পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে শেষ দফার নির্বাচন ! দুপুর পর্যন্ত ভোট পড়ল 56.01% শতাংশ - Jammu and Kashmir Elections 2024

Jammu Kashmir Assembly Elections: মঙ্গলবার উপত্যকায় তৃতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন ৷ এদিন সকাল 7টা থেকে জম্মু-কাশ্মীরের মোট 40টি আসনে শুরু হয়েছে নির্বাচন ৷

Jammu Kashmir Assembly Elections
জম্মু-কাশ্মীরে শেষ দফার নির্বাচন (এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 9:11 AM IST

Updated : Oct 1, 2024, 4:12 PM IST

শ্রীনগর, 1 অক্টোবর:মঙ্গলবার জম্মু-কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন ৷ সকাল 7টা থেকে উপত্যকার 40টি আসনে চলছে নির্বাচন ৷ সকাল 11টা 28.12 শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

এরপর থেকে ভোটদানের হার কিছুটা বাড়ে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য় বলছে দুপুর তিনটে পর্যন্ত গড়ে 56.01% শতাংশ ভোট পড়েছে। তথ্য বলছে কাঠুয়া থেকে শুরু করে উধমপুর ও সাম্বার মতো বিধানসভা কেন্দ্রে 60 শতাংশের কিছু বেশি ভোট পড়েছে। আবার বান্দিপুরা, কুপওয়ারা এবং জম্মু বিধানসভা কেন্দ্রে 55 শতাংশের আশপাশে ভোট পড়েছে । বারামুল্লা বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম 46 শতাংশ ভোট পড়েছে।

মঙ্গলবার কাশ্মীরের 16টি ও জম্মুর 24টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ 415 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ ৷ ভাগ্য নির্ধারণ করবেন 39 লক্ষ 18 হাজার ভোটার ৷ উত্তর কাশ্মীরের সীমান্তবর্তী 3 জেলায় চলছে নির্বাচন ৷ ফলে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য 404 কোম্পানিরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

নির্বাচন শুরু হতেই উপত্যকাবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ মোদি লেখেন, "আজ জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের শেষ দফা ৷ সকলের কাছে আমার আবেদন গণতন্ত্রের এই উৎসবকে সফল করতে এগিয়ে আসুন ৷ যুব সমাজের পাশাপাশি আমার বিশ্বাস এই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন মহিলারাও ৷"

এদিন, কাশ্মীরের বারামুল্লা, কুপওয়ারা এবং বান্দিপোরা জেলায় চলছে নির্বাচন ৷ অন্যদিকে, জম্মুর উধামপুর, কাঠুয়া ও সাম্বা জেলায় চলছে নির্বাচন ৷ শেষ দফার নির্বাচনে ভাগ্য নির্ধারণ হতে চলেছে রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ ও মুজাফ্ফর বেইগের ৷ এছাড়াও তালিকায় রয়েছেন পিপলস্ কনফারেন্স চেয়ারম্যান সাজ্জাদ লোন গোনি, কংগ্রেসের 2 বারের সাংসদ চৌধুরী লাল সিং এবং বিজেপি নেতা দেবেন্দ্র সিং রানা ৷

নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ আগে উপত্যকাবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ লেখেন, "জম্মু-কাশ্মীরে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে একটি সরকারের প্রয়োজন । আজ, এখানে শেষ পর্যায়ে ভোট ৷ জনগণের উচিত তাদের ভোটদানের ক্ষমতা প্রয়োগ করে এমন একটি সরকার গঠন করা যা জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, স্বজনপ্রীতি এবং দুর্নীতি থেকে মুক্ত করতে পারে ৷ উপত্যকার পর্যটন, শিক্ষা, কর্মসংস্থান এবং সর্বাত্মক উন্নয়নের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিন ৷"

2019 সালে বিশেষ মর্যাদার অবলুপ্তির পর এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন উপত্যকাবাসী ৷ তাঁদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তু, বাল্মীকি সমাজ এবং গোর্খা সম্প্রদায়ের মানুষও ৷ 370 ধারা অবলুপ্তির পর এই প্রথম বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অধিকার পেয়েছেন তাঁরা ৷

প্রসঙ্গত, মোট 3 দফায় নির্বাচন হচ্ছে জম্মু-কাশ্মীরে ৷ 18 সেপ্টেম্বর ও 25 সেপ্টেম্বরে দু'দফার নির্বাচন হয়ে গিয়েছে ৷ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে 61.38 শতাংশ এবং দ্বিতীয় দফায় 57.31 শতাংশ ভোট পড়েছে ৷ আগামী 8 অক্টোবর নির্বাচনের ফল ঘোষণা হবে ৷

Last Updated : Oct 1, 2024, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details