পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2027 সালে প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে পারে দেশ, দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বিচারপতি বিভি নাগারথনার - SC judge Justice B V Nagarathna

Supreme Court judge Justice B V Nagarathna: সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারথনা 2027 সালে ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন ৷ ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা সেই বিচারপতি সম্পর্কে ও তাঁর দেওয়া কয়েকটি রায় এবং বিচারবিভাগে মহিলাদের প্রতিনিধিত্ব নিয়ে এই প্রতিবেদন লিখেছেন ৷

Justice B V Nagarathna
Justice B V Nagarathna

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 4:29 PM IST

নয়াদিল্লি, 8 মার্চ: নারীরা এখন কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই ৷ তার পরও ভারতের বিচারবিভাগে এখনও পুরুষ ও মহিলা বিচারকদের সংখ্যার ফারাক থেকে গিয়েছে ৷ সুপ্রিম কোর্টেই 34 জন বিচারপতির মধ্যে মাত্র তিনজন মহিলা ৷ ফলে এই বৈষম্য দূর হওয়া প্রয়োজন ৷

বিশেষ করে ভারতের মতো একটা বৈচিত্র্যপূর্ণ গণতান্ত্রিক দেশে বিচারবিভাগে মহিলাদের অন্তর্ভুক্তি আরও বেশি জরুরি ৷ এক্ষেত্রে আশার আলো দেখা যেতে পারে 2027 সালের পর ৷ কারণ, 2021 সালের 31 অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়া বিভি নাগারথনার 2027 সালে দেশের প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এখনও পর্যন্ত ভারতের কোনও মহিলা প্রধান বিচারপতি হননি ৷ সুপ্রিম কোর্টের বেঞ্চে প্রথম মহিলা বিচারপতি হিসেবে 1989 সালে নিযুক্ত হন বিচারপতি ফাতিমা বেভি ।

ফলে বিচারপতি বিভি নাগারথনাই দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন ৷ সেক্ষেত্রে 2027 সালের 23 সেপ্টেম্বরের পর থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন ৷ সেটা নারীর ক্ষমতায়নের একটা আনন্দের মুহূর্ত তৈরি করতে পারে ৷ তবে তা দীর্ঘস্থায়ী হবে না ৷ কারণ, ওই বছরের 29 অক্টোবরই তিনি অবসর নেবেন ৷ ফলে দেশের প্রধান বিচারপতির দায়িত্বে তিনি থাকতে পারবেন একমাসের কিছু বেশি সময় ৷

গত বছরের অক্টোবরে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন যে জেলা আদালতে লিঙ্গসমতা দৃঢ় হচ্ছে ৷ আগামী এক বা দুই দশকের মধ্যে সাংবিধানিক আদালতেও মহিলাদের অনুরূপ প্রতিনিধিত্ব দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন ৷ এই নারী দিবসে সরকার ও বিচারবিভাগকে এটা মনে করিয়ে দেওয়া উচিত যে আদালতে মহিলাদের কম প্রতিনিধত্বের দিকে নজর দেওয়া উচিত ৷ ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2022 সালে একটি রিপোর্ট প্রকাশ করে ৷ সেই রিপোর্ট অনুযায়ী হাইকোর্ট স্তরের তুলনায় জেলা আদালত স্তরে বেশি মহিলা বিচারক রয়েছেন ৷ জেলা আদালত স্তরে মোট বিচারকের 35 শতাংশ ও হাইকোর্ট স্তরে বিচারপতিদের মাত্র 13 শতাংশ মহিলা ।

রাষ্ট্রসংঘের মতে, বিচারব্যবস্থায় মহিলাদের প্রতিনিধিত্ব আদালত নাগরিকদের প্রতিনিধিত্ব, তাদের উদ্বেগের সমাধান ও সঠিক রায় দেওয়ার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ মহিলা বিচারকরা আদালতের বৈধতা বৃদ্ধি করে ৷ বিচারপতি প্রার্থীদের জন্য তাঁরাও যে আছেন, সেই বার্তাও প্রেরণ করে ৷

2021 সালের সেপ্টেম্বরে একটি অনুষ্ঠানে বিচারপতি নাগারথনা জানিয়েছিলেন, এখন সমস্ত বাধা অতিক্রম করে মহিলাদের এগিয়ে যাওয়ার সময় ৷ সেখানে ভারতের তৎকালীন প্রধান বিচারপতি এনভি রমনাও উপস্থিত ছিলেন ৷ গত বছর ডিসেম্বরে বিচারপতি নাগারথনা একটি টিভি চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছিলেন, বিচারব্যবস্থায় এক সময় পুরুষদের আধিপত্য ছিল ৷ কিন্তু এখন মহিলারাও এগিয়ে আসছেন ৷ তিনি আরও জানিয়েছিলেন যে পরিবারের সমর্থন না থাকলে বিয়ের পর বা মা হওয়ার পর মহিলাদের ক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়া কঠিন ৷ পাশাপাশি সিনিয়রদের ও সমগ্রিক ব্য়বস্থার মহিলাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পাশে থাকা উচিত ৷

উল্লেখ্য, গত 8 জানুয়ারি বিলকিস বানো মামলার রায় সুপ্রিম কোর্টের যে বেঞ্চ দিয়েছিল, সেই বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি নাগারথনা ৷ বিলকিস বানো মামলায় দোষী 11 জনকে মুক্তি দেওয়া নিয়ে গুজরাত সরকারের ভূমিকার কড়া সমালোচনাও করেছিলেন ওই বিচারপতি ৷ 2023 সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নোটবন্দি নিয়ে রায় দিয়েছিল ৷ সেই বেঞ্চে বিচারপতি নাগারথনা ছিলেন ৷ তিনি নোটবন্দির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেননি ঠিকই ৷ তবে এই প্রক্রিয়া বেআইনি বলে উল্লেখ করেছিলেন ৷

আরও একাধিক রায়ের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বেঞ্চের অন্য বিচারপতিদের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ পেয়েছিল ৷ তাই তিনি প্রধান বিচারপতি পদে বসার সুযোগ পেলে কী কী রায় দেন, সেদিকে নজর থাকবে সকলের ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের
  2. সাংসদ ও বিধায়কদের বাকস্বাধীনতায় অতিরিক্ত বিধিনিষেধ আরোপ নয়, রায় সুপ্রিম কোর্টের
  3. নিপীড়ন নয়, ক্ষমতা ব্যবহার হোক মুক্তির জন্য, বার্তা দেশের প্রধান বিচারপতির

ABOUT THE AUTHOR

...view details