পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রামলীলা চলাকালীন হার্ট অ্যাটাক ! মৃত্যু হল রাম, কুম্ভকর্ণের

নবরাত্রির সময় রামলীলা অভিনয় হয়েছে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ৷ এই অভিনয় চলাকালীন মৃত্যু হল দুই শিল্পীর ৷

By ETV Bharat Bangla Team

Published : 13 hours ago

Ramlila Death Incident
রামলীলার অভিনয় চলাকালীন মৃত্যু (প্রতীকী ছবি)

নয়াদিল্লি, 13 অক্টোবর: রামলীলায় মৃত্যু হল কুম্ভকর্ণের ৷ দেশজুড়ে দশেরা পালিত হয়েছে ৷ এই উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় রামলীলা অভিনীত হয় ৷ এরকমই একটি রামলালীর অভিনয় চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কুম্ভকর্ণ ৷ পরে হাসপাতালে মৃত্যু হল অভিনেতার ৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত 11টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিল্লির চিরাগ দিল্লি এলাকায় ৷ শুক্রবার রাতে মালব্য নগরে সাবিত্রী নগর রামলীলার পালা হচ্ছিল ৷ তাতে কুম্ভকর্ণের ভূমিকায় অভিনয় করছিলেন বিক্রম তনেজা ৷ তাঁর বয়স 60 বছর ৷ তিনি পশ্চিম বিহারের বাসিন্দা ৷ অভিনয় করতে করতেই তিনি বুকে ব্যথা অনুভব করেন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৷ তাতেই প্রাণ হারিয়েছেন তিনি ৷

রামলীলা অভিনয়ের সময় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা এর আগেও হয়েছে ৷ গত শনিবার, 5 অক্টোবর দিল্লির শাহদারা জেলার বিশ্বকর্মী নগর এলাকায় রামলীলায় অভিনয় চলাকালীনই মৃত্যু হয় এক শিল্পীর ৷ মৃত ওই শিল্পীর নাম সুশীল কৌশিক (45) ৷ তিনি স্বয়ং রামের চরিত্রে অভিনয় করছিলেন ৷ সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্তি ছিলেন সুশীল ৷ সেদিন ঝিলমিল বিশ্বকর্মা নগরে রামলীলা অভিনয়ে অংশ নিয়েছিলেন ৷

রামলীলার অভিনয় দেখতে ভিড় জমে গিয়েছিল ৷ অভিনয় চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন সুশীল ৷ অভিনয় করতে করতে ব্যাকস্টেজে গিয়ে অজ্ঞান হয়ে যান ৷ তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয় হাসপাতালের তরফে ৷ এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details