পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বুধেই ঈদ পালন কেরল ও জম্মু-কাশ্মীরে, বাংলা-সহ বাকি দেশে উৎসব আগামিকাল - EID 2024 - EID 2024

Eid Celebration in India: মঙ্গলবার সন্ধ্যায় চাঁদের দেখা মিলেছে কেরল এবং জম্মু ও কাশ্মীর, লাদাখে ৷ এই তিন জায়গায় আজ ঈদ পালিত হচ্ছে ৷ পশ্চিমবঙ্গ-সহ বাকি রাজ্যে চাঁদের দেখা না-পাওয়ায় বৃহস্পতিবার পালিত হবে খুশির ঈদ ।

Eid
Eid

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 10:20 AM IST

নয়াদিল্লি, 10 এপ্রিল: ভারতে এবার দু'দিন খুশির ঈদ পালিত হতে চলেছে ৷ আজ কেরল এবং জম্মু ও কাশ্মীরে ঈদ-উল-ফিতর উদযাপন করা হচ্ছে ৷ কারণ এই দুটি জায়গায় চলতি বছরের রমজানের শেষ দিন মঙ্গলবার চাঁদ দেখা গিয়েছে । তবে দেশের বাকি অংশে কোথাও গতকাল রাতে চাঁদ দেখা যায়নি ৷ তাই পশ্চিমবঙ্গ-সহ দেশের বাকি অংশে বৃহস্পতিবারই ঈদ পালন করা হবে ৷

দিল্লির ফতেপুরি মসজিদের ইমাম মুফতি মুকাররম আহমদ বলেছেন, "মসজিদের রুয়েত-ই-হিলাল কমিটি অনেক জায়গায় যোগাযোগ করেছে এবং জানানো হয়েছে যে সেসব জায়গায় চাঁদ দেখা যায়নি । তাই ভারতে বৃহস্পতিবার ঈদ পালিত হবে এবং বুধবার রমজানের 30তম রোজা পালন করা হবে ।"

তবে বুধবার কেরল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ জুড়ে ঈদ পালনের উৎসব শুরু হয়ে গিয়েছে। সৈয়দ সাদিক আলি শিহাব থাঙ্গাল, জিফরি মুথুকোয়া থাঙ্গাল এবং কাঁথাপুরম এপি আবুবকর মুসলিয়ার-সহ কেরলের ধর্মগুরুরা বলেছেন, "শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে ।" শ্রীনগরে গ্র্যান্ড মুফতি নাসির-উল-ইসলাম বলেছেন, "চাঁদ দেখা গিয়েছে এবং বুধবার জম্মু ও কাশ্মীরে ঈদ পালিত হবে ।"

দিল্লির শাহী জামে মসজিদের সাবেক ইমাম সৈয়দ আহমেদ বুখারি বলেন, "শাওয়ালের চাঁদ দেখার বিষয়ে কোনও খবর নেই । ভারতের বিভিন্ন অংশে যোগাযোগ করা হয়েছিল-উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং বিহার, কিন্তু কোথাও চাঁদ দেখা যায়নি ৷ তাই এই রাজ্যগুলিতে ঈদ 11 এপ্রিল বৃহস্পতিবার উদযাপিত হবে ৷" লখনউয়ের মারকাজি চাঁদ কমিটিও ঘোষণা করেছে যে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি ৷ তাই ঈদ 11 এপ্রিল পালিত হবে ।

ঈদ-উল-ফিতর মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বছরের সবচেয়ে বড় উৎসব ৷ বিশ্বজুড়ে বিভিন্ন দিনে পালিত হয় খুশির ঈদ ৷ অর্ধেক চাঁদ দেখার উপর নির্ধারিত হয় ঈদের দিন, যা চন্দ্র ইসলামিক ক্যালেন্ডারে শাওয়াল মাসের শুরুকে বোঝায় । এটি রমজান মাসের উপবাসের সমাপ্তি চিহ্নিত করে ।

আরও পড়ুন:

  1. খাদ্যরসিক থেকে রাজনীতিক, রমজানে জমজমাট জাকারিয়া স্ট্রিট
  2. খুশির ঈদে বৃষ্টি কাঁটা হবে না দক্ষিণে, উৎসবের পরই চড়বে পারদ
  3. কাবাব টু বিরিয়ানি, ঈদ জমে উঠুক ঘরোয়া খাবারে

ABOUT THE AUTHOR

...view details