নয়াদিল্লি, 12 জুন:নতুন সেনাপ্রধান পেতে চলেছে দেশ ৷ জেনারেল মনোজ পাণ্ডের জায়গায় দায়িত্বে আসছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ ৩০ জুন দায়িত্ব নেবেন ৷ নতুন সেনাপ্রধান ৷ সেদিনই জেনারেল মনোজ পাণ্ডের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৷ এখন ভারতীয় সেনার সহকারী সেনা প্রধানের দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷
মঙ্গলবার রাত এগারোটা নাগাদ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর জানানো হয় ৷ জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ ভারতীয় সেনা সহকারী প্রধান বা ভাইস চিফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ ওই পদে মাত্র চার মাস থাকার পরই দেশের চিফ অফ আর্মি স্টাফ হতে চলেছেন তিনি ৷
1964 সালের পয়লা জুলাই জন্মগ্রহণ করা লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জম্মু-কাশ্মীর রাইফেলস দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন ৷ এরপর গত চার দশকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ৷ বিদেশেও তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে ৷
2022 সালে ভারতীয় সেনার নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডারিং ইন চিফ পদেও কাজ করেছেন ৷ এবার তাঁর হাতেই ভারতীয় সেনার ভার তুলে দেওয়া হল ৷ কর্মজীবনের মতোই আকর্ষণীয় তাঁর শিক্ষাগত যোগ্যতা ৷ রেওয়ার সৈনিক স্কুল দিয়ে পঠন-পাঠন শুরু ৷ তারপর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভর্তি হন ভারতীয় সেনার হবু প্রধান ৷ এর পাশাপাশি আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েপ্রতিরক্ষা সঙ্গে জড়িত একাধিক কোর্সও করেছেন তিনি ৷ বিশ্বের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে এসেছেন নানা ধরনের অত্যাধুনিক সামরিক কলা-কৌশল ৷ একইসঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত এমফিল এবং দুটি বিষয়ে মাস্টার্স ডিগ্রিও রয়েছে তাঁর ৷
এদিকে গত মে মাসেই জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে ৷ কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তে তার কার্যকালের মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে ৷ শেষমেষ জুন মাসের ৩০ তারিখ তাঁর মেয়াদ শেষ হচ্ছে ৷ তার আগেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জেনারেল মনোজ পাণ্ডের উত্তরসূরী খুঁজে নেওয়া হল ৷