পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শ্রীনগরে ভোটের লাইনে নীরবে ভোটাধিকার প্রয়োগ বয়স্ক ভোটারদের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগর লোকসভা আসনে ভোটগ্রহণ হল ৷ সেখানে এ দিন ভোট দিতে দেখা গেল অনেক বয়স্ক ভোটারকে ৷ তাঁদের মধ্য়ে অনেকেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ৷ ইটিভি ভারতের পারভেজ উদ্দিনের প্রতিবেদন ৷

Lok Sabha Election 2024
শ্রীনগরের বয়স্ক ভোটাররা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 4:51 PM IST

শ্রীনগর, 13 মে: চতুর্থ দফার নির্বাচনে ভোট দেওয়ার জন্য জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বয়স্ক ভোটারদের উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ল ৷ বয়সের পাশাপাশি অসুস্থতাকে উপেক্ষা করেও অনেককে এ দিন ভোটের লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে ৷ জম্মু ও কাশ্মীরে শেষবার ভোট হয়েছিল 2019 সালে ৷ তার পর সেখানে আর কোনও ধরনের ভোট হয়নি ৷ সেই কারণেই হয়তো বয়স্কদের মধ্যে ভোটদানের উৎসাহ অনেক বেশি বলে মনে করা হচ্ছে ৷

অনেক বলছেন, সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর থেকে কাশ্মীরি জনগণের মধ্যে একটি স্পষ্ট জাগরণ ছড়িয়ে পড়েছে ৷ অনেকে নিজেদের পরিচয় হারানোর আশঙ্কায় রয়েছেন ৷ সেই আশঙ্কা তাঁদের দৈনন্দিন সংগ্রামকে অতিক্রম করে গিয়েছে । যার প্রতিফলন ভোটের লাইনে দেখা গিয়েছে ৷

ভোটের লাইনে দাঁড়িয়ে এক বয়স্ক ভোটার কেন্দ্রের বিরুদ্ধে কাশ্মীরিদের ক্রমাগত অবহেলার অভিযোগ তুললেন ৷ এছাড়া বিদ্যুতের শুল্ক বৃদ্ধি, মিটারের শ্রেণিবিন্যাসে স্বেচ্ছাচারিতা, ব্যাপক বেকারত্ব, উন্নয়ন না হওয়ার বিষয়টিও ভোটারদের মনে ক্ষোভ তৈরি করেছে বলে বয়স্ক ওই ভোটারের দাবি ৷ তবে বেশ কয়েকজন বয়স্ক ভোটার আবার মনে করেন, যাঁরা জিতবেন, তাঁরা আগামিদিনে সংসদে কাশ্মীরিদের অধিকারের দাবিতে সরব হবেন ৷

আজ, সোমবার ছিল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ ৷ এ দিন জম্মু ও কাশ্মীরের শ্রীনগর লোকসভা আসনে ভোটগ্রহণ হল ৷ সেখানে লড়াই করছেন ন্যাশনাল কনফারেন্সের আগা রুহুল্লাহ, পিডিপি-র ওয়াহিদ পারা ও আপনি পার্টির মহম্মদ আশরাফ মীর ৷

এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে ৷ এখনও তিন দফার নির্বাচন বাকি রয়েছে ৷ ফল প্রকাশিত হবে আগামী 4 জুন ৷

আরও পড়ুন:

  1. বেলা 3টে পর্যন্ত দেশজুড়ে ভোট পড়ল 50 শতাংশেরও বেশি, এগিয়ে বাংলা; সবচেয়ে কম ভূ-স্বর্গে
  2. 'গণতন্ত্রকে শক্তিশালী করি', চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই ভোটাধিকার প্রয়োগের ডাক মোদির
  3. সোমবার চতুর্থ দফার ভোট, কনৌজ থেকে হায়দরবাদের লড়াই ঘিরে তুঙ্গে উৎসাহ

ABOUT THE AUTHOR

...view details