পশ্চিমবঙ্গ

west bengal

তিহাড় জেলে আত্মসমর্পণের আগে রাজঘাট, হনুমান মন্দিরে যাচ্ছেন কেজরিওয়াল - Arvind Kejriwal

By PTI

Published : Jun 2, 2024, 12:09 PM IST

Arvind Kejriwal: তিহাড় জেলে যাওয়ার আগে রাজঘাটে শ্রদ্ধা এবং হনুমান মন্দিরে পুজো দেবেন কেজরিওয়াল ৷ তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হচ্ছে আজ ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল (সৌজন্য:- টুইটার)

নয়াদিল্লি, 2 জুন: রবিবার, আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ ৷ তাঁর জামিনের শুনানিও আপাতত স্থগিত রেখেছে রাউস অ্য়াভিনিউ আদালত ৷ রবিবার কেজরিওয়াল অবশ্য জানান, রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধ এবং কনট প্লেসের হনুমান মন্দিরে পরেই তিহাড় জেলে আত্মসমর্পণ করবেন তিনি ৷

লোকসভা নির্বাচনে প্রচারের জন্য দিল্লির আবগারি দুর্নীতি সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনে কেজরিওয়ালকে 10 মে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। আজ রবিবার পর্যন্ত তাঁর সেই অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ছিল ৷ ভোট শেষ হয়েছে গত 1 জুন। আদালতের নির্দেশ মোতাবেক এদিনই ফের জেলে ফিরতে হবে কেজরিওয়ালকে ৷ এর মধ্যেই অবশ্যএকবার সুপ্রিম কোর্টে এবং রাউস অ্য়াভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল ৷ যদিও স্বস্তি তিনি পাননি ৷ এরপর এদিন এক্স হ্য়ান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, "মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে, আমি 21 দিন নির্বাচনী প্রচারের জন্য জেল থেকে বেরিয়ে এসেছি। মাননীয় সুপ্রিম কোর্টকে অনেক ধন্যবাদ ৷"

এরই সঙ্গে কেজরিওয়াল লিখেছেন, "আজ আমি তিহাড়ে গিয়ে আত্মসমর্পণ করব। আমি বিকাল তিনটে নাগাদ বাড়ি থেকে বের হব। প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাব। সেখান থেকে কনট প্লেসের হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির আশীর্বাদ নেব। সেখান থেকে আমি পার্টি অফিসে গিয়ে দলীয় কর্মীদের এবং দলের নেতাদের সঙ্গে দেখা করব ৷" এরই সঙ্গে কেজরিওয়াল লিখেছেন, "আপনারা সবাই নিজের যত্ন নিন। আমি আপনাদের জন্য চিন্তিত থাকব। আপনি যদি খুশি হন তবে আপনার কেজরিওয়ালও জেলে খুশি হবেন। জয় হিন্দ ৷" (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details