মান্ডি (হিমাচল প্রদেশ), 4 জুন: ট্রেন্ড বলছে, হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনই আসতে চলেছে বিজেপির ঝুলিতে ৷ এই আসনগুলির মধ্যে অন্যতম হল মান্ডি ৷ লোকসভা নির্বাচনে মান্ডির দিকে নজর ছিল সকলের ৷ কারণ, এই আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ গণনা অনুযায়ী, প্রতিপক্ষের থেকে প্রায় কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছেন এই তারকা প্রার্থী ৷ জয় একপ্রকার নিশ্চিত হতেই বিরোধী পক্ষকে হুঙ্কার ছাড়তে শুরু করেছেন হিমাচলের ভূমিকন্যা ৷ প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে কটাক্ষ করে তিনি বলেন, "তাঁকে এবার ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে ।"
ভোটের ময়দানে বিরোধী শিবির পক্ষ থেকে বারে বারে দাবি করা হচ্ছিল, কঙ্গনা মান্ডি আসনে হেরে যাবেন এবং তাঁকে ব্যাগ ঘুছিয়ে হিমাচল থেকে মুম্বইয়ে ফিরে আসতে হবে ৷ বিরোধীদের সেই কটাক্ষের এ দিন পালটা দিলেন অভিনেত্রীও ৷ সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় কঙ্গনা বলেন, " আমরা যেভাবে এগিয়ে রয়েছি তাতে এটি আজ স্পষ্ট হয়ে গিয়েছে যে, একজন মহিলাকে নিয়ে এত কটু কথা বলার ফল বিরোধীদের ভোগ করতে হবে । মান্ডির মহিলাদের অপমান করায় এখানকার মানুষ বিষয়টিকে ভালো ভাবে নেয়নি ।"