপনির্বাচনে কংগ্রেসকে বড় ব্যবধানে হারালেন বিজেপি প্রার্থী ৷
শাহি ফোনালাপ
সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি হতেই আসরে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ফোনে কথা বলেছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷
সরকার গড়ার প্রস্তুতি বিজেপির
ভোটে অনেকটাই এগিয়ে আছে মহাযুতি ৷ আর এখন থেকেই সরকার গড়ার প্রস্তুতি শুরু করে দিল বিজেপি ৷ একটি সূত্রে জানা গিয়েছে 25 তারিখ মানে সোমবার দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির ৷
উন্নয়নে আস্থা রেখেছে ঝাড়খণ্ড, প্রতিক্রিয়া কল্পনার
উন্নয়নে আস্থা রেখেছেন ঝাড়াখণ্ডের ভোটাররা ৷ নির্বাচনে ইন্ডিয়া শিবির এগিয়ে থাকাকালীন সংবাদসংস্থা এএনআইকে এমনই জানালেন হেমন্ত সোরনের স্ত্রী কল্পনা সোরেন ৷ পাশাপাশি তিনি জানান, সকলেই 23 নভেম্বরের দিকে তাকিয়ে ছিলেন ৷ এখন ফলাফল প্রকাশিত হচ্ছে ৷ তাঁর আশা আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফল পরিস্কার হয়ে যাবে ৷
অনুশক্তিনগরে এগিয়ে ফায়াদ
মহারাষ্ট্রের অনুশক্তিনগর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী তথা সপা প্রার্থী ফায়াদ আহমেদ ৷
রায়পুর দক্ষিণে এগিয়ে বিজেপি
অষ্টম রাউন্ডের গণনা শেষে ছত্তিশগড়ের রায়পুর দক্ষিণ আসন থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সুনীল সোনি ৷ কংগ্রেস প্রার্থীর থেকে 14376 ভোটে এগিয়ে আছেন তিনি ৷
শিন্ডের বাসভবনে ফুল
ভোটে অনেকটা এগিয়ে থাকার খবর সামনে আসতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাসভবনে আসতে শুরু করেছে ফুল ৷ সকাল থেকেই বাড়ির আশপাশে ভিড় করেছেন শিন্ডে-সমর্থকরা ৷
আড়াই লাখে এগিয়ে প্রিয়াঙ্কা
সময় যত এগোচ্ছে ততই নিজের ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন প্রিয়াঙ্কা ৷ আপাতত 2 লাখ 56 হাজার 346টি ভোটে এগিয়ে রাজীব-তনয়া ৷
ওরলিতে এগিয়ে আদিত্য, বারামতীতে অজিত
দক্ষিণ মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে আছেন উদ্বব ঠাকরের পুত্র আদিত্য় ঠাকরে ৷ পাশাপাশি নিজের কেন্দ্র বারামতীতে এগিয়ে অজিত পাওয়ার ৷ এগিয়ে রয়েছন শাসক শিবিরের বান্দ্রা পূর্ব কেন্দ্রের প্রার্থী জিশান সিদ্দিকী ৷
প্রিয়াঙ্কা এগিয়ে 1 লাখ 67 হাজার 539টি ভোটে
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধি মোট 1 লাখ 67 হাজার 539টি ভোটে এগিয়ে আছেন ৷ আরও 5 লাখ ভোট গোনা বাকি আছে বলে জানা গিয়েছে ৷
নির্বাচনে বেনিয়মে হয়েছে দাবি সঞ্জয়ের
উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের অভিযোগ নির্বাচনে দুর্নীতির আশ্রয় নিয়েছে বিজেপি ৷ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা এই ফল করেছে ৷ এটা মানুষের মতামতের প্রতিফলন হতেই পারে না ৷ আমাদের রাজ্যের মানুষ অসৎ নয় ৷ নির্বাচনে টাকার খেলা হয়েছে ৷ ভোটের ফল পুরো প্রকাশিত হওয়ার পর আমাদের যা করার সেটা করব ৷ পরে দেখা যেতে পারে শিন্ডের শিবসেনা পেয়েছে 60টি আসন ৷ অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে 40টি আসন ৷ আর বিজেপি পেয়েছে 125টি আসন ৷ তখন কী হয় সেটা দেখার ৷
কর্ণাটকে এগিয়ে কংগ্রেস
কর্ণাটকের তিনটি বিধানসভার উপনির্বাচনেই এগিয়ে কংগ্রেস ৷ কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর পুত্র নিখিল কুমারস্বামীর বিপক্ষে প্রায় দু'হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সিপি যোগেশ্বর ৷
ছত্তিশগড়ে এগিয়ে বিজেপি
ছত্তিশগড় বিধানসভার উপনির্বাচনে এগিয়ে আছে বিজেপি ৷ চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী প্রায় 5 হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন বলে জানা গিয়েছে ৷
অসমে এগিয়ে এনডিএ
অসমে 5টি আসনেই এগিয়ে আছে এনডিএ ৷
মহারাষ্ট্রে অনেক এগিয়ে এনডিএ
এগিয়ে থাকার নিরিখে যাদুসংখ্যা ছাপিয়ে গেল মহাযুতি ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এখন 171টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ শিবির ৷ বিরোধীদের মহাবিকাশ আঘাড়ী এগিয়ে রয়েছে 47টি আসনে ৷
ঝাড়খণ্ডে এগোচ্ছে ইন্ডিয়া
ঝাড়খণ্ডে রদবলের ইঙ্গিত? 29 আসনে এগিয়ে আছে ইন্ডিয়া শিবির৷ এর মধ্যে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এগিয়ে আছে 13টি আসনে ৷ কংগ্রেস এগিয়ে 9টি আসনে ৷ আরজেজি এগিয়ে 4টি আসনে ৷ সিপিআইএম (এল) এগিয়ে 3টি আসনে ৷ খানিকটা পিছিয়ে এনডিএ ৷
ব্যবধান বাড়ছে প্রিয়াঙ্কার
তৃতীয় রাউন্ডের গণনা চলাকালীন 57,144 ভোটে এগিয়ে যান প্রিয়াঙ্কা ৷ রাউন্ড শেষে দেখা যায় তিনি 83179 ভোটে এগিয়ে ৷
ওয়েনাড়ে প্রিয়াঙ্কা-ঝড়
দ্বিতীয় রাউন্ডের গণনা চলাকালীন 46 হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেলেন প্রিয়াঙ্কা ৷
প্রথম রাউন্ডের শেষে মহারাষ্ট্রে এগিয়ে মহাযুতি
প্রথম রাউন্ডের শেষে মহাযুতি এগিয়ে 31টি আসেনে ৷ আর মহাবিকাশ আগাড়ী 18টি আসনে এগিয়ে ৷ ওরলি আসনে এগিয়ে আদিত্য ঠাকরে ৷ নাগপুর দক্ষিণে এগিয়ে দেবেন্দ্র ফড়নবিশ ৷ কোপরি-পাঁচপাকাডি আসনে এগিয়ে একনাথ শিন্ডে ৷ বারামতি আসনে এগিয়ে অজিত পাওয়ার ৷ সাকোলি আসনে পিছিয়ে নানা পাটোলে (রাজ্য কংগ্রেস সভাপতি)
ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধি
ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে এগিয়ে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধি ৷ প্রথম রাউন্ড গণনার শেষে প্রিয়াঙ্কা 7011 ভোটে এগিয়ে ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী (এলডিএফ) সত্যান মকেরিকে এবং বিজেপি প্রার্থী নব্যা হরিদাস ৷